আইআইটি বম্বে থেকে বি.টেক পড়েছেন: জেইই-তে প্রথম হওয়ার পর প্রণব আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্সে বি.টেক করেন। লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যাচ্ছে, বর্তমানে প্রণব কোয়ান্টেটিভ ট্রেডার হিসাবে কাজ করছেন।

Success Story: জয়েন্টে প্রথম, আইআইটি বম্বে-তে পড়াশোনা, এখন কী করছেন প্রণব গোয়েল?

আইআইটি থেকে যাঁরা ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখেন, তাঁরা নবম-দশম শ্রেণী থেকেই প্রস্তুতি শুরু করে দেন। কারণ জেইই মেইন এবং অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাহলে আইআইটি-তে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। চণ্ডীগড়ের বাসিন্দা প্রণব গোয়েল (Pranav Goyal)। মেধাবী ছাত্র। আইআইটি-তে ভর্তির জন্য কঠোর পরিশ্রমই ছিল তাঁর হাতিয়ার।
আইআইটি থেকে যাঁরা ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখেন, তাঁরা নবম-দশম শ্রেণী থেকেই প্রস্তুতি শুরু করে দেন। কারণ জেইই মেইন এবং অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাহলে আইআইটি-তে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। চণ্ডীগড়ের বাসিন্দা প্রণব গোয়েল (Pranav Goyal)। মেধাবী ছাত্র। আইআইটি-তে ভর্তির জন্য কঠোর পরিশ্রমই ছিল তাঁর হাতিয়ার।
মানসিক চাপ কাটাতে পৌরাণিক উপন্যাস পড়তেন। মাঝে মধ্যে দেখতেন সিনেমাও। ২০১৮ সালে জেইই অ্যাডভান্সড পরীক্ষা দেন প্রণব। প্রথম হন। আইআইটি রুরকি জোন থেকে ৩৬০-এর মধ্যে পেয়েছিলেন ৩৩৭ নম্বর। Photo Courtesy: ANI
মানসিক চাপ কাটাতে পৌরাণিক উপন্যাস পড়তেন। মাঝে মধ্যে দেখতেন সিনেমাও। ২০১৮ সালে জেইই অ্যাডভান্সড পরীক্ষা দেন প্রণব। প্রথম হন। আইআইটি রুরকি জোন থেকে ৩৬০-এর মধ্যে পেয়েছিলেন ৩৩৭ নম্বর। Photo Courtesy: ANI
সিবিএসই বোর্ডের ছাত্র ছিলেন প্রণব। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নন মেডিক্যাল স্ট্রিমে ট্রিসিটি (চণ্ডীগড়, পঞ্চকুলা এবং মোহালি) টপার হওয়ার পাশাপাশি ২০১৮ সালে জেইই মেইন পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেছিলেন। ম্যাট্রিকুলেশনে তাঁর স্কোর ছিল সিজিপিএ ১০। Photo: Collected
সিবিএসই বোর্ডের ছাত্র ছিলেন প্রণব। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নন মেডিক্যাল স্ট্রিমে ট্রিসিটি (চণ্ডীগড়, পঞ্চকুলা এবং মোহালি) টপার হওয়ার পাশাপাশি ২০১৮ সালে জেইই মেইন পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেছিলেন। ম্যাট্রিকুলেশনে তাঁর স্কোর ছিল সিজিপিএ ১০। Photo: Collected
বাবার ফার্মাসিউটিক্যাল কোম্পানি: পঞ্চকুলার সেক্টর ১৫-এর ভবন বিদ্যালয়ের ছাত্র ছিলেন প্রণব। নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমই তাঁর সাফল্যের চাবিকাঠি। এ কথা খোলাখুলিই বলেছেন তিনি। Photo: Collected
বাবার ফার্মাসিউটিক্যাল কোম্পানি: পঞ্চকুলার সেক্টর ১৫-এর ভবন বিদ্যালয়ের ছাত্র ছিলেন প্রণব। নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমই তাঁর সাফল্যের চাবিকাঠি। এ কথা খোলাখুলিই বলেছেন তিনি। Photo: Collected
প্রণবের বাবা পঙ্কজ ও মা মমতা গোয়েল ব্যবসায়ী। দু’জনে একসঙ্গে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি চালান। প্রণব বলছেন, “যখন প্রস্তুতি শুরু করি, প্রথম ১০ জনের মধ্যে থাকার লক্ষ্য নিয়েছিলাম। যত সময় গেল, নিজের উপর আত্মবিশ্বাস বাড়ল। জেইই-তে শীর্ষে থাকার লক্ষ্য নিয়ে এগোতে শুরু করলাম।” Photo: Collected
প্রণবের বাবা পঙ্কজ ও মা মমতা গোয়েল ব্যবসায়ী। দু’জনে একসঙ্গে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি চালান। প্রণব বলছেন, “যখন প্রস্তুতি শুরু করি, প্রথম ১০ জনের মধ্যে থাকার লক্ষ্য নিয়েছিলাম। যত সময় গেল, নিজের উপর আত্মবিশ্বাস বাড়ল। জেইই-তে শীর্ষে থাকার লক্ষ্য নিয়ে এগোতে শুরু করলাম।” Photo: Collected
মানসিক চাপ দূর করতে পৌরাণিক উপন্যাস: প্রণব বলেন, “বাবা-মা এবং শিক্ষকরা সবসময় আমার পাশে ছিলেন। আমার প্রতিটা পদক্ষেপে সমর্থন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন।’’ মানসিক চাপ কাটাতে পৌরাণিক উপন্যাস পড়তেন বলে জানিয়েছেন প্রণব। মাঝে মধ্যে সিনেমাও দেখতেন। তাঁর কথায়, “টপারদের সম্পর্কে যে ধারণা রয়েছে আমি সে রকম নই। টানা পড়াশোনায় আমার খুব একটা আগ্রহ ছিল না। শুধু চেয়েছিলাম প্রয়োজনের সময় যেন শুধু পড়াশোনাতেই মন দিতে পারি।’’ Photo: Collected
মানসিক চাপ দূর করতে পৌরাণিক উপন্যাস: প্রণব বলেন, “বাবা-মা এবং শিক্ষকরা সবসময় আমার পাশে ছিলেন। আমার প্রতিটা পদক্ষেপে সমর্থন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন।’’ মানসিক চাপ কাটাতে পৌরাণিক উপন্যাস পড়তেন বলে জানিয়েছেন প্রণব। মাঝে মধ্যে সিনেমাও দেখতেন। তাঁর কথায়, “টপারদের সম্পর্কে যে ধারণা রয়েছে আমি সে রকম নই। টানা পড়াশোনায় আমার খুব একটা আগ্রহ ছিল না। শুধু চেয়েছিলাম প্রয়োজনের সময় যেন শুধু পড়াশোনাতেই মন দিতে পারি।’’ Photo: Collected
আইআইটি বম্বে থেকে বি.টেক পড়েছেন: জেইই-তে প্রথম হওয়ার পর প্রণব আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্সে বি.টেক করেন। লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যাচ্ছে, বর্তমানে প্রণব কোয়ান্টেটিভ ট্রেডার হিসাবে কাজ করছেন।
আইআইটি বম্বে থেকে বি.টেক পড়েছেন: জেইই-তে প্রথম হওয়ার পর প্রণব আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্সে বি.টেক করেন। লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যাচ্ছে, বর্তমানে প্রণব কোয়ান্টেটিভ ট্রেডার হিসাবে কাজ করছেন।