মেন্দাবাড়ি গ্রাম

Cheap Dooars Tourism: মন ভরা প্রকৃতি, চোখের আরাম, সস্তার ছোট ট্যুরে পরিবারের সঙ্গে ক’দিন কাটান! মানসিক শান্তি পাবেন

 শহুরে কোলাহল থেকে দুরে কোথাও যেতে মন চায়।যেখানে নিভৃত যাপনের সঙ্গী হবে খোলা হাওয়া,সবুজে ঘেরা প্রকৃতি।ছবির মত সুন্দর কোনও স্থানে ক'টা দিন কাটালেই মিলবে মানসিক শান্তি,খুঁজছেন এমন জায়গা?তাহলে চলে আসুন আলিপুরদুয়ারের মেন্দাবাড়ি গ্রামে। (Annanya Dey)
শহুরে কোলাহল থেকে দুরে কোথাও যেতে মন চায়।যেখানে নিভৃত যাপনের সঙ্গী হবে খোলা হাওয়া,সবুজে ঘেরা প্রকৃতি।ছবির মত সুন্দর কোনও স্থানে ক’টা দিন কাটালেই মিলবে মানসিক শান্তি,খুঁজছেন এমন জায়গা?তাহলে চলে আসুন আলিপুরদুয়ারের মেন্দাবাড়ি গ্রামে। (Annanya Dey)
সবুজ প্রকৃতি,নাম না জানা নদীর এক অপূর্ব মেলবন্ধন রয়েছে এখানে।এলাকার শান্ত পরিবেশ যেকোনও পর্যটকের মন কেড়ে নিতে যথেষ্ট। মেন্দাবাড়ি গ্রামে পর্যটনের জন‍্য উদ‍্যোগী গ্রামের মানুষেরা।হাতে গোনা দু'টি হোম স্টে গড়ে উঠেছে।ভিলেজ ট‍্যুরিজমে নাম উঠে আসবে মেন্দাবাড়ির বিশ্বাস গ্রামের মানুষদের।
সবুজ প্রকৃতি,নাম না জানা নদীর এক অপূর্ব মেলবন্ধন রয়েছে এখানে।এলাকার শান্ত পরিবেশ যেকোনও পর্যটকের মন কেড়ে নিতে যথেষ্ট। মেন্দাবাড়ি গ্রামে পর্যটনের জন‍্য উদ‍্যোগী গ্রামের মানুষেরা।হাতে গোনা দু’টি হোম স্টে গড়ে উঠেছে।ভিলেজ ট‍্যুরিজমে নাম উঠে আসবে মেন্দাবাড়ির বিশ্বাস গ্রামের মানুষদের।
যদিও বন দফতরের তরফে মেন্দাবাড়ির জঙ্গলে সাফারির ব‍্যবস্থা রয়েছে। তবে এলাকাবাসীদের মতে জঙ্গল শেষ কথা নয়,ছবির মত সুন্দর গ্রাম মেন্দাবাড়ি। গ্রামটিতে নীরবতা এতটাই বিরাজ করে যে শুধু সন্ধ‍্যা বেলাতে নয়,দিনের বেলাতেও শোনা যায় ঝি ঝি পোকার শব্দ।সব থেকে বড় কথা সাফারি করতে না গিয়েও এই এলাকাতে সবসময় দেখতে পাওয়া যায় বন্য প্রাণীর আনাগোনা। মেন্দাবাড়ি গ্রামে এলে পরিচয় হবে রাভা পরিবারের সঙ্গে। তাঁদের সংস্কৃতি, ভাষা, খাদ্যভ্যাস সবই চোখের সামনে দেখা যাবে।
যদিও বন দফতরের তরফে মেন্দাবাড়ির জঙ্গলে সাফারির ব‍্যবস্থা রয়েছে। তবে এলাকাবাসীদের মতে জঙ্গল শেষ কথা নয়,ছবির মত সুন্দর গ্রাম মেন্দাবাড়ি। গ্রামটিতে নীরবতা এতটাই বিরাজ করে যে শুধু সন্ধ‍্যা বেলাতে নয়,দিনের বেলাতেও শোনা যায় ঝি ঝি পোকার শব্দ।সব থেকে বড় কথা সাফারি করতে না গিয়েও এই এলাকাতে সবসময় দেখতে পাওয়া যায় বন্য প্রাণীর আনাগোনা। মেন্দাবাড়ি গ্রামে এলে পরিচয় হবে রাভা পরিবারের সঙ্গে। তাঁদের সংস্কৃতি, ভাষা, খাদ্যভ্যাস সবই চোখের সামনে দেখা যাবে।
মেন্দাবাড়ি এলাকার এক হোমস্টে মালিক অমর রাভা জানিয়েছেন, "মেন্দাবাড়ি মধ্য স্থল। এই জায়গা থেকে চিলাপাতা, কোচবিহার, বক্সা সব জায়গাতে যাওয়া যাবে। এই জায়গায় এলে মন শান্ত হয়ে যাবে। প্রকৃতিকে নিবিড়ভাবে চিনতে পারা যাবে।"হাসিমারা থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই মেন্দাবাড়ি এলাকাটি।
মেন্দাবাড়ি এলাকার এক হোমস্টে মালিক অমর রাভা জানিয়েছেন, “মেন্দাবাড়ি মধ্য স্থল। এই জায়গা থেকে চিলাপাতা, কোচবিহার, বক্সা সব জায়গাতে যাওয়া যাবে। এই জায়গায় এলে মন শান্ত হয়ে যাবে। প্রকৃতিকে নিবিড়ভাবে চিনতে পারা যাবে।”হাসিমারা থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই মেন্দাবাড়ি এলাকাটি।
আলিপুরদুয়ার থেকে মেন্দাবাড়ির দূরত্ব ২৫ কিলোমিটার। ট্রেন থেকে নেমে অটো নিয়ে চলে আসতে পারবেন এই এলাকায়। ভাড়া নেবে ১৫০-২০০ টাকা।এলাকায় রয়েছে দুটি হোমস্টে। মালিক এক জন। হোমস্টে'র নাম অমর হোমস্টে।
আলিপুরদুয়ার থেকে মেন্দাবাড়ির দূরত্ব ২৫ কিলোমিটার। ট্রেন থেকে নেমে অটো নিয়ে চলে আসতে পারবেন এই এলাকায়। ভাড়া নেবে ১৫০-২০০ টাকা।এলাকায় রয়েছে দুটি হোমস্টে। মালিক এক জন। হোমস্টে’র নাম অমর হোমস্টে।
যোগাযোগ:+916296773985মেন্দাবাড়ি গ্রামে এলে মুঠোফোনে অথবা ক‍্যামেরায় ধরে রাখতে পারবেন প্রচুর স্মৃতি।বুনো হাতি দেখা যায় যখন, তখন। অনেক নাম না জানা পাখির আওয়াজ আপনাকে নিয়ে যাবে নিশ্চিন্তপুরে।রঙীন পোশাক পরিহিত রাভা নারীদের অনুষ্ঠান মুগ্ধ করবে আপনাকে।
যোগাযোগ:+916296773985
মেন্দাবাড়ি গ্রামে এলে মুঠোফোনে অথবা ক‍্যামেরায় ধরে রাখতে পারবেন প্রচুর স্মৃতি।বুনো হাতি দেখা যায় যখন, তখন। অনেক নাম না জানা পাখির আওয়াজ আপনাকে নিয়ে যাবে নিশ্চিন্তপুরে।রঙীন পোশাক পরিহিত রাভা নারীদের অনুষ্ঠান মুগ্ধ করবে আপনাকে।