প্রতিকি ছবি

Bangla: কুসংস্কারের বলি দেড় বছরের শিশু! বাসন্তীতে জলে ডুবে মৃত্যু ছোট্ট শিশুর

দক্ষিণ ২৪ পরগনা : আবারওসুন্দরবনে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মৃতের নাম আনিস মোল্লা(১৬ মাস)। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ৪ নম্বর পেটুয়াখালি গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কুসংস্কার ও অন্ধবিশ্বাসের কারণেই ওই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

এদিন সকালে শিশুটি জলে পড়ে যায়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে জল থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। কিন্তু উদ্ধার করলেও হাসপাতালে নিয়ে আসেননি তাকে। বাড়িতেই নানা ধরনের ঝাড়ফুঁক, তুকতাক করা হয়। জলে নিয়ে ঘোরানো হয়।

আরও পড়ুন: চুরির অপবাদে পরিচারিকার সঙ্গে এ কী কাণ্ড! পৈশাচিক ঘটনা হাওড়ায়

এতেই অনেক সময় নষ্ট হয়ে যায়। দীর্ঘক্ষণ পর গ্রামীণ চিকিৎসক এসে চিকিৎসা শুরু করতেই মৃত্যু হয় ওই শিশুর। আজকের দিনে দাঁড়িয়ে কবে হুঁশ ফিরবে মানুষের আজও এই ধরনের কুসংস্কার মানতে গিয়েই মৃত্যু হল ওই শিশুর। যদি দেরি না করে তখনই ওই শিশুকে হাসপাতালে আনতো হয়তো বেঁচে যেতে পারত।

কিন্তু এই ধরনের অন্ধবিশ্বাসের জন্য হারাতে হলো হয়তো আনিসকে।যদিও ঘটনারখবর পেয়ে বাসন্তী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

—- সুমন সাহা