Siliguri News: চা খেতে গিয়ে আর বাড়ি ফেরা হল না! অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যক্তি 

শিলিগুড়ি: ষাঁড়ের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির। মৃত ব্যাক্তির নাম পরিমল বর্মণ (৫১)। জানা গিয়েছে , শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ৪ নং ওয়ার্ড আদর্শপল্লী এলাকার বাসিন্দা তিনি। ওই এলকাতেই ষাঁড়ের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির। প্রতিদিনের মত শুক্রবারও পরিমলবাবু বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। তারপর বাড়ির ফেরার সময় সেখানে থাকা একটি ষাঁড় সেই ব্যক্তিকে জোরে গুঁতো মারে। সেই ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

বেশ কিছুক্ষণ ধরে চলে সেই ব্যাক্তির উপর হামলা চালায় ষাঁড়টি । এর পর আশপাশের মানুষ ছুটে গিয়ে সেই ষাঁড়টিকে তাড়ানোর চেষ্টা চালায়। ততক্ষণে জখম হয়ে যাওয়া সেই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ বারংবার ওয়ার্ড কাউন্সিলরকে বলার পরো কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা রিনা দে বলেন, এই ষাঁড়ের গুঁতোয় এখনও পর্যন্ত পাঁচ-ছ’জন জখম হয়েছে । ষাঁড়টির কোনও ব্যবস্থা যাতে করা হয় তার আবেদন পুর প্রশাসনের কাছে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর শিলিগুড়ি পুরনিগমের তরফে ওই ষাঁড়টিকে উদ্ধার করে বৈকুণ্ঠপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

অনির্বাণ রায়