জয়নগর নন্দীবাড়ির রথ

Ratha Yatra 2024: রথযাত্রায় নতুন জামা-কাপড় ‘ওঁদের’ জন্য!

দক্ষিণ ২৪ পরগনা‌: দুর্গাপুজোর জন্য অপেক্ষা নয়, রথেই পেলেন নতুন পোশাক। রথযাত্রা উপলক্ষে এমনই উপহার পেলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। মন ভালো করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে জয়নগর-মজিলপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তিলিপাড়ার নন্দীবাড়ির বহু প্রাচীন রথযাত্রা উৎসবে।

সোমবার উল্টোরথ। গত এক সপ্তাহ ধরে নন্দীবাড়ি রথযাত্রা কমিটির পক্ষ থেকে প্রতিদিনই ভোগ বিতরণ করা হয়। পাশাপাশি জয়নগর-২ ব্লকের ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের আবাদ ভগবানপুরে প্রচেষ্টা বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হয় এবং তাঁদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

আর‌ও পড়ুন: শত কাজের ফাঁকে যা করছেন! থানার আইসি’র কাণ্ড দেখলে অবাক হবেন

এই ব্যাপারে জয়নগর তিলিপাড়া নন্দীবাড়ি রথ উৎসব কমিটির পক্ষে থেকে বলা হয়েছে, আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ির পক্ষ থেকে প্রতিদিনই ভোগ বিতরণ করছি এলাকায়। এবারে বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে থাকা বয়স্ক আবাসিকদের মধ্যে ভোগ বিতরণের পাশাপাশি নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়। যাতে বয়স্ক মানুষগুলো নিঃসঙ্গ বোধ না করেন এটা তারই প্রচেষ্টা।

এমন উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। অপরদিকে রথযাত্রা উৎসব উপলক্ষে নতুন পোশাক পেয়ে খুশি সবাই।

সুমন সাহা