Tag Archives: Partha Bhowmick

Partha Bhowmick: টাকা নিলে ফেরত দিন! উপনির্বাচনের আগে বিস্ফোরক তৃণমূল সাংসদ, পরামর্শ দলেরই কর্মীদের

অনিরুদ্ধে কীর্তনিয়া, বনগাঁ: কয়েকদিন আগে নবান্নের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের একাংশের উদ্দেশ্যে বলেছিলেন, ‘টাকা তোলার মাস্টার চাই না!’ এবার সেই একই বার্তা শোনা গেল ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের গলায়৷ উপনির্বাচনের প্রচারে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘যাঁরা টাকা নিয়েছেন, ফেরত দিয়ে দিন৷’

বৃহস্পতিবার বাগদা বিধানসভার উপনির্বাচনের আগে দলীয় কর্মিসভায় যোগ দেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ৷ বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে বৃহস্পতিবার বয়রায় তৃণমূলের আঞ্চলিক নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন পার্থ ভৌমিক৷

আরও পড়ুন: সংসদেও ‘চমক’ রচনার! তৃতীয় দিনেই নজরে, ‘দিদি নং 1’-এর সঙ্গে সেলফি তুললেন রাহুল

সেই কর্মিসভাতেই তাঁকে বলতে শোনা যায়, ‘সব রিপোর্ট আমার কাছে আছে। যারা টাকা তুলেছেন ফেরত দেবেন। প্রচারে সামনের সারিতে থাকবেন না। দূরে ভিড়ের মধ্যে থাকবেন।’ শুধু তাই নয়, পার্থ ভৌমিক অভিযোগ করেন, বিডিও অফিসও দুর্নীতির আখড়া হয়ে উঠেছে৷

যদিও কর্মিসভায় করা মন্তব্য নিয়ে পরে সংবাদমাধ্যমের সামনে বিশদে কিছু বলতে চাননি তৃণমূল সাংসদ৷ তিনি শুধু বলেন, ‘আজকে কর্মীরা খোলামেলা ভাবে আলোচনা করতে পারলেন৷ কর্মীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ৷। দলের কর্মীদের কথা এর আগে হয়তোবা কেউ শোনেননি। তবে দলের ভিতরের কথা বাইরে বলব না৷’ যদিও সাংসদের কড়া বার্তায় খুশি তৃণমূল কর্মীরাও৷

Barrackpore Lok Sabha result 2024: মন্ত্রী থেকে এবার সাংসদ! ব্যারাকপুরে অর্জুনকে হারিয়েই শুভেন্দুকে ধন্যবাদ দিলেন পার্থ, কেন?

ব্যারাকপুর: বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন৷ আবার তৃণমূলের টিকিট না পেয়ে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে মাঠে নেমেছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য ব্যারাকপুরে হার মানতে হল অর্জুন সিংকে৷ তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে পরাজিত হন তিনি৷

তবে ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে হারিয়ে উঠেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন রাজ্যের সেচমন্ত্রী এবং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক৷ কটাক্ষের সুরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই৷ মানুষকে প্রণাম জানাই৷ আর একজনকে ধন্যবাদ জানাবো, তিনি হলেন শুভেন্দু অধিকারী৷ কারণ শুভেন্দু অধিকারী অর্জুন সিংকে ব্যারাকপুর থেকে প্রার্থী না করলে আমরা এত সহজে জিততে পারতাম না৷

আরও পড়ুন:  নীতীশ-নায়ডুর হাতেই চাবিকাঠি? ইন্ডিয়া জোটের হয়ে মাঠে পাওয়ার, ফোন ঘোরালেন মোদিও

অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর অনেকেই ধরে নিয়েছিলেন, তাঁকেই প্রার্থী করবে তৃণমূল৷ অর্জুন সিংয়েরও সেরকমই আশা ছিল৷ কিন্তু গত মার্চ মাসে ব্রিগেডের সভা থেকে ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয়৷ এর পরেই ফের বিজেপির সঙ্গে যোগাযোগ করেন অর্জুন, প্রার্থীও হয়ে যান তিনি৷

জয়ের পর অবশ্য অর্জুন সিংকে খোঁচা দিতে ছাড়েননি পার্থ ভৌমিক৷ হুঁশিয়ারিও শোনা গিয়েছে তাঁর মুখে৷ পার্থ বলেন, অর্জুন সিংয়ের মতো গুন্ডা ছিল বলেই এতদিন ব্যারাকপুর অশান্ত ছিল৷ এবার গুন্ডামি করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ একই সঙ্গে তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কারও মাথার উপরে থাকলে সে সিংহ, আর হাত সরিয়ে নিলে নেংটি ইঁদুর৷

Lok Sabha Elections 2024: ‘গুন্ডারাজ ধ্বংস করে দেব’, ভোটপ্রচারে বেরিয়ে চমকে দিলেন পার্থ

নৈহাটি: তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক নৈহাটি বিধানসভার অন্তর্গত নৈহাটি বড়মার মন্দিরে পূজা দিলেন। বড়মার আশীর্বাদ নিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। মঙ্গলবার সকাল থেকে নৈহাটির মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন।

তিনি ব্যারাকপুরে আইসিএসই পরীক্ষা উত্তীর্ণ মেধাবী ছাত্রী অনুষ্কা ঘোষের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনে ভাল করে পড়াশোনা করে, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বলের দিকে পরিণত করতে উৎসাহ দেন তিনি। এর আগেও প্রার্থী পার্থ ভৌমিক মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী! সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে

তিনি বলেন, মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য যে কোনও কম্পিটিটিভ পরীক্ষার জন্য স্টাডি সেন্টার তৈরি করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেটা সফল হবে। এছাড়াও তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত চন্ডীগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় এক রোড শো করেন। আমডাঙ্গা বিধানসভার স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং জনসাধারণ তাকে জানাতে অংশগ্রহণ নিয়েছিল।

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

এই রোড শো চলাকালীন রাস্তার দু’ধারে পার্থবাবুকে শুভেচ্ছা জানাতে  যে সংখ্যক মানুষের জমায়েত দেখা যায়, তা বিশেষভাবে লক্ষ্যণীয়। কেউ পার্থবাবুকে মাল্যদান করে সম্মানজ্ঞাপন করেন, কেউ আবার এগিয়ে আসেন সেলফি তুলতে। স্থানীয় নেতৃত্ব আশাবাদী যে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক আসন্ন লোকসভা নির্বাচনে জয়লাভ করবেন। এর আগে বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হালিশহরের ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক-সহ বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং স্থানীয় সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক রোড শো-এর আয়োজন করা হয়।

সাধারণ মানুষ প্রার্থী পার্থ ভৌমিককে সমর্থন জানাতে এই সমাবেশে যোগদান করেন। এদিন প্রার্থী পার্থ ভৌমিক জানিয়েছেন, “আমি ব্যারাকপুরের মানুষের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।  আমি কথা দিচ্ছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে গুন্ডারাজ উচ্ছেদ করে, চিরশান্তি স্থাপনা করব।  আমি যদি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আসি তাহলে ব্যারাকপুরের গঙ্গার দু ধার দিয়ে পর্যটন কেন্দ্র তৈরি করব। আমি নির্বাচনী প্রচারে গিয়ে ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছি।”

Lok Sabha Election 2024: অর্জুনগড়ে রাজনৈতিক সমাবেশে হাজির তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক 

ভাটপাড়াঃ তীব্র গরম উপেক্ষা করে সড়ক সমাবেশ সারলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। জগদ্দলের পরে এবার ভাটপাড়ায় ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রচার সারলেন। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৬ এবং ২৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক-সহ এলাকার  নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক সড়ক সমাবেশের আয়োজন করা হয়।  তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা ফুলের মালা এবং চন্দনের ফোঁটা দিয়ে পার্থ বরণ করে নেন। এরপর এই সড়ক সমাবেশের সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

আরও পড়ুনঃ কীর্তি আজাদের সমর্থণে রোড শো মমতার, চাঙ্গা সমর্থকরা, মুখ্যমন্ত্রীকে দেখতে জনতার ঢল

তৃণমূল কংগ্রেসের দাবি সাধারণ মানুষ প্রার্থী পার্থ ভৌমিককে সমর্থন জানাতে এই সমাবেশে যোগদান করেন। মিছিলে দলের কর্মীদের মধ্যে থেকে কেউ এগিয়ে এসেছেন পার্থ বাবুকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানাতে আবার কেউ এগিয়ে এসেছেন সেলফি তুলতে। তিনি সকলকে আশ্বাস দেন যে তিনি ভোটে জিতলে শান্তি বিরাজ করবে ভাটপাড়ায়। কোনরকম কোনও অরাজকতা যেন না হয় সেই দিকে তিনি পূর্ণ মাত্রায় খেয়াল রাখবেন। এইভাবেই ভাটপাড়াবাসীকে পার্থবাবু দিলেন শান্তির বাতাবরণ। অস্বস্তিকর পরিবেশে ফের যেন স্বস্তি ফিরে আসে এটা তাঁর অন্যতম প্রতিজ্ঞা। এই সড়ক সমাবেশে প্রার্থী পার্থ ভৌমিক বিপুল পরিমাণে সাড়া পেয়েছেন বলে দাবি ব্যারাকপুর সাংগঠনিক জেলার। এই তীব্র গরমে সকালে প্রচারে নেমে এই রকম ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে, তৃণমূল কংগ্রেস আশাবাদী যে তাঁদের প্রার্থী পার্থ ভৌমিক আসন্ন লোকসভা ভোটে জয়লাভ করবে।

ভাটপাড়া অর্জুনগড় বলে পরিচিত৷ এমনকী ২০২১ সালের বিধানসভা ভোটে ব্যারাকপুর লোকসভার মধ্যে থাকা এই আসনে জয়লাভ করে বিজেপি৷ আবার গত লোকসভা ভোটের পরে এই এলাকা বারবার রাজনৈতিক অশান্তিতে নাম জড়িয়েছে৷ বিভিন্ন সময় নানা রাজনৈতিক চাপানউত্তর ঘটেছে৷ এমনকী অর্জুন সিং পদ্মশিবির ছেড়ে যখন জোড়াফুল শিবিরে নাম লিখিয়েছিলেন তখনও একই অবস্থা বজায় ছিল। এবার লোকসভায় সম্মুখ সমরে অর্জুন আর পার্থ। ভাটপাড়া কার দখলে থাকে সেটাই দেখার এবার।

Loksabha Election 2024: গত লোকসভার পরে উত্তপ্ত ছিল ভাটপাড়া-জগদ্দল, সেই বিধানসভা এলাকায় প্রচারে জোর পার্থর 

জগদ্দল : ২০১৯ সালের লোকসভা ভোটের ফল প্রকাশের পরে বারবার অশান্তির ঘটনা ঘটেছে জগদ্দল এলাকায়৷ ভাটপাড়া-জগদ্দল এলাকার অশান্তি নিয়ে রীতিমতো রাজনৈতিক আলোড়ন পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে৷ এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সেই ঘটনার উদাহরণ টেনে বারবার প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপিও পালটা কটাক্ষ করতে ছাড়েনি৷ এই অবস্থায় জগদ্দল এলাকায় প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক৷

জগদ্দল বিধানসভা অন্তর্গত ২৩, ২৪, ২৫ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক সহ তৃণমূলের নেতা-কর্মীরা মিছিল করেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরের মানুষের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে মিছিল থেকে জানিয়েছেন। তিনি তাঁর প্রচারে উল্লেখ করেছেন, ব্যারাকপুরের মাটি থেকে গুন্ডারাজ উচ্ছেদ করে চিরশান্তি প্রতিষ্ঠা করবেন। মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য প্রার্থী পার্থ ভৌমিক বলেছেন, যে কোনও কম্পিটিটিভ পরীক্ষার জন্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিনামূল্যে স্টাডিসেন্টার প্রতিষ্ঠিত করবেন। তাছাড়াও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের দুধারে শিল্পদ্যান নির্মাণ করা হবে, এবং চটশিল্পের শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের সুবিধার্থে জন্য লড়াই চলবে।

আরও পড়ুন: কুণালের বিদ্রোহে বিপদ, সমঝোতার পথে তৃণমূল! বৈঠক শেষে গান গাইলেন তৃণমূল নেতা

 তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক, লোকসভা কেন্দ্র জুড়ে নির্বাচনী প্রচারের ঝড় তুলেছেন। প্রতিদিন তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে জনসংযোগ যাত্রা করছেন, তার  সঙ্গে জেলা থেকে স্থানীয় নেতারা এই নির্বাচনী প্রচারে নেমেছেন। ইতিমধ্যেই গত সোমবার প্রার্থী পার্থ ভৌমিক বারাসাত জেলা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থী পার্থ ভৌমিক নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের দ্বারা নিমন্ত্রিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করছেন। ব্যারাকপুরের জ্যেষ্ঠ নাগরিকদের সাথে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক চায়ের দোকানে বসে তাদের আলাপ পরিচয় করছেন।

প্রত্যেকদিন সকালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জনসংযোগ শুরু করছেন। পাশাপাশি, প্রার্থী পার্থ ভৌমিকের নির্বাচনী প্রচারের গানটি প্রত্যেক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে যেমন, জিও সাভান, স্পটিফাই, ইউটুব, আমাজন প্রাইম ইত্যাদি। তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মী ও সমর্থকরা “পার্থদা তোমাকে কেই চাই” গানটি নিজেদের ফোনে কলারটিউন হিসেবে রেখেছেন প্রচারের অঙ্গ হিসাবে।

Lok Sabha Elections 2024: ‘পার্থ দাকেই চাই…’ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী গানের শুভ উদ্বোধন করল তৃণমূল

হালিশহর: রবিবার বিজপুর বিধানসভার অন্তর্গত হালিশহর লোকসংস্কৃতি ভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক, বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ সকল স্থানীয় চেয়ারম্যান, কাউন্সিলর এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে “ব্যারাকপুরে পার্থ দাকেই চাই” নির্বাচনী গানের শুভ উদ্বোধন হল। পাশাপাশি, প্রার্থী পার্থ ভৌমিক শিল্পীদের সঙ্গে সাক্ষাৎকার করে তাঁদের প্রণাম জানান এবং সম্মানিত করেন।

ব্যারাকপুরের নির্বাচনী গানের উদ্বোধনী অনুষ্ঠানের পরবর্তীতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক পতাকা দেখিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রচার যানেরও শুভ উদ্বোধন করা হয়।

এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক জনসাধারণের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “২০১৯ এর অর্জুন সিংহের যে গুণ্ডামি, সেটা বন্ধ করে ব্যারাকপুরে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করব। যেকোনও কম্পিটিটিভ পরীক্ষার জন্য মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্টাডি সেন্টার হবে। হাই রোডকে কেন্দ্র করে, প্রচুর শিল্প এখানে আসবে, প্রচুর বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা হবে।”

এছাড়াও উনি বলেন, ” আমি যদি ব্যারাকপুরের মানুষের আশীর্বাদে নির্বাচিত হয়ে আসি, তাহলে ব্যারাকপুরে গঙ্গার ধার বরাবর পর্যটন কেন্দ্র করে তুলব এবং সমস্ত ধর্মীয় স্থানগুলি সুসজ্জিত করে তুলব এবং জনসাধারণের জন্য সেগুলি খুলে দেওয়া হবে।”

Arjun Singh: ভোটের আগেই তৃণমূলের আরেক বড় নেতা-প্রার্থী তিহাড় জেলে ঢুকবেন? অর্জুন সিংয়ের দাবিতে তোলপাড়! কে তিনি?

ব্যারাকপুর: তিহার জেলে বসে নাকি নির্বাচন লড়বেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বুধবার বিকেলে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।

গারুলিয়ার লেনিন নগর খেলার মাঠ থেকে তিনি ভোট প্রচার শুরু করে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ”একাধিকবার বলেছিলাম সন্দেশখালি থেকে নৈহাটিতে সিবিআই এসে পৌঁছবে। এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থ ভৌমিকের নাম জড়িয়েছে। খুব শীঘ্রই দেখবেন তিহার জেলে বসে উনি নির্বাচন লড়বেন।”

আরও পড়ুন: মিলল বিশ্বের সেরা চালের স্বীকৃতি, দেশের এই চালেই মজেছে সকলে! আপনিও কি এই চালের ভাতই খান?

অন্যদিকে, প্রচারে বেরিয়ে পার্থ ভৌমিক ব্যারাকপুরে গুন্ডারাজ দমন করার দাবি করছেন। এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ”তার মানে এখানে গুন্ডারাজ কায়েম আছে। সরকার তৃণমূলের। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও গুন্ডারাজ কায়েম হয় কী করে!” তাঁর দাবি, বিজেপিতে একটাও গুন্ডা নেই।

—- অরুণ ঘোষ