এই পৃথিবীতে উদ্ভিদের বৈচিত্র অবাক করার মতো। ছত্রাক এক ধরনের উদ্ভিদ। এ বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েক লক্ষ রকমের ছত্রাক রয়েছে। (ছবি সৌজন্যে রেগান ড্যানিয়েলস)

Viral News: হুবহু মরা মানুষের আঙুল, এগুলি আসলে কী? সারা বিশ্বে তোলপাড় ফেলা ছবিগুলি দেখলে চমকে যাবেন

এই পৃথিবীতে উদ্ভিদের বৈচিত্র অবাক করার মতো। ছত্রাক এক ধরনের উদ্ভিদ। এ বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েক লক্ষ রকমের ছত্রাক রয়েছে। (ছবি সৌজন্যে রেগান ড্যানিয়েলস)
এই পৃথিবীতে উদ্ভিদের বৈচিত্র অবাক করার মতো। ছত্রাক এক ধরনের উদ্ভিদ। এ বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েক লক্ষ রকমের ছত্রাক রয়েছে। (ছবি সৌজন্যে রেগান ড্যানিয়েলস)
মাশরুম অর্থাৎ ছত্রাক উদ্ভিদজগতের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। বিশ্বের বেশ কয়েকটি দেশে এক ধরনের ছত্রাক পাওয়া যায় যাকে এক ঝলক দেখলে আপনার মনে হবে মরা মানুষের কাটা আঙুল।
মাশরুম অর্থাৎ ছত্রাক উদ্ভিদজগতের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। বিশ্বের বেশ কয়েকটি দেশে এক ধরনের ছত্রাক পাওয়া যায় যাকে এক ঝলক দেখলে আপনার মনে হবে মরা মানুষের কাটা আঙুল।
গাছের গুঁড়ির ফাঁকে, পিলারের গায়ে বা মাটিতে দেখা গিয়েছে ওই ছত্রাক। তা দেখে মনে হচ্ছে যেমন মৃত মানুষের আঙুল।
গাছের গুঁড়ির ফাঁকে, পিলারের গায়ে বা মাটিতে দেখা গিয়েছে ওই ছত্রাক। তা দেখে মনে হচ্ছে যেমন মৃত মানুষের আঙুল।
কোনও ছত্রাক দেখে মনে হচ্ছে পায়ের আঙুল তো কিছু হাতের আঙুলের মতো। দীর্ঘ দিন ধরে মৃতদেহ সংরক্ষণ করে রাখলে আঙুল যে রকম হয়ে যায় সে রকমই দেখতে ওই ছত্রাকগুলি।
কোনও ছত্রাক দেখে মনে হচ্ছে পায়ের আঙুল তো কিছু হাতের আঙুলের মতো। দীর্ঘ দিন ধরে মৃতদেহ সংরক্ষণ করে রাখলে আঙুল যে রকম হয়ে যায় সে রকমই দেখতে ওই ছত্রাকগুলি।
রেগান ড্যানিয়েলস নামে এক ফোটোগ্রাফার তুলেছেন ওই ছবি। তাঁর বাড়ি আমেরিকার নর্থ ক্যারোলিনায়। সেখানকার একটি পার্কে এই ছত্রাকের ছবি তুলেছেন বলে জানিয়েছেন তিনি।
রেগান ড্যানিয়েলস নামে এক ফোটোগ্রাফার তুলেছেন ওই ছবি। তাঁর বাড়ি আমেরিকার নর্থ ক্যারোলিনায়। সেখানকার একটি পার্কে এই ছত্রাকের ছবি তুলেছেন বলে জানিয়েছেন তিনি।
ছোট ছোট গোছা করে গাছের উপর বা মাটিতে এগুলি জন্মায়। ১ থেকে ৩ ডায়ামিটারের এই ছত্রাকগুলি প্রায় ৩ থেকে ৮ সেন্টিমিটার লম্বা হয়। যত দিন যায় এগুলি হাল্কা রং থেকে কালো হয়ে যায়। দেখে মনে হয় মানুষের আঙুল।
ছোট ছোট গোছা করে গাছের উপর বা মাটিতে এগুলি জন্মায়। ১ থেকে ৩ ডায়ামিটারের এই ছত্রাকগুলি প্রায় ৩ থেকে ৮ সেন্টিমিটার লম্বা হয়। যত দিন যায় এগুলি হাল্কা রং থেকে কালো হয়ে যায়। দেখে মনে হয় মানুষের আঙুল।
গোটা বিশ্বের আশ্চর্যের আবিষ্কারের মধ্যে প্রকৃতির অপূর্ব এমন এক সৃষ্টি রয়েছে। এই ছবিগুলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
গোটা বিশ্বের আশ্চর্যের আবিষ্কারের মধ্যে প্রকৃতির অপূর্ব এমন এক সৃষ্টি রয়েছে। এই ছবিগুলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আমেরিকা ছাড়াও ব্রিটেন ও আয়ারল্যান্ডে এ ধরনের ছত্রাক দেখতে পাওয়া যায় বলে জানা গিয়েছে। মূলত ইউরোপ এবং উত্তর আমেরিকায় এর দেখা মেলে। (ছবি সৌজন্যে রেগান ড্যানিয়েলস)
আমেরিকা ছাড়াও ব্রিটেন ও আয়ারল্যান্ডে এ ধরনের ছত্রাক দেখতে পাওয়া যায় বলে জানা গিয়েছে। মূলত ইউরোপ এবং উত্তর আমেরিকায় এর দেখা মেলে। (ছবি সৌজন্যে রেগান ড্যানিয়েলস)
এর নাম জাইলেরিয়া পলিমরফা (Xylaria Polymorpha)। তবে এর প্রচলিত নাম ডেড ম্যান্স ফিঙ্গার্স অর্থাৎ মৃত মানুষের আঙুল।
এর নাম জাইলেরিয়া পলিমরফা (Xylaria Polymorpha)। তবে এর প্রচলিত নাম ডেড ম্যান্স ফিঙ্গার্স অর্থাৎ মৃত মানুষের আঙুল।
ইকো সিস্টেমে এই ছত্রাক খুবই গুরুত্বপূর্ণ কাজ করে।
ইকো সিস্টেমে এই ছত্রাক খুবই গুরুত্বপূর্ণ কাজ করে।
মৃত গাছের পচা গুঁড়ি ভেঙে সেটিকে মাটিতে মিশিয়ে ফেলার কাজ করে এই ছত্রাক। তবে এক ঝলক দেখলেই এর রূপ ভয়াবহ মনে হয়।
মৃত গাছের পচা গুঁড়ি ভেঙে সেটিকে মাটিতে মিশিয়ে ফেলার কাজ করে এই ছত্রাক। তবে এক ঝলক দেখলেই এর রূপ ভয়াবহ মনে হয়।