Tag Archives: Maniktala

Maniktala By Election Results: ৬৩ হাজার ভোটে জয় সুপ্তির! কল্যাণের বাড়িতে গুনে গুনে ৬৩ পিস রসগোল্লা পাঠাল তৃণমূল

কলকাতা: মানিকতলায় জয় অধরা তৃণমূলের। উপনির্বাচনে জয়ী সুপ্তি পাণ্ডে। প্রয়াত নেতা সাধণ পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে ৬৩ হাজার ভোটে জিতলেন মানিকতলায়। সুপ্তি পাণ্ডের বিপক্ষে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বাড়িতে ৬৩ টা রসগোল্লা-সহ হাঁড়ি পাঠানো হল তৃণমূলের পক্ষ থেকে।

লোকসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে সাড়ে তিন হাজারের কিছু বেশি ভোটে বিজেপির থেকে এগিয়ে ছিল তৃণমূল৷ মাত্র দেড় মাসের মধ্যেই সেই ব্যবধান বাড়িয়ে ৬২ হাজারের উপরে নিয়ে গেল রাজ্যের শাসক দল৷

আরও পড়ুন: সেজে বসে রইল কনে, বিয়ে করতেই এল না জায়ান্ট-এর শাগরেদ রাহুল! আড়িয়াদহে এ কী কাণ্ড?

মানিকতলায় তৃণমূলের জয় প্রত্যাশিতই ছিল৷ কারণ যে চার কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, তার মধ্যেই এই মানিকতলাই একমাত্র তৃণমূলের দখলে ছিল৷ বিজেপির হাতে থাকা বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জেও জয় পেয়েছে তৃণমূল৷ ফলে উপনির্বাচনে চারে চার করল রাজ্যের শাসক দল৷

WB by elections Results 2024: ‘আমি তোকে ঠিক ডেকে নেব’! সাধন নেই, স্ত্রী’র হাত ধরেই জয় তৃণমূলের, সুপ্তিকে বার্তা মমতার

কলকাতা: প্রয়াত নেতা সাধণ পাণ্ডের গড়ে জয় অধরা রইল তৃণমূলের। উপনির্বাচনে জয়ী সুপ্তি পাণ্ডে। জয়ের পরেই শুভেচ্ছা জানিয়ে প্রয়াত নেতা সাধণ পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের সঙ্গে কথা বললেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। দিলেন পরামর্শও।

মা নাকি মেয়ে, কে হবেন প্রার্থী? তৃণমূল নেতা সাধন পাণ্ডের মৃত‍্যুর পর এই কে হবেন মানিকতলার প্রার্থী? এই নিয়ে চলেছিল শুরু হয়েছিল জল্পনা। অবশেষে প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী বেছে নিয়েছিলেন মমতা বন্দোপাধ‍্যায়। ফলাফলেও প্রত‍্যাশিতভাবে জয়ী সুপ্তি পাণ্ডে।

আরও পড়ুন: ‘২৬-শে ভোট হবে না, তার আগেই…’, চার কেন্দ্রে বিপর্যয়ের পরেও হুঁশিয়ারি বিজেপির

মানিকতলায় জয়ের পরেই সুপ্তি পাণ্ডের সঙ্গে ফোনে কথা বলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সূত্রের খবর অনুযায়ী, মমতা জানিয়েছেন, ‘‘আমি তোকে ঠিক ডেকে নেব। অনেক অনেক শুভেচ্ছা। ভাল করে এলাকায় কাজ কর। এলাকা সামলে রাখবি।”

লোকসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে সাড়ে তিন হাজারের কিছু বেশি ভোটে বিজেপির থেকে এগিয়ে ছিল তৃণমূল৷ মাত্র দেড় মাসের মধ্যেই সেই ব্যবধান বাড়িয়ে ৬২ হাজারের উপরে নিয়ে গেল রাজ্যের শাসক দল৷

আরও পড়ুন: বাড়ির ইনভার্টারই হয়ে যাবে ‘বোমা’! দাউ দাউ করে জ্বলবে আগুন, কখনও করবেন না এই ৫ ভুল

মানিকতলায় তৃণমূলের জয় প্রত্যাশিতই ছিল৷ কারণ যে চার কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, তার মধ্যেই এই মানিকতলাই একমাত্র তৃণমূলের দখলে ছিল৷ বিজেপির হাতে থাকা বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জেও জয় পেয়েছে তৃণমূল৷ ফলে উপনির্বাচনে চারে চার করল রাজ্যের শাসক দল৷

Maniktala By Election: মানিকতলায় রাজনৈতিক সৌজন্যের ছবি, কল্যাণ চৌবের মা-কে ভোট দিতে সাহায্য তৃণমূল প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্টের

আবীর ঘোষাল, কলকাতা: রাজনৈতিক সৌজন্য। বিজেপির প্রার্থী কল্যাণ চৌবের মাকে ভোট দিতে সাহায্য করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডের মুখ্য নির্বাচনী এজেন্ট অনিন্দ্য কিশোর রাউত।

সকালে ১৩ নম্বর ওয়ার্ডে ভোট দিতে গিয়েছিলেন সন্ধ্যা দেবী। কিন্তু সেখানে গিয়ে কোন বুথের কোন অংশে তাঁর ভোট পড়েছে, সেটা খুঁজে পাচ্ছিলেন না। সাহায্য করতে এগিয়ে আসেন অনিন্দ্য কিশোর রাউত।

আরও পড়ুন– পৃথিবীর সঙ্গেই ঘুরছে গাছ, পাহাড় আর আকাশও; ভাইরাল ভিডিও-য় মিলল পৃথিবীর আবর্তনের প্রমাণ

অনিন্দ্য কিশোর রাউত বলেন, ‘‘উনি ভোট দিতে এসেছিলেন। সাহায্যের দরকার ছিল। আমি জনপ্রতিনিধি হিসাবে সেই দৃষ্টিকোণ থেকে সাহায্য করেছি।’’

আর বিজেপি প্রার্থীর মা বলছেন, ‘‘আমার ছেলের বয়সী। আমার একটা সাহায্য দরকার ছিল। ও সেটা করেছে।’’ রাজনৈতিক সৌজন্যের ছবি দেখা গেল মানিকতলায়।

আরও পড়ুন- শহিদ ক্যাপ্টেন অংশুমানের স্ত্রীকে অশালীন মন্তব্য! সোশ্যাল মিডিয়ায় ছিছিক্কার, যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করল পুলিশ

বুধবার বেলার দিকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দিতে এসেছিলেন কল্যাণের মা সন্ধ্যা চৌবে। সত্তরোর্ধ্ব বৃদ্ধা ভোট দিতে এলেও তাঁর সঙ্গে ‘ভোটার স্লিপ’ ছিল না। কল্যাণ চৌবের মা জানান, তিনি সেটা আনতে ভুলে গিয়েছেন। ফলে কোন বুথের কোন পার্টে ভোট দিতে যাবেন তিনি তা নিয়ে ধন্দে পড়েন। বিষয়টি নজরে আসতেই এগিয়ে আসেন মানিকতলার তৃণমূলের মুখ্য নির্বাচনী এজেন্ট তথা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্যকিশোর রাউত। তিনিই ভোট দিতে সাহায্য করেন সন্ধ্যা চৌবেকে ৷

Maniktala By Election: ‘ভোট দিতে এলেই গুলি করে দেব’, কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী! বিস্ফোরক অভিযোগ

কলকাতা: মানিকতলা উপনির্বাচনে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। ভোট দিতে গেলে গুলি করার হুমকি দেওয়া হয়, দাবি ভোটারদের। কলকাতা পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের মানিকতলা বাস ডিপোর ভেতরে বুথের ঘটনা। ১৬৭ মানিকতলা বিধানসভা কেন্দ্রের ২৩৪ নম্বর বুথে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ।

ভোটারদের অভিযোগ শুনে এলাকায় ছুটে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে। ভোটারদের থেকে তিনি অভিযোগ শুনে নির্বাচন কমিশনে জানাবেন বলে জানিয়েছেন। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোথাও কোথাও বেশি সক্রিয় বলেও অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রিসাইডিং অফিসারের কাজ নিজেরা উপযাজক হয়ে করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, অভিযোগ তৃণমূল প্রার্থীর।

আরও পড়ুন: ‘সারারাত ঘুমায়নি’, কল্যাণ চৌবেকে নিয়ে ফের বিস্ফোরক কুণাল ঘোষ! সরগরম মানিকতলা

এদিকে, বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ”শুধু বুথের ভেতরেই নয়, আগামী নির্বাচন থেকে যাতে বুথের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী থাকে, কমিশনকে আমরা সেটা জানাব। বুথের ভেতর যদি কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে ভোটের সব হিসেব পাল্টে যাবে। আগামী বিধানসভা নির্বাচন ২৬ সালে নয়, যেটা পঁচিশে হবে তাতে যাতে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে বুথের ভেতর কেন্দ্রীয় বাহিনী, এই ব্যবস্থাও রাখা হয় সেই দাবি জানানো হবে।”

এদিকে, বাগদার বিজেপি প্রার্থীর আক্রান্তের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। অবিলম্বে ফোর্স পাঠানোর নির্দেশ কমিশনের। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চাইল কমিশন। অবিলম্বে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ কমিশনের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে। প্রয়োজনে আরও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ কমিশনের।

Maniktala By Election: পিছিয়ে থাকা ওয়ার্ডে বিশেষ নজরদারি তৃণমূলের, সকাল থেকেই মানিকতলায় নজরে আবাসনের ভোট

আবীর ঘোষাল, কলকাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলায় প্রায় ২০ হাজার ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা ভোটে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল তিন হাজারের বেশি কিছু ভোটে। পুর এলাকায় তৃণমূলের ফল নিয়ে তাই চর্চা চলছে জোরকদমে। সেই চর্চায় অন্যতম বড় পরীক্ষা হতে চলেছে মানিকতলা বিধানসভার উপনির্বাচন।

আজ, বুধবার ভোটের দিন সকাল থেকেই তৃণমূলের নজরে বহুতল ও ভিন্ন ভাষাভাষী মানুষের ভোট। মানিকতলা বিধানসভা এলাকায় ভিন রাজ্যের বহু মানুষ বসবাস করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর একটা বড় অংশ বিজেপির পক্ষেই। আবার বহুতলের ভোট উপনির্বাচনে মেলে না। ব্যবধান বাড়িয়ে মানিকতলায় জয় হাসিল করতে তাই এই দুই জায়গাতেই বিশেষ কৌশল নিয়েছিল তৃণমূল।

আরও পড়ুন– দুধের ট্যাঙ্কারের সঙ্গে ডবল-ডেকার বাসের সংঘর্ষ ! উত্তর প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৮

১) বহুতলের জন্য গঠিত হয়েছিল বিশেষ গ্রুপ। সোসাইটি মেম্বারদের সঙ্গে যারা মিটিং করেছে।

২) বহুতলে বা ভিন রাজ্যের ভাষাভাষী মানুষ যে বাড়িতে থাকেন, সেখানে পতাকা ছাড়া প্রচার হয়েছে।

৩) বেশ কিছু বহুতল আলাদা করা হয়েছে যেখানে প্রচারে প্রার্থী থেকেছেন।

৪) বহুতলের ও ভিন ভাষাভাষীদের প্রতি ঘরেই যাওয়া হয়েছে।

৫) বাংলা, হিন্দি ও ইংরেজিতে দক্ষ এমন বক্তা এর জন্য রাখা হয়েছিল।

আরও পড়ুন– উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত ! দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কবে থেকে ? দেখে নিন

ওয়ার্ড ১১ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৯১ ভোটে।

ওয়ার্ড ১২ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৬৭ ভোটে

ওয়ার্ড ১৩ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ২৫৬ ভোটে

ওয়ার্ড ১৪ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪৫৭২ ওয়ার্ড ১৫ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪৫৮ ভোটে

ওয়ার্ড ১৬ -বিজেপি এগিয়ে ৪১২ ভোটে

ওয়ার্ড ৩১ -বিজেপি এগিয়ে ৫৪৮৮ ভোটে

ওয়ার্ড ৩২ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৬৩১ ভোটে

২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছিল ৬৭৫৭৭, বিজেপি ৪৭৩৩৯
২০২৪ সালে তৃণমূল কংগ্রেস ৬৬৯৬৪, বিজেপি ৬৩৩৮৯-

বহুতল, আবাসনে আলাদা টিম, বিশেষ জোর। কখনও প্রার্থী আবাসনের সামনে মাইক প্রচার, ভেতরে জনসংযোগ তৃণমূলের। কখনও আলাদা টিম গিয়েছে। হিন্দিভাষী বিশেষ চারজনকে নিয়ে আরেকটি টিম। মূলত ওয়ার্ড ৩১,৩২,১৩ ও ১৬-তে নজর দেওয়া হয়েছে।

মানিকতলা বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘মানিকতলায় বিপুল ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। লোকসভায় প্রবণতা একটু আলাদা ছিল। তবে প্রচার কৌশলে ভিন্ন ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করেন ও আবাসনগুলিতে বিশেষ টিম গঠন করে প্রচার হয়েছিল। ডোর টু ডোর বা বিভিন্ন সোসাইটিতে যাওয়া হয়েছিল। কেউ যদি ভোট দিয়ে না থাকেন, আশা রাখি উপনির্বাচনে তার বদল হবে। সকাল থেকে উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা গিয়েছে।’’

Maniktala By Election: আচমকা কুণালকে ফোন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের! কী ‘কথোপকথন’? অডিও ফাঁস হতেই শোরগোল মানিকতলায়

কলকাতা: রাত পোহালেই উপনির্বাচন। আগামিকাল বুধবারই ফের ভোট রাজ্যে। ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচন হবে মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রে। এরইমধ্যে নাটকীয় ঘটনা ঘিরে তোলপাড় পরে গেল রাজ্য রাজনীতিতে। তৃণমূলের আহ্বায়ক কুণাল ঘোষকে ফোন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। এমনটাই দাবি তৃণমূল সূত্রে।

টেলিফোন কথোপকথনের অডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে শহরে। তৃণমূল সূত্রে দাবি, কুণালকে অন্তর্ঘাতের প্রস্তাব দেওয়া হয়েছে ওই টেলিফোনিক কথোপকথনে। বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব এআইএফএফ সভাপতির। যদিও সেই প্রস্তাব কুণাল ঘোষ প্রত্যাখ্যান করেছেন বলেই দাবি তৃণমূলের তরফে। এই অডিও কথোপকথনের কোনওরকম সত্যতা অবশ্য যাচাই করেনি নিউজ 18 বাংলা।

আরও পড়ুন: উত্তরপূর্ব বঙ্গোপসাগর ছুঁয়েছে মৌসুমী অক্ষরেখা…! মঙ্গল থেকে শনি কী হতে চলেছে? আইএমডি দিয়ে দিল মেগা আপডেট

অডিও পোস্ট করে কুণালের দাবি, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝেই অনৈতিকভাবে পরোক্ষে ‘ঘুষ দেওয়ার’ কথা বলছেন কল্যাণ চৌবে। সূত্রের খবর, মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুণাল তৃণমূলের সব চোরাস্রোত সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামাচ্ছেন বলেই তাঁকে সরাতে মরিয়া বিজেপি। এআইএফএফ সভাপতির পদ অপব্যবহার করে তাই বড় পদের অফার দেওয়া হল মোহনবাগান সহ-সভাপতি কুণাল ঘোষকে। কুণাল এই অফার প্রত্যাখ্যান করে বলেছেন, এই বিজেপি প্রার্থীকে একটা ভোটও দেওয়া উচিত নয়।

 

Suvendu Adhikari: সামনেই উপ নির্বাচন, ভোটের আগে শেষ রবিবার উত্তর কলকাতায় জমাটি প্রচার শুভেন্দুর, পাশে তাপসও

কলকাতা: রবিবাসরীয় ভোটপ্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ১০ জুলাই ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর এই চার বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম উত্তর কলকাতার মানিকতলা। মানিকতলা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে কাঁকুড়গাছি মোড় থেকে রবিবার পদযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী।

এদিনের পদযাত্রায় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন তাপস রায়, উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঢাকঢোল, ধামসা মাদল‌ সহ ভোটপ্রচারে বিজেপি কর্মী সমর্থকরাও পথে প্রচারে অংশ নেন।‌

কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙ্গা হয়ে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা হয়।‌ রাস্তার দু’প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে জনসংযোগ এবং পদযাত্রার যাত্রাপথের দুধারের বহুতল আবাসনের আবাসিকদের উদ্দেশ্যে হাত নেড়ে ভোট প্রার্থনা করেন শুভেন্দু। জবাবে আবাসনের আবাসিকদের একাংশের তরফেও বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে হাত নেড়ে আবার কাউকে বা হাতজোড় করতে দেখা যায়।

আরও পড়ুন: আগামী বছর থেকেই…রথযাত্রার উদ্বোধনে গিয়ে আগাম আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা, সকলকে জানালেন শুভেচ্ছা

দলীয় প্রতীক পদ্ম ফুলের প্ল্যাকার্ড হাতে জনসংযোগের লক্ষ্যে দীর্ঘ পথ পরিক্রমা করেন শুভেন্দু। বলাবাহুল্য, চব্বিশের লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বঙ্গ বিজেপির। নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালি। পদ্ম শিবির একের পর এক অস্ত্রে শান দিয়েছে। কিন্তু, ভোটে ফল মেলেনি। এবার সামনে উপনির্বাচন। একুশে জয়ী তিন বিজেপি প্রার্থীর দলবদলের জেরে অকাল ভোট নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে দীর্ঘদিন পর কলকাতার মানিকতলাতেও উপনির্বাচন আগামী ১০ জুলাই। এর মধ্যে প্রথম তিনটি আসনেই উনিশের লোকসভা ভোট থেকে বিজেপির দাপট। এবার উপনির্বাচনেও ওই তিনটি আসন ধরে রাখতে বিজেপি মরিয়া।

আরও পড়ুন: সকাল সকাল মাছ কিনতে গিয়ে আর ফেরা হল না বাড়ি! নেতার বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মুম্বইয়ে মৃত মহিলা, ধৃত নেতার ছেলে

রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ নিজেদের হাতে রেখে বিধানসভায় শক্তি বাড়িয়ে নিতে চাইছে গেরুয়া ব্রিগেড। সেই সঙ্গে মানিকতলা কেন্দ্রও নজরে পদ্ম শিবিরের। আর সেখানেই ভোটের আগে শেষ রবিবার শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে জমজমাট প্রচারে অংশ নিল উত্তর কলকাতা জেলা বিজেপি।

মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের নজরে বহুতল ও অবাঙালি ভোট, বিশেষ টিম গঠন করে চলছে জোরদার প্রচার

আবীর ঘোষাল, কলকাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলায় প্রায় ২০ হাজার ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা ভোটে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে তিন হাজারের বেশি কিছু ভোটে। পুর এলাকায় তৃণমূলের ফল নিয়ে তাই চর্চা চলছে জোরকদমে। সেই চর্চায় অন্যতম বড় পরীক্ষা হতে চলেছে মানিকতলা বিধানসভার উপনির্বাচন। আর এই ভোটে তৃণমূলের নজরে বহুতল ও ভিন্ন ভাষাভাষী মানুষের ভোট। মানিকতলা বিধানসভা এলাকায় ভিন রাজ্যের বহু মানুষ বসবাস করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর একটা বড় অংশ বিজেপির পক্ষেই। আবার বহুতলের ভোট উপনির্বাচনে মেলে না। ব্যবধান বাড়িয়ে মানিকতলায় জয় হাসিল করতে তাই এই দুই জায়গাতেই বিশেষ কৌশল তৃণমূলের।

আরও পড়ুন- উত্তরবঙ্গে ফের প্রবল বৃষ্টির সতর্কতা! দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে? জেনে নিন

১) বহুতলের জন্য গঠিত বিশেষ গ্রুপ। সোসাইটি মেম্বারদের সঙ্গে যারা মিটিং করছে।

২) বহুতলে বা ভিন রাজ্যের ভাষাভাষী মানুষ যে বাড়িতে থাকেন, সেখানে পতাকা ছাড়া প্রচার।

৩) বেশ কিছু বহুতল আলাদা করা হয়েছে যেখানে প্রচারে প্রার্থী থাকছেন।

৪) বহুতলের ও ভিন ভাষাভাষীদের প্রতি ঘরেই যাওয়া হচ্ছে।

৫) বাংলা, হিন্দি ও ইংরেজিতে দক্ষ এমন বক্তা এর জন্য রাখা হয়েছে।

আরও পড়ুন– হার্দিকের ব্যথাতুর হৃদয়ে মলম দিয়েছে বিশ্বকাপ, চোখে জল নিয়ে বললেন, ‘আমার শেষ ৬ মাস…’

ওয়ার্ড ১১ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৯১ ভোটে।

ওয়ার্ড ১২ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৬৭ ভোটে

ওয়ার্ড ১৩ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ২৫৬ ভোটে

ওয়ার্ড ১৪ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪৫৭২ ভোটে

ওয়ার্ড ১৫ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪৫৮ ভোটে

ওয়ার্ড ১৬ -বিজেপি এগিয়ে ৪১২ ভোটে

ওয়ার্ড ৩১ -বিজেপি এগিয়ে ৫৪৮৮ ভোটে

ওয়ার্ড ৩২ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৬৩১ ভোটে

২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছিল ৬৭৫৭৭, বিজেপি ৪৭৩৩৯

২০২৪ সালে তৃণমূল কংগ্রেস ৬৬৯৬৪, বিজেপি ৬৩৩৮৯-

বহুতল, আবাসনে আলাদা টিম, বিশেষ জোর। কখনও প্রার্থী আবাসনের সামনে মাইক প্রচার, ভেতরে জনসংযোগ। কখনও আলাদা টিম যাচ্ছে। হিন্দিভাষী বিশেষ চারজনকে নিয়ে আরেকটি টিম। মূলত ওয়ার্ড ৩১,৩২,১৩ ও ১৬-তে নজর দেওয়া হচ্ছে। মানিকতলা বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘মানিকতলায় বিপুল ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। লোকসভায় প্রবণতা একটু আলাদা ছিল। তবে প্রচার কৌশলে ভিন্ন ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করেন ও আবাসনগুলিতে বিশেষ টিম গঠন করে প্রচার হচ্ছে। ডোর টু ডোর বা বিভিন্ন সোসাইটিতে যাওয়া হচ্ছে। কেউ যদি ভোট দিয়ে না থাকেন আশা রাখি উপনির্বাচনে তার বদল হবে।’’

Vegetable Price Hike: দেখলেই নাক সিঁটকান, পাতে পড়ে থাকে এক কোণে, আজ সেই করলার কত দাম উঠল জানেন? কিনতে গিয়েই বড় ছ্যাঁকা মধ্যবিত্তের

কলকাতা: সবজিতেও এবার সেঞ্চুরি। উইকেন্ডে শনিবার সকালে বাজার করতে এসেছিলেন সুজিত পাল। উত্তর কলকাতার হরিতকী লেনে থাকেন। কাছেই মানিকতলা বাজারে এসেছিলেন। ভেবেছিলেন সপ্তাহান্তের বাজার করবেন কিন্তু সবজির বাজারের যে হাল তাতে হাল ছেড়েছেন। সেঞ্চুরির প্রশ্ন করতেই বললেন, ক্রিকেট মাঠের সেঞ্চুরিতে হাততালি দি আর এখানে এসে সেঞ্চুরি দেখে হার্ট ব্রেক হচ্ছে। সুজিত পালের মতো রমেশ দাস, রাজু জয়সওয়াল সকলেরই একই বক্তব্য। মাঠের সেঞ্চুরি ঘরের ড্রয়িং রুমে বসে দেখতে ভাল লাগে কিন্তু এখানে এসে রীতিমতো  পকেটে ছ্যাঁকা লাগছে।

সবজির বাজারে আগুন। বেগুন, উচ্ছে, লঙ্কা কিংবা শসা সবকিছুই সেঞ্চুরি পার। ক্রিকেটের মাঠের রানের পাহাড় সেঞ্চুরি এখন সবজিতেও।মানিকতলা বাজারে প্রতি কেজি সবজির দর। বেগুন ১২০ থেকে ১৫০ টাকা। কাঁচা লঙ্কা ১৫০ থেকে ২০০ টাকা। উচ্ছে ১০০ থেকে ১২০ টাকা।শসা ১০০ থেকে ১২০ টাকা। টমেটো ১০০ থেকে ১২০ টাকা। কাকরোল ১০০ থেকে ১২০ টাকা। এছাড়াও কুলিন সবজি ক্যাপসিকাম ২০০ টাকা কিলো। সজনে ডাটা ৩০০ টাকা কিলো। বিনস ২৫০ থেকে ৩০০ টাকা কিলো।অন্যান্য সবজি পেঁপের বাজার দর বেড়ে ৫০ থেকে ৬০ টাকা। গাজর ৬০ টাকা কিলো। পটল ৪০ থেকে ৬০ টাকা। ঝিঙে ৭ থেকে ৮০ টাকা কিলো। ঢ্যাঁড়শ ৬০ থেকে ৮০ টাকা কিলো। বরবটি ৮০ টাকা কিলো, কুমড়ো ৪০ থেকে ৫০ টাকা কিলো। ফুলকপি প্রতি ৪০ থেকে ৫০ টাকা। বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা কিলো, লাউ ৪০ থেকে ৬০ টাকা প্রতি পিস।

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

সবজি ব্যবসায়ী অমিত সাহা রোজ কোলে মার্কেটে যান বাজার করতে। বলছেন , উচ্ছের ঝুড়ি থেকে শুরু করে লঙ্কার ঝুড়ি নামতেই শেষ। দর করে বাজার করা যাচ্ছে না পাইকারি বাজারে তাই যে দামে পাচ্ছি সে দামেই নিয়ে আসছি আর বিক্রি করতে গিয়ে হিমশিম।

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

মানিকতলা বাজারের ব্যবসায়ী কার্তিক সাহা বলেন, বৃষ্টি কম হওয়ায় সবজির যোগান কম আর তাই বাজারে চাহিদা অনুযায়ী সবজি না আসায় বাড়ছে দাম। ক্রেতারা অনেকেই সবজি কম নিচ্ছেন কেউবা দু-এক ধরনের সবজি নিয়েই ফিরে যাচ্ছেন।

TMC: তুমুল চমক! মানিকতলা উপনির্বাচনে প্রার্থী বেছে নিল তৃণমূল! মিটে গেল ‘মা-মেয়ে সংঘাত’

কলকাতা: মানিকতলা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন সুপ্তি পান্ডে। তৃণমূল সূত্রের খবর, সুপ্তি পান্ডের প্রার্থী হওয়া একপ্রকার নিশ্চিত। দলীয় তরফে এখনও নাম ঘোষণা না হলেও তিনিই যে প্রার্থী তা নিয়ে আর কোনও দ্বিমত নেই। এই পরিস্থিতিতে পান্ডে পরিবারের মধ্যে যাতে কোনও দ্বিমত না বাসা বাঁধে, তা কৌশলে মিটিয়ে নিল তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার সকালে মানিকতলা বিধানসভার জন্য যে কোর কমিটি তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে, তার অন্যতম সদস্য কুণাল ঘোষ সকালে যান প্রয়াত সাধন পান্ডের বাড়িতে। সেখানে সুপ্তি পান্ডে ও শ্রেয়া পান্ডেকে নিয়ে একটা দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক করেন।

আরও পড়ুন: সর্বনাশ! মিলে গেল প্রমাণ, এলিয়েন আছে পৃথিবীতেই, তবে ছদ্মবেশে! কিন্তু কোথায়? তোলপাড় ফেলে দিল হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা

এরপরেই বিকেলে সব যথাযথ আছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শ্রেয়া। সেখানে তিনি লিখেছেন, ”আজ কি তাজা খবর, তাজা চায়ের সাথে।” লেখার সঙ্গে নিজের, মা সুপ্তি পান্ডে ও কুণাল ঘোষের ছবি শেয়ার করেছেন শ্রেয়া। ওই ছবিতে পাশাপাশি সুপ্তি পান্ডে, শ্রেয়া পান্ডে ও কুণাল ঘোষ রয়েছেন।

উত্তর কলকাতার রাজনীতি সম্পর্কে যারা অবহিত, তারা জানেন মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হতে একপ্রকার ইচ্ছা প্রকাশ করেছিলেন শ্রেয়া পান্ডে। যদিও দল তার মা’কে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। এরপরই সংঘাত কাটাতে আসরে হাজির হলেন কুণাল ঘোষ।