ওয়াইকেসি ফার্ম স্টে 

North Bengal Trip: তুমুল বৃষ্টিতে সঙ্গীকে নিয়ে সুইমিংপুলে জলকেলি! চা বাগানে ঘেরা এই ফার্মস্টে সপ্তাহান্তের সেরা ঠিকানা

*শিলিগুড়ির কাছেই চা বাগানের ঘেরা ফার্মস্টে-তে রাত কাটানোর সুবর্ণ সুযোগ। হাতের কাছেই রয়েছে ওয়াইকেসি ফার্মস্টে। শহরের কোলাহল ছেড়ে জ্যোৎস্না রাতে পরিবারের সঙ্গে এই জায়গায় রাত্রিযাপনের মজা উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে এখানে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি। 
*শিলিগুড়ির কাছেই চা বাগানের ঘেরা ফার্মস্টে-তে রাত কাটানোর সুবর্ণ সুযোগ। হাতের কাছেই রয়েছে ওয়াইকেসি ফার্মস্টে। শহরের কোলাহল ছেড়ে জ্যোৎস্না রাতে পরিবারের সঙ্গে এই জায়গায় রাত্রিযাপনের মজা উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে এখানে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি।
*চা বাগান ঘেরা এই ফার্মটি শিলিগুড়ি থেকে মাত্র ২০ কিমি দূরে বাগডোগরার কাছে চৌপুকুরিয়া গ্রামে অবস্থিত। এখানে রয়েছে হার্ট শেপ সুইমিং পুল এবং থাকার জন্য রয়েছে অসাধারণ ঘর। শিলিগুড়ির অদূরে এই ফার্মস্টে হতে পারে আপনার রাত্রিযাপনের সেরা ঠিকানা। সপ্তাহন্তে তাই একদিন ঘুরে যেতেই পারেন এখানে। সংগৃহীত ছবি। 
*চা বাগান ঘেরা এই ফার্মটি শিলিগুড়ি থেকে মাত্র ২০ কিমি দূরে বাগডোগরার কাছে চৌপুকুরিয়া গ্রামে অবস্থিত। এখানে রয়েছে হার্ট শেপ সুইমিং পুল এবং থাকার জন্য রয়েছে অসাধারণ ঘর। শিলিগুড়ির অদূরে এই ফার্মস্টে হতে পারে আপনার রাত্রিযাপনের সেরা ঠিকানা। সপ্তাহন্তে তাই একদিন ঘুরে যেতেই পারেন এখানে। সংগৃহীত ছবি।
*শহরের নিত্য কোলাহল ছেড়ে একেবারে নিরিবিলি জায়গায় ভালবাসার সঙ্গীকে নিয়ে এখানে আসতেই পারেন। জায়গাটির চারিদিকে চা বাগান, পাখির কিচিরমিচির শব্দের ঘুম ভাঙবে আপনার এখানে। জোৎস্না রাতে ফার্মস্টের লনে বসে থাকার মজাই আলাদা। সংগৃহীত ছবি। 
*শহরের নিত্য কোলাহল ছেড়ে একেবারে নিরিবিলি জায়গায় ভালবাসার সঙ্গীকে নিয়ে এখানে আসতেই পারেন। জায়গাটির চারিদিকে চা বাগান, পাখির কিচিরমিচির শব্দের ঘুম ভাঙবে আপনার এখানে। জোৎস্না রাতে ফার্মস্টের লনে বসে থাকার মজাই আলাদা। সংগৃহীত ছবি।
*শিলিগুড়ি থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। বাগডোগরা থেকে নকশালবাড়ি যাওয়ার রাস্তায় কেষ্টপুর চা বাগান হয়ে এখানে আসা যায়। যেহেতু একেবারে গ্রামের ভেতরে এই জায়গা তাই শেয়ার গাড়ি করে না এসে গাড়ি রিজার্ভ করে এলেই ভাল। সংগৃহীত ছবি। 
*শিলিগুড়ি থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। বাগডোগরা থেকে নকশালবাড়ি যাওয়ার রাস্তায় কেষ্টপুর চা বাগান হয়ে এখানে আসা যায়। যেহেতু একেবারে গ্রামের ভেতরে এই জায়গা তাই শেয়ার গাড়ি করে না এসে গাড়ি রিজার্ভ করে এলেই ভাল। সংগৃহীত ছবি।
*ওয়াইকেসি ফার্ম স্টের মালিক জানান, " আমি এই জায়গাটি আমার পরিবারের সঙ্গে থাকার জন্যই বানিয়েছিলাম। কখনও সময় পেলে এখন এসে থাকতাম। তারপর ধীরে ধীরে জায়গাটি সকলের পছন্দ হতে থাকে। তাই এখন সবার জন্য খুলে দিয়েছি।" এক বছর হয়েছে জায়গাটি তৈরি হয়েছে, আরও কিছু কাজ চলছে। সংগৃহীত ছবি। 
*ওয়াইকেসি ফার্ম স্টের মালিক জানান, ” আমি এই জায়গাটি আমার পরিবারের সঙ্গে থাকার জন্যই বানিয়েছিলাম। কখনও সময় পেলে এখন এসে থাকতাম। তারপর ধীরে ধীরে জায়গাটি সকলের পছন্দ হতে থাকে। তাই এখন সবার জন্য খুলে দিয়েছি।” এক বছর হয়েছে জায়গাটি তৈরি হয়েছে, আরও কিছু কাজ চলছে। সংগৃহীত ছবি।
*তিনি আরও বলেন, " শহরের কোলাহল থেকে মুক্তি পেতে বহু লোকে এখন এখানে আসছেন। বাইরে থেকে বহু পর্যটকরা ও আমাদের এই জায়গাটিকে ভীষণ পছন্দ করছেন। আমার মূল লক্ষ্য এখানে এসে যেন সকলে বাড়ির মত একটা অভিজ্ঞতা পায়। সেভাবেই সব তৈরি করছি।" সংগৃহীত ছবি। 
*তিনি আরও বলেন, ” শহরের কোলাহল থেকে মুক্তি পেতে বহু লোকে এখন এখানে আসছেন। বাইরে থেকে বহু পর্যটকরা ও আমাদের এই জায়গাটিকে ভীষণ পছন্দ করছেন। আমার মূল লক্ষ্য এখানে এসে যেন সকলে বাড়ির মত একটা অভিজ্ঞতা পায়। সেভাবেই সব তৈরি করছি।” সংগৃহীত ছবি।
*এই জায়গাটি এখন ঘুরতে যাওয়ার একটি আদর্শ জায়গা হয়ে উঠেছে। এখানে থাকার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৫০০০ টাকা। টাকা একটু বেশি লাগলেও এমন জায়গায় পরিবারের সঙ্গে মায়াবী রাত কাটানোর সুযোগ হয়ে যাবে আপনার। সংগৃহীত ছবি।
*এই জায়গাটি এখন ঘুরতে যাওয়ার একটি আদর্শ জায়গা হয়ে উঠেছে। এখানে থাকার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৫০০০ টাকা। টাকা একটু বেশি লাগলেও এমন জায়গায় পরিবারের সঙ্গে মায়াবী রাত কাটানোর সুযোগ হয়ে যাবে আপনার। সংগৃহীত ছবি।