দলগতভাবে পদক পেল সুপ্রসাদ

International Yoga Day 2024: যোগ দিবসে বাংলার জন্য বিরাট খুশির খবর, চমক রায়দিঘির কিশোরের!

দক্ষিণ ২৪ পরগনা: আন্তর্জাতিক যোগ দিবসে বঙ্গবাসীকে দারুণ সুখবর দিল রায়দিঘি। এখানকার কিশোর সুপ্রসাদ মিস্ত্রি কর্ণাটকের মাইসুরুতে আয়োজিত ন্যাশানাল যোগা অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতে সাড়া ফেলে দিয়েছে।

ন্যাশানাল যোগা অলিম্পিয়াডে অনূর্ধ-১৪ দলগত বিভাগে কৃতিত্ব দেখিয়েছে সুপ্রসাদ। তার স্বর্ণপদক পাওয়ার খবর রায়দিঘিতে এসে পৌঁছতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছে সকলে। সুপ্রসাদ দিঘিরপাড় করালিচক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ছোট থেকে অভাবের মধ্যে বড় হয়েছে। আ্যসবেস্টসের ছাউনি দেওয়া ঘরের মধ্যে থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন ছোট থেকেই দেখছো দেখত সুপ্রসাদ। তার সেই স্বপ্ন অবশেষে সফল হল। মাত্র ৮ বছর বয়স থেকেই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শে যোগাসন শেখা শুরু করে সে। পরে সুপ্রসাদ নিশ্চিন্তপুরের মাতঙ্গিনী যোগাসন কেন্দ্রে প্রশিক্ষণ নেয়।

আর‌ও পড়ুন: পেট্রোল পাম্পের সামনে দাউ দাউ করে জ্বলছে লরি! মধ্যরাতে জাতীয় সড়কে মৃত্যু ফাঁদ

বিদ্যালয়ের হয়ে আগেই রাজ্য যোগাসন প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছিল সুপ্রসাদ মিস্ত্রি। এবার জাতীয় যোগাসন প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হল। সুপ্রসাদের এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা। সুপ্রসাদের বাবা রামপ্রসাদ মিস্ত্রিও ছেলের সাফল্যে খুশি। সেই সঙ্গে একরাশ চিন্তায় এসে ভিড় করেছে তাঁর মনে। কীভাবে ছেলেকে আরও বড় জায়গায় নিয়ে যাবেন সেই চিন্তাই এখন কুড়ে কুড়ে খাচ্ছে। আগে দিনমজুরি করে কোন‌ওরকমে দিন চলত। এখন বাড়ি লাগোয়া একটি ছোট দোকান করেছেন। সেই অর্থে ছেলেকে আরও সামনের পথে এগিয়ে নিয়ে যাওয়াটা যে বেশ কঠিন সেটা বুঝতে পারছেন। তবে রামপ্রসাদবাবু নিজেও চান ছেলে আরও সাফল্য লাভ করুক।

নবাব মল্লিক