মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata: ‘ওঁরাই টাকা খাচ্ছে’! ভয়ঙ্কর অভিযোগ তুললেন মমতা! কাদের বিরুদ্ধে ‘কাটমানির’ অভিযোগ?

কলকাতা: কাটমানি নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, “কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন। আমাদের টাকার কোনও প্রয়োজন নেই। পিডব্লিউডি কাজ করছে আর কাটমানি খেয়ে যাচ্ছে।” রাস্তা ও জল নিয়েও বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাস্তাগুলি যাতে পাঁচ বছর ধরে রক্ষণাবেক্ষণ হয়, তা নজরদারি করতে হবে।” মুখ্যমন্ত্রী বলেন, “জল অপচয় কেন হচ্ছে? একাধিক মিউনিসিপ্যালিটি জল অপচয় করছে।” বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে একাধিক মিউনিসিপালিটি।

এদিকে, এবার পথশ্রীর কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রীর। একাধিক জেলার জেলাশাসকদের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পথশ্রীর সমীক্ষা সঠিকভাবে হয়নি। জেলাশাসকরা সঠিকভাবে সমীক্ষা করেনি।”

আরও পড়ুন: সে কী! সর্বনাশ! আয়ু শেষ ছবির মতো সুন্দর এই দেশের! কিছুদিন পরই হয়ে যাবে ‘ভ্যানিশ’

এদিকে, জমির পাট্টা নিয়ে সরব হন তিনি। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিবের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “উদ্বাস্তু পাট্টা সঠিকভাবে দেওয়া হয়নি। এইগুলো কেন সঠিকভাবে হচ্ছে না?”

মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পুলিশের শীর্ষ আধিকারিকরাও। ভোটের পরিস্থিতির কথা তুলে তিনি বলেন, “নির্বাচনের সময় উত্তরবঙ্গে এত টাকা ঢুকল। পুলিশ আটকাতে পারল না। কিছু কিছু জায়গা বাদ দিয়ে আর কোথাও পুলিশ ব্যবস্থা নিতে পারেনি। সন্দেশখালি নিয়ে দেশজুড়ে এত আলোচনা হল। এখনও হচ্ছে। কত বদনাম করা হল। তোমরা ঠিকঠাক কন্ট্রোল করতে পারলে না।”