প্রতিকী ছবি

Jalpaiguri News: গ্রাম থেকে উধাও হচ্ছিল গৃহপালিত পশু! অবশেষে ধরা পড়ল সেই ‘চোর’!

জলপাইগুড়ি: সন্ধ্যা হলেই ক্রমশ মুরগি,শুয়োর, ছাগল হচ্ছিল বাড়ি থেকে উধাও। চোর ধরতে হিমশিম খাচ্ছিল চা-বাগান এলাকার বনবস্তির মানুষজন। গত কয়েকদিন আগে কুঠি লাইনের এলাকার ২২ নম্বর সেকশন খাঁচা বসিয়েছিল বনদফতর। সেখানে খাঁচা বন্দি হয়েছিল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। তাও সেই এলাকায় স্বস্তি ফিরেনি ।

ওই এলাকায় চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ার পরেও চিতা বাঘের হানা অব্যাহত ছিল বাগানে। সন্ধ্যার পরেই চা বাগান থেকে চিতাবাঘ বাড়িতে ঢুকে ছাগল, মুরগী, শুয়োর সাবার করত। শুক্রবার মেটেলি চা বাগানের ২২ নম্বর সেকশনের মালার লাইন সংলগ্ন এলাকায় বনদফতের তরফে ফের খাঁচা বসানো হয়। সোমবার রাতে ওই খাঁচায় খাচা বন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।

আরও পড়ুনঃ Purulia News: ইন্টারন্যাশনাল ব্রেকিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছে পুরুলিয়ার ভূমিপুত্র

স্থানীয় জনগণ রাত্রে চিতা বাঘের গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে ওই চিতা বাঘ খাঁচা বন্দী হয়ে ঘোরাঘুরি করছে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডের বন কর্মীদের। রাত্রেই বনকর্মীরা এসে খাঁচা সমেত চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যায়।

সুরজিৎ দে