কয়েন নিয়ে দেখছেন পার্থিব

West Medinipur News: পেশায় পশু চিকিৎসক, যুবকের নেশা জানলে অবাক হবেন

ছোট থেকেই শখ দেশীয় এবং বিদেশী মুদ্রা সংগ্রহের। পাশাপাশি বিভিন্ন দেশের নোট এবং বিভিন্ন সময় প্রকাশিত স্ট্যাম্প সংগ্রহের নেশা তার।
ছোট থেকেই শখ দেশীয় এবং বিদেশী মুদ্রা সংগ্রহের। পাশাপাশি বিভিন্ন দেশের নোট এবং বিভিন্ন সময় প্রকাশিত স্ট্যাম্প সংগ্রহের নেশা তার।
কয়েন, স্ট্যাম্প, পুরোনো দিনের টাকা সংগ্রহের নেশা পার্থিব রায় নামে এই যুবকের।
কয়েন, স্ট্যাম্প, পুরোনো দিনের টাকা সংগ্রহের নেশা পার্থিব রায় নামে এই যুবকের।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির এক যুবক পার্থিব রায়, পেশায় একজন পশু চিকিৎসক। পশু চিকিৎসার পাশাপাশি যুবকের ইচ্ছে বিভিন্ন দেশের মুদ্রা নিজের সংগ্রহে রাখা।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির এক যুবক পার্থিব রায়, পেশায় একজন পশু চিকিৎসক। পশু চিকিৎসার পাশাপাশি যুবকের ইচ্ছে বিভিন্ন দেশের মুদ্রা নিজের সংগ্রহে রাখা।
কাজের পাশাপাশি তার নেশা কয়েন সংগ্রহ। তাই না তিনি কাগজ কেটে নানা পোর্ট্রেট তৈরি করেন।
কাজের পাশাপাশি তার নেশা কয়েন সংগ্রহ। তাই না তিনি কাগজ কেটে নানা পোর্ট্রেট তৈরি করেন।
পার্থিব জানিয়েছেন, শুধু মুদ্রা সংগ্রহ নয় ছোট থেকেই নেশা বিভিন্ন পোস্টাল স্ট্যাম্প সংগ্রহেরও। মায়ের শিক্ষকতার কারনে বাড়িতে আসত নানান চিঠিপত্র। সেই চিঠি পত্রে পোস্টাল স্ট্যাম্প দেখে সংগ্রহের ইচ্ছে জাগে।
পার্থিব জানিয়েছেন, শুধু মুদ্রা সংগ্রহ নয় ছোট থেকেই নেশা বিভিন্ন পোস্টাল স্ট্যাম্প সংগ্রহেরও। মায়ের শিক্ষকতার কারনে বাড়িতে আসত নানান চিঠিপত্র। সেই চিঠি পত্রে পোস্টাল স্ট্যাম্প দেখে সংগ্রহের ইচ্ছে জাগে।
নিজের জীবন জীবিকার পাশাপাশি সম্পূর্ণ নিজের জেদ ও ইচ্ছাকে সাথে নিয়ে পোস্টাল স্ট্যাম্প এবং মুদ্রা সংগ্রহ করে চলেছে কেশিয়াড়ির পার্থিব। ভবিষ্যতে সংগ্রহ কয়েন ও নোটের পরিমাণ বাড়িয়ে কোনো প্রদর্শনীতে অংশ নেওয়ার ভাবনা রয়েছে তার।
নিজের জীবন জীবিকার পাশাপাশি সম্পূর্ণ নিজের জেদ ও ইচ্ছাকে সাথে নিয়ে পোস্টাল স্ট্যাম্প এবং মুদ্রা সংগ্রহ করে চলেছে কেশিয়াড়ির পার্থিব। ভবিষ্যতে সংগ্রহ কয়েন ও নোটের পরিমাণ বাড়িয়ে কোনো প্রদর্শনীতে অংশ নেওয়ার ভাবনা রয়েছে তার।