Kitchen Cleaning Hacks: হাতের কাছেই ম্যাজিক ‘সাবান’, রান্নাঘরের নোংরা বেসিন হবে ঝকেঝকে-চকচকে, পরিষ্কার হবে এক চুটকিতে

বাড়ির বেসিন প্রতিদিন ব্যবহার করতে করতে নোংরা হয়ে পড়ে। সেই নোংরা বেসিন পরিষ্কার করতে খুব সহজ পদ্ধতি ব্যবহার করতে পারেন। সেজন্য লাগবে নুন ও সোডা।
বাড়ির বেসিন প্রতিদিন ব্যবহার করতে করতে নোংরা হয়ে পড়ে। সেই নোংরা বেসিন পরিষ্কার করতে খুব সহজ পদ্ধতি ব্যবহার করতে পারেন। সেজন্য লাগবে নুন ও সোডা।
প্রথমে আধা কাপ নুন ঢেলে দিতে বেসিনের ড্রেনে। তারপর গরম জল ফুটিয়ে কিছুক্ষন পরপর ঢালতে হবে। ফোটানে জলে ডিটারজেন্ট দেওয়া যেতে পারে।
প্রথমে আধা কাপ নুন ঢেলে দিতে বেসিনের ড্রেনে। তারপর গরম জল ফুটিয়ে কিছুক্ষন পরপর ঢালতে হবে। ফোটানে জলে ডিটারজেন্ট দেওয়া যেতে পারে।
শুধু ডিটারজেন্ট গোলা গরম জল দিলেও হবে তবে লক্ষ্য রাখতে হবে তাতে যেন ফেনা ওঠে। এটিও পাইপে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে।
শুধু ডিটারজেন্ট গোলা গরম জল দিলেও হবে তবে লক্ষ্য রাখতে হবে তাতে যেন ফেনা ওঠে। এটিও পাইপে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে।
এছাড়াও আধা কাপ বেকিং সোডা দিয়ে বেসিনের নেটের উপর কিছুক্ষন রাখতে হবে‌।কিছুক্ষণ অপেক্ষা করে সাদা ভিনিগার ঢেলে দিতে হবে ১কাপ।
এছাড়াও আধা কাপ বেকিং সোডা দিয়ে বেসিনের নেটের উপর কিছুক্ষন রাখতে হবে‌।কিছুক্ষণ অপেক্ষা করে সাদা ভিনিগার ঢেলে দিতে হবে ১কাপ।
সব শেষে গরম জল ঢেলে দিলেই। দূর হবে ময়লা। বেকিং সোডা ও গরম জলের সাহায্যেও ময়লা দূর করতে পারবেন আপনি।
সব শেষে গরম জল ঢেলে দিলেই। দূর হবে ময়লা। বেকিং সোডা ও গরম জলের সাহায্যেও ময়লা দূর করতে পারবেন আপনি।
তাহলে আর অপেক্ষা কিসের বাড়ির বেসিন খুব সহজেই ঝকঝকে করে তুলতে পারবেন আপনি। খরচও হবে নামমাত্র।
তাহলে আর অপেক্ষা কিসের বাড়ির বেসিন খুব সহজেই ঝকঝকে করে তুলতে পারবেন আপনি। খরচও হবে নামমাত্র।