Partha Bhowmick: টাকা নিলে ফেরত দিন! উপনির্বাচনের আগে বিস্ফোরক তৃণমূল সাংসদ, পরামর্শ দলেরই কর্মীদের

অনিরুদ্ধে কীর্তনিয়া, বনগাঁ: কয়েকদিন আগে নবান্নের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের একাংশের উদ্দেশ্যে বলেছিলেন, ‘টাকা তোলার মাস্টার চাই না!’ এবার সেই একই বার্তা শোনা গেল ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের গলায়৷ উপনির্বাচনের প্রচারে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘যাঁরা টাকা নিয়েছেন, ফেরত দিয়ে দিন৷’

বৃহস্পতিবার বাগদা বিধানসভার উপনির্বাচনের আগে দলীয় কর্মিসভায় যোগ দেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ৷ বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে বৃহস্পতিবার বয়রায় তৃণমূলের আঞ্চলিক নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন পার্থ ভৌমিক৷

আরও পড়ুন: সংসদেও ‘চমক’ রচনার! তৃতীয় দিনেই নজরে, ‘দিদি নং 1’-এর সঙ্গে সেলফি তুললেন রাহুল

সেই কর্মিসভাতেই তাঁকে বলতে শোনা যায়, ‘সব রিপোর্ট আমার কাছে আছে। যারা টাকা তুলেছেন ফেরত দেবেন। প্রচারে সামনের সারিতে থাকবেন না। দূরে ভিড়ের মধ্যে থাকবেন।’ শুধু তাই নয়, পার্থ ভৌমিক অভিযোগ করেন, বিডিও অফিসও দুর্নীতির আখড়া হয়ে উঠেছে৷

যদিও কর্মিসভায় করা মন্তব্য নিয়ে পরে সংবাদমাধ্যমের সামনে বিশদে কিছু বলতে চাননি তৃণমূল সাংসদ৷ তিনি শুধু বলেন, ‘আজকে কর্মীরা খোলামেলা ভাবে আলোচনা করতে পারলেন৷ কর্মীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ৷। দলের কর্মীদের কথা এর আগে হয়তোবা কেউ শোনেননি। তবে দলের ভিতরের কথা বাইরে বলব না৷’ যদিও সাংসদের কড়া বার্তায় খুশি তৃণমূল কর্মীরাও৷