Euro 2024 Final: ছেঁড়া মোজা পরে কোন ফুটবলার ইউরো কাপে খেলছেন? কিন্তু কারণ জানলে অবাক হবেন

দেখতে একেবারে শেষ ল্যাপে চলে এসেছে ইউরো ২০২৪। ১৫ জুলাই মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে স্পেনও ও ইংল্যান্ড। ফাইনাল ঘিরে উত্তাপ বাড়ার পাশাপাশি একটি বিষয় নিয়ে কৌতুহল জেগেছে সকলের মধ্যে।
দেখতে একেবারে শেষ ল্যাপে চলে এসেছে ইউরো ২০২৪। ১৫ জুলাই মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে স্পেনও ও ইংল্যান্ড। ফাইনাল ঘিরে উত্তাপ বাড়ার পাশাপাশি একটি বিষয় নিয়ে কৌতুহল জেগেছে সকলের মধ্যে।
কারণ এবার ইউরোতে একজন ফুটবলারের ছেঁড়া মোজা পরে খেলছেন। ফাইনালের মঞ্চেও দেখা যাবে তাঁকে। তিনি আর কেউ নন, ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম।
কারণ এবার ইউরোতে একজন ফুটবলারের ছেঁড়া মোজা পরে খেলছেন। ফাইনালের মঞ্চেও দেখা যাবে তাঁকে। তিনি আর কেউ নন, ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম।
এবার ইংল্যান্ড দলের সাফল্যে বড় ভূমকা নিয়েছেন বেলিংহাম। প্রি কোয়ার্টার ফাইনালে স্লোভাকিয়ার বিরুদ্ধে ইনজুরি টাইমে জুড বেলিংহামের ব্যাক ভলিতে অবিশ্বাস্য গোলেই ম্যাচে ফিরেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ছেঁড়া মোজায় দেখা গিয়েছিল।
এবার ইংল্যান্ড দলের সাফল্যে বড় ভূমকা নিয়েছেন বেলিংহাম। প্রি কোয়ার্টার ফাইনালে স্লোভাকিয়ার বিরুদ্ধে ইনজুরি টাইমে জুড বেলিংহামের ব্যাক ভলিতে অবিশ্বাস্য গোলেই ম্যাচে ফিরেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ছেঁড়া মোজায় দেখা গিয়েছিল।
কিন্তু কেন ছেঁড়া মোজা পরে খেলছেন ইংল্যান্ড তারকা বেলিংহাম? নিছকই শখ, নাকি অন্ধবিশ্বাস, না রয়েছে অন্য কোনও কারণ? যা নিয়ে ইতিমধ্যেই ট্রোলের শিকার হতে হয়েছে বেলিং হামকে।
কিন্তু কেন ছেঁড়া মোজা পরে খেলছেন ইংল্যান্ড তারকা বেলিংহাম? নিছকই শখ, নাকি অন্ধবিশ্বাস, না রয়েছে অন্য কোনও কারণ? যা নিয়ে ইতিমধ্যেই ট্রোলের শিকার হতে হয়েছে বেলিং হামকে।
তবে জানা গিয়েছে এর পিছনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় রয়েছে। মোজায় একাধিক ছিদ্র করে তা পরলে পায়ে কিছুটা হাল্কা হয়। ফুটবলাররা নতুন মোজা পরেই প্রতি ম্যাচে প্রায় খেলেন। ফলে তা খুব টাইট হয়। কয়েকটা ছিদ্র করে নিলে তা কিছুটা হাল্কা হয়।
তবে জানা গিয়েছে এর পিছনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় রয়েছে। মোজায় একাধিক ছিদ্র করে তা পরলে পায়ে কিছুটা হাল্কা হয়। ফুটবলাররা নতুন মোজা পরেই প্রতি ম্যাচে প্রায় খেলেন। ফলে তা খুব টাইট হয়। কয়েকটা ছিদ্র করে নিলে তা কিছুটা হাল্কা হয়।
ফুটবলারেরা ম্যাচ শুরুর আগে কাঁচি দিয়ে মোজায় ছিদ্র করেন। এতে পায়ের পেশিতে টান পড়ে না। চাপ হালকা হয়। এমনটা করলে পায়ের পেশিতে রক্তা চলাচল ভাল হয় ও ফুটবলারদের দৌড়াতে সুবিধা হয়।
ফুটবলারেরা ম্যাচ শুরুর আগে কাঁচি দিয়ে মোজায় ছিদ্র করেন। এতে পায়ের পেশিতে টান পড়ে না। চাপ হালকা হয়। এমনটা করলে পায়ের পেশিতে রক্তা চলাচল ভাল হয় ও ফুটবলারদের দৌড়াতে সুবিধা হয়।