প্রতীকী ছবি৷

Maniktala By Election: পিছিয়ে থাকা ওয়ার্ডে বিশেষ নজরদারি তৃণমূলের, সকাল থেকেই মানিকতলায় নজরে আবাসনের ভোট

আবীর ঘোষাল, কলকাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলায় প্রায় ২০ হাজার ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা ভোটে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল তিন হাজারের বেশি কিছু ভোটে। পুর এলাকায় তৃণমূলের ফল নিয়ে তাই চর্চা চলছে জোরকদমে। সেই চর্চায় অন্যতম বড় পরীক্ষা হতে চলেছে মানিকতলা বিধানসভার উপনির্বাচন।

আজ, বুধবার ভোটের দিন সকাল থেকেই তৃণমূলের নজরে বহুতল ও ভিন্ন ভাষাভাষী মানুষের ভোট। মানিকতলা বিধানসভা এলাকায় ভিন রাজ্যের বহু মানুষ বসবাস করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর একটা বড় অংশ বিজেপির পক্ষেই। আবার বহুতলের ভোট উপনির্বাচনে মেলে না। ব্যবধান বাড়িয়ে মানিকতলায় জয় হাসিল করতে তাই এই দুই জায়গাতেই বিশেষ কৌশল নিয়েছিল তৃণমূল।

আরও পড়ুন– দুধের ট্যাঙ্কারের সঙ্গে ডবল-ডেকার বাসের সংঘর্ষ ! উত্তর প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৮

১) বহুতলের জন্য গঠিত হয়েছিল বিশেষ গ্রুপ। সোসাইটি মেম্বারদের সঙ্গে যারা মিটিং করেছে।

২) বহুতলে বা ভিন রাজ্যের ভাষাভাষী মানুষ যে বাড়িতে থাকেন, সেখানে পতাকা ছাড়া প্রচার হয়েছে।

৩) বেশ কিছু বহুতল আলাদা করা হয়েছে যেখানে প্রচারে প্রার্থী থেকেছেন।

৪) বহুতলের ও ভিন ভাষাভাষীদের প্রতি ঘরেই যাওয়া হয়েছে।

৫) বাংলা, হিন্দি ও ইংরেজিতে দক্ষ এমন বক্তা এর জন্য রাখা হয়েছিল।

আরও পড়ুন– উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত ! দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কবে থেকে ? দেখে নিন

ওয়ার্ড ১১ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৯১ ভোটে।

ওয়ার্ড ১২ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৬৭ ভোটে

ওয়ার্ড ১৩ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ২৫৬ ভোটে

ওয়ার্ড ১৪ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪৫৭২ ওয়ার্ড ১৫ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪৫৮ ভোটে

ওয়ার্ড ১৬ -বিজেপি এগিয়ে ৪১২ ভোটে

ওয়ার্ড ৩১ -বিজেপি এগিয়ে ৫৪৮৮ ভোটে

ওয়ার্ড ৩২ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৬৩১ ভোটে

২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছিল ৬৭৫৭৭, বিজেপি ৪৭৩৩৯
২০২৪ সালে তৃণমূল কংগ্রেস ৬৬৯৬৪, বিজেপি ৬৩৩৮৯-

বহুতল, আবাসনে আলাদা টিম, বিশেষ জোর। কখনও প্রার্থী আবাসনের সামনে মাইক প্রচার, ভেতরে জনসংযোগ তৃণমূলের। কখনও আলাদা টিম গিয়েছে। হিন্দিভাষী বিশেষ চারজনকে নিয়ে আরেকটি টিম। মূলত ওয়ার্ড ৩১,৩২,১৩ ও ১৬-তে নজর দেওয়া হয়েছে।

মানিকতলা বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘মানিকতলায় বিপুল ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। লোকসভায় প্রবণতা একটু আলাদা ছিল। তবে প্রচার কৌশলে ভিন্ন ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করেন ও আবাসনগুলিতে বিশেষ টিম গঠন করে প্রচার হয়েছিল। ডোর টু ডোর বা বিভিন্ন সোসাইটিতে যাওয়া হয়েছিল। কেউ যদি ভোট দিয়ে না থাকেন, আশা রাখি উপনির্বাচনে তার বদল হবে। সকাল থেকে উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা গিয়েছে।’’