Tag Archives: Bengal By Election

Suvendu Adhikari: সামনেই উপ নির্বাচন, ভোটের আগে শেষ রবিবার উত্তর কলকাতায় জমাটি প্রচার শুভেন্দুর, পাশে তাপসও

কলকাতা: রবিবাসরীয় ভোটপ্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ১০ জুলাই ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর এই চার বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম উত্তর কলকাতার মানিকতলা। মানিকতলা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে কাঁকুড়গাছি মোড় থেকে রবিবার পদযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী।

এদিনের পদযাত্রায় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন তাপস রায়, উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঢাকঢোল, ধামসা মাদল‌ সহ ভোটপ্রচারে বিজেপি কর্মী সমর্থকরাও পথে প্রচারে অংশ নেন।‌

কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙ্গা হয়ে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা হয়।‌ রাস্তার দু’প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে জনসংযোগ এবং পদযাত্রার যাত্রাপথের দুধারের বহুতল আবাসনের আবাসিকদের উদ্দেশ্যে হাত নেড়ে ভোট প্রার্থনা করেন শুভেন্দু। জবাবে আবাসনের আবাসিকদের একাংশের তরফেও বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে হাত নেড়ে আবার কাউকে বা হাতজোড় করতে দেখা যায়।

আরও পড়ুন: আগামী বছর থেকেই…রথযাত্রার উদ্বোধনে গিয়ে আগাম আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা, সকলকে জানালেন শুভেচ্ছা

দলীয় প্রতীক পদ্ম ফুলের প্ল্যাকার্ড হাতে জনসংযোগের লক্ষ্যে দীর্ঘ পথ পরিক্রমা করেন শুভেন্দু। বলাবাহুল্য, চব্বিশের লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বঙ্গ বিজেপির। নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালি। পদ্ম শিবির একের পর এক অস্ত্রে শান দিয়েছে। কিন্তু, ভোটে ফল মেলেনি। এবার সামনে উপনির্বাচন। একুশে জয়ী তিন বিজেপি প্রার্থীর দলবদলের জেরে অকাল ভোট নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে দীর্ঘদিন পর কলকাতার মানিকতলাতেও উপনির্বাচন আগামী ১০ জুলাই। এর মধ্যে প্রথম তিনটি আসনেই উনিশের লোকসভা ভোট থেকে বিজেপির দাপট। এবার উপনির্বাচনেও ওই তিনটি আসন ধরে রাখতে বিজেপি মরিয়া।

আরও পড়ুন: সকাল সকাল মাছ কিনতে গিয়ে আর ফেরা হল না বাড়ি! নেতার বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মুম্বইয়ে মৃত মহিলা, ধৃত নেতার ছেলে

রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ নিজেদের হাতে রেখে বিধানসভায় শক্তি বাড়িয়ে নিতে চাইছে গেরুয়া ব্রিগেড। সেই সঙ্গে মানিকতলা কেন্দ্রও নজরে পদ্ম শিবিরের। আর সেখানেই ভোটের আগে শেষ রবিবার শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে জমজমাট প্রচারে অংশ নিল উত্তর কলকাতা জেলা বিজেপি।

West Bengal By Election 2024: প্রার্থী তালিকা প্রকাশ হতেই পদ্ম শিবিরে শোরগোল, হঠাৎ পদবি বদল মানিকতলার বিজেপি প্রার্থীর! কারণ নিয়ে ধোঁয়াশা

মানিকতলা: বিধানসভা উপনির্বাচনে মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কল্যাণবাবু চৌবে পদবির সঙ্গে জুড়েছেন মায়ের পদবি ভট্টাচার্য। তাই কল্যাণ চৌবে এবার কল্যাণ চৌবে ভট্টাচার্য হয়ে ভোটের ময়দানে। বিজেপি প্রার্থী হঠাত্‍ পদবি বদল নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।

একুশেও তিনি মানিকতলা কেন্দ্র থেকেই লড়াই করেছিলেন এবং হেরে যান। তবে এবার তাঁর পদবিতে চমক। এবার তিনি কল্যাণ চৌবে ভট্টাচার্য। নিন্দুকদের দাবি, অবাঙালি তকমা এড়াতেই নিজের পদবির সঙ্গে মায়ের পদবী যোগ করেছেন। শাসক দলের পক্ষ থেকে কুণাল ঘোষ বলছেন, ‘‘কিন্তু কল্যাণবাবু কেন এমন করলেন তা উনিই বলতে পারবেন। তবে উনি যে কৌশলই নিন না কেন এবারও উনি মানিকতলায় পরাজিত হবেন।’’

আরও পড়ুন: ‘প্রার্থনা করুন’, অসুস্থ অলকা ইয়াগনিক! বিরল স্নায়ুরোগে আক্রান্ত গায়িকা, শোনার ক্ষমতা হারালেন

তবে বিজেপি নেতা কল্যাণ জানালেন, ‘‘আমি সম্পূর্ণভাবে মায়ের সঙ্গে ইমোশনালি কানেক্ট হওয়ার জন্য এবং মায়ের স্মৃতি বহন করার জন্যই বাবা মারা যাওয়ার পর মায়ের পদবিকেও আমার নামের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিই।’’ কল্যাণ চৌবে ভট্টাচার্য এও বলেন, ‘‘বাবা ও মায়ের পদবীকে আমার নামের সঙ্গে যুগ্মভাবে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি এতে রাজনৈতিকভাবে কটাক্ষ করা নিম্নরুচির বিষয়।’

সামনেই রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচন। সোমবার চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রায়গঞ্জের পদ্মপ্রার্থী মানসকুমার ঘোষ। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজকুমার বিশ্বাস। বাগদা থেকে বিনয়কুমার বিশ্বাস এবং মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্যের নাম সোমবার ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির অন্দরের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে। পদত্যাগ করেছেন উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এখানে বিজেপির প্রার্থী মানসকুমার ঘোষ। ২০১৮ সালে তিনি তৃণমূলের টিকিটে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য হন। পঞ্চায়েত সমিতির-সহ সভাপতিও ছিলেন। গত বছর পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে যোগ দেন মানস।
তাঁকেই এবার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। সূত্রের খবর এতেই ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতৃত্ব। পদত্যাগ করেছেন বিজেপির জেলা সভাপতি।

West Bengal By Election 2024: কলকাতায় ‘শূন্য’ তকমা ঘোচাতে মরিয়া পদ্ম শিবির! খাতা খুলতে এখন থেকেই শুরু অঙ্ক কষা

কলকাতা: পদ্ম ‘হীন’ কলকাতা! হতাশ বিজেপি। কলকাতায় পদ্ম শূন্য! নানান রণকৌশলেও বারবার ধাক্কা। বিধানসভা হোক বা লোকসভা। ভোটে তিলোত্তমায় পদ্ম ফোটাতে বিফল বিজেপি। প্রতিবারই সবুজের কাছে ধরাশায়ী হয়েছে গেরুয়া।

আগামী ১০ জুলাই ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে কলকাতার মানিকতলাও। তিলোত্তমায় খাতা খুলতে মরিয়া গেরুয়া শিবির। এবার কলকাতায় ‘শূন্য’ তকমা ঘোচাতে মরিয়া পদ্ম শিবির।

দীর্ঘদিন ধরেই রাজ্য বিধানসভা কিম্বা দিল্লির সংসদে পদ্মের প্রতিনিধি ‘শূন্য’। বেশ কয়েক বছর ধরেই কলকাতা থেকে বিধায়ক কিংবা সাংসদ সদস্যকে রাজ্য বিধানসভা বা দিল্লির সংসদ ভবনে পাঠানোর মরিয়া চেষ্টা করলেও বারবারই স্বপ্নভঙ্গ এবং ধাক্কা খেতে হয়েছে বঙ্গ পদ্ম শিবিরের।

আরও পড়ুন: মানিকতলার আট ওয়ার্ডে আট মিছিল! কুণাল-অতীনকে নিয়ে শুরু হয়ে গেল উপ নির্বাচনের জোর প্রচার

সাম্প্রতিক লোকসভা ভোটে কলকাতা দক্ষিণে তাদের প্রার্থী যে জিতবে না তা কার্যত ধরে নিলেও চব্বিশের ভোটে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তাদের প্রার্থীর জয় নিয়ে একপ্রকার নিশ্চিত ছিল গেরুয়া শিবির। চব্বিশের ভোটে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে  দীর্ঘদিনের বিজেপির রাজ্য অফিস হিসেবে পরিচিত ৬ নম্বর মুরলিধর সেন লেনকে উত্তর কলকাতা জেলা বিজেপির প্রধান দলীয় কার্যালয় হিসেবে চিহ্নিত করা হয়।

ভোটের যাবতীয় রণকৌশল মুরলীধর সেন লেন থেকেই পরিচালিত হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় এসে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শোও করেছেন। ভিন রাজ্যের তাবর তাবর মন্ত্রী এবং সাংগঠনিক নেতারাও মাটি কামড়ে পড়েছিলেন কলকাতা উত্তর কেন্দ্রে। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘদিনের রাজনীতিবিদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির যোগ দেওয়া তাপস রায়। ফের স্বপ্নভঙ্গ হয়।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! হঠাৎ কী হল, গুঞ্জন চারিদিকে

সদ্য ভোট মিটটেই ফের ভোট নিয়ে তৎপর পদ্ম ব্রিগেড। মানিকতলা বিধানসভা কেন্দ্র তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে সর্বশক্তি দিয়ে ঝাপাচ্ছে বিজেপি। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে  বিধানসভাভিত্তিক ফলে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় পান ৬৬ হাজার ৯৬৪ টি ভোট। বিজেপি প্রার্থী তাপস রায় পান ৬৩ হাজার ৩৮৯ টি ভোট। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধান ৩৫৭৫।

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্রে কলকাতা পুরসভার যে আটটি ওয়ার্ড রয়েছে তাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ছটি ওয়ার্ডে এবং বিজেপি দুটি ওয়ার্ডে। কলকাতায় বিজেপির হাতে গোনা কয়েকজন কাউন্সিলর থাকলেও তিলোত্তমা থেকে বিধানসভা বা লোকসভায় বিজেপির প্রতিনিধি সংখ্যা শূন্য।

এবার কলকাতায় ‘শূন্য’ তকমা ঘুচিয়ে জয়ের স্বাদ পেতে অঙ্ক কষা শুরু করেছে পদ্ম শিবির। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির সাংসদ কিম্বা বিধায়করা থাকলেও খাস কলকাতা থেকে বারবারই ভোটাররা বিজেপির থেকে মুখ ফিরিয়েছে।  ২৪ এর লোকসভা ভোটেও তাই হয়েছে।

এবার মানিকতলা বিধানসভায় ফুটবে পদ্ম? বঙ্গ বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এটা আমাদের কাছে সত্যিই চিন্তার বিষয় যে কলকাতা দক্ষিণ থেকে আমরা সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর আর কাউকে জয়ী করতে পারিনি। তবে রাজনৈতিক পরিস্থিতি পাল্টাচ্ছে। কলকাতার অনেক জায়গাতেই বিভিন্ন বুথে লোকসভার ফলাফলে বিজেপি এগিয়ে রয়েছে। আমরা এবার কলকাতায় খাতা খুলবই। মানিকতলা দিয়েই তার সূচনা হবে।’’

Nadia News: ভরসা রাখল দল, রানাঘাট থেকে আবারও উপনির্বাচনে লড়বেন মুকুটমণি অধিকারী

নদিয়া: আবারও মুকুটমণিই ভরসা নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে। কিছুদিন আগেই বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগদান করেন মুকুটমণি। রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ পদপ্রার্থী ছিলেন তিনি। তবে ইস্তফা দেওয়ার পর লোকসভা নির্বাচনে ভরাডুবি হয় মুকুটমণির। এবার সেই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আবারও উপ নির্বাচন। আর সেই উপনির্বাচনে তৃণমূল দল ভরসা করল মুকুটমণির উপরেই।

আগামী ১০ জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে এবার তৃণমূলের হয়ে ভোট লড়াই করবেন রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। যদিও আজ সকালেই দলীয় পক্ষ থেকে তার নাম জানানো হয়েছে । তারপরেই বাবাকে প্রণাম করে তার ভোটের নতুন রণকৌশল তৈরি করতে ব্যস্ত মুকুটমণি অধিকারী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ তাকে আবারও ভরসা করার জন্য। এবার তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিপুল ভোটে জয়ী হবেন তিনি এমনটাই আশাবাদী।

যদিও মুকুটমণির এই প্রার্থী হওয়াতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি চঞ্চল চক্রবর্তী। তিনি জানান, লোকসভা ভোটে তার ভরাডুবি হয়েছে। এবার সে আরও বেশি ব্যবধানে ভোটে হারবে। কারণ সেখানকার মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যদিও এখনও পর্যন্ত বিজেপির কোনও পদপ্রার্থী হয়নি। তবুও বিজেপি আশাবাদী, তারা রানাঘাট দক্ষিণ বিধানসভা উপ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে।

North 24 Parganas News: লোকসভা ভোট মিটতে রেহাই নেই… এই বিধানসভা কেন্দ্রের মানুষের হাতে ফের লাগবে ভোটের কালি

উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোট মিটতে না মিটতেই আবারও জেলার এই বিধানসভা কেন্দ্রের মানুষজনের হাতে লাগবে ভোটের কালির দাগ। আবারও ভোট দিতে হবে তাদের। লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাগদা বিধানসভার বিধায়ক পথ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। ফলে ১০ই জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত বিধানসভা নির্বাচনে এই বাগদা কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। পরবর্তীতে দল বদলে তিনি তৃণমূলে যোগদান করেন। এবারের লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে তাকেই প্রার্থী করেছিল জোড়া ফুল শিবির। ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন বিশ্বজিৎ। তাই এবার সেই বাগদা বিধানসভায় উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন।

তবে তীব্র গরমের মাঝেই এভাবে আবারও নির্বাচন ঘোষণা করায় প্রশ্ন তুলতে শুরু করেছেন বাগদার মানুষজন। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে ভোটের বিষয়টি নির্বাচন কমিশনের ভাবা উচিত ছিল বলেও মনে করছেন অনেকে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাগদা বিধানসভায় মোট ১২ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। যেখানে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ৪৬৪ জন। বর্তমান বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বাগদা  বিধানসভায় ৩ হাজার ভোটে এগিয়েছিলেন।

সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী হিসেবে কাকে প্রতিদ্বন্দ্বিতার ময়দানে নামায়, সেদিকেই এখন তাকিয়ে স্থানীয় রাজনৈতিক মহল। তবে বিধায়ক পথ থেকে ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত বিশ্বজিৎ দাস বাগদা বিধানসভা এলাকায় ভালই উন্নয়নের কাজ করেছেন বলেই জানালেন তৃণমূল সমর্থকরা।

West Bengal By Election 2024 : লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন! ভগবানগোলা, বরানগরে কবে ভোট?

কলকাতা: লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ মুর্শিদাবাদের ভগবানগোলা ও উত্তর ২৪ পরগনার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু। ৭মে ভগবানগোলা ও ১ জুন বরানগরে উপনির্বাচন হবে।

ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন৷ অন্যদিকে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনটিও খালি হয়েছে৷ সেই কারণেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে৷ পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, ত্রিপুরা, হরিয়ানার মতো বিভিন্ন রাজ্যে হবে উপনির্বাচন৷

২০১৯ সালে গোটা দেশে সাত দফায় হয়েছিল লোকসভা নির্বাচন৷ এবারেও ভোট শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে কমিশন৷ থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী৷ ১৯৫০ নম্বরে অভিযোগ জানালেই ১০০ মিনিটের মধ্যে পৌঁছবে কমিশনের দল৷ ভোটারদের অর্থ অথবা মদ, উপহার দিয়ে টোপ দেওয়ার প্রচেষ্টা রুখতেও কড়া নজরদারি চালাবে কমিশন৷

তারিখ ঘোষণার পূর্বেই নির্বাচন কমিশনার বলেন, ‘এটি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র৷ এই দেশের গণতন্ত্রের উৎসব পালিত হবে৷ তবে প্রতিটি নির্বাচনই একটি পরীক্ষা, সেখানে কোনও গলদের স্থান নেই৷’ উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনও হবে এই সময়ে৷ কমিশনার উল্লেখ করেন তিনি, নিজে দেশের ৮০০ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন৷