শোলা শিল্পি 

East Bardhaman News: শোলা শিল্পই জীবন-জীবিকার শেষ সম্বল! এই গ্রাম টিকিয়ে রেখেছে হারাতে বসা শিল্পকে

শুধু দূর্গা পুজো নয়, জগদ্ধাত্রী এবং কালীপুজোর জন্যও রমরমা বাজার থাকে এখানকার শিল্পীদের। এখানকার শিল্পীরা শোলার বিভিন্ন ধরনের চাঁদমালা, শোলার উপর চুমকি বা জড়ি বসিয়ে প্রতিমার সাজ নিয়ে পাড়ি দেন ভিন রাজ্যে।
শুধু দূর্গা পুজো নয়, জগদ্ধাত্রী এবং কালীপুজোর জন্যও রমরমা বাজার থাকে এখানকার শিল্পীদের। এখানকার শিল্পীরা শোলার বিভিন্ন ধরনের চাঁদমালা, শোলার উপর চুমকি বা জড়ি বসিয়ে প্রতিমার সাজ নিয়ে পাড়ি দেন ভিন রাজ্যে।
এই গ্রামের সকলেই যুক্ত শোলা শিল্পের সঙ্গে। শোলা শিল্পের উপরে নির্ভর করেই জীবন জীবিকা অতিবাহিত করেন এই গ্রামের বেশিরভাগ মানুষ।
এই গ্রামের সকলেই যুক্ত শোলা শিল্পের সঙ্গে। শোলা শিল্পের উপরে নির্ভর করেই জীবন জীবিকা অতিবাহিত করেন এই গ্রামের বেশিরভাগ মানুষ।
আবার ভিনরাজ্যে শোলার সাজের প্যান্ডেলের জন্যও বরাত পান এখানকার শিল্পীরা। প্যান্ডেল অথবা শোলার সাজের জন্য পুজোর অনেক আগে থেকে শিল্পীদের অগ্রিম বায়না দিয়ে দিয়ে রাখে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষ।
আবার ভিনরাজ্যে শোলার সাজের প্যান্ডেলের জন্যও বরাত পান এখানকার শিল্পীরা। প্যান্ডেল অথবা শোলার সাজের জন্য পুজোর অনেক আগে থেকে শিল্পীদের অগ্রিম বায়না দিয়ে দিয়ে রাখে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষ।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাশি গ্রাম শোলাশিল্পের জন্য দেশজুড়ে বিখ্যাত। প্রতিবছর গ্রামের শোলাশিল্পীরা দেশের বিভিন্ন রাজ্যে বড় বড় দুর্গা প্রতিমা বা মণ্ডপ সাজাতে যান।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাশি গ্রাম শোলাশিল্পের জন্য দেশজুড়ে বিখ্যাত। প্রতিবছর গ্রামের শোলাশিল্পীরা দেশের বিভিন্ন রাজ্যে বড় বড় দুর্গা প্রতিমা বা মণ্ডপ সাজাতে যান।
শোলা শিল্পী বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, “এই গ্রামের প্রায় ৬০০ পরিবারেরও বেশি পরিবার শোলা শিল্পের সঙ্গে যুক্ত। এই শিল্পের উপর নির্ভর করেই আমাদের জীবন জীবিকা অতিবাহিত হয়। চার পুরুষ ধরে আমরা এই কাজের সঙ্গে যুক্ত। “বর্তমানে শোলা শিল্প এই বনকাপাসি গ্রামের ঐতিহ্য। এখন দেশ ছড়িয়ে বিদেশেও ভাল খ্যাতি রয়েছে এই গ্রামের।
শোলা শিল্পী বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, “এই গ্রামের প্রায় ৬০০ পরিবারেরও বেশি পরিবার শোলা শিল্পের সঙ্গে যুক্ত। এই শিল্পের উপর নির্ভর করেই আমাদের জীবন জীবিকা অতিবাহিত হয়। চার পুরুষ ধরে আমরা এই কাজের সঙ্গে যুক্ত। “বর্তমানে শোলা শিল্প এই বনকাপাসি গ্রামের ঐতিহ্য। এখন দেশ ছড়িয়ে বিদেশেও ভাল খ্যাতি রয়েছে এই গ্রামের।