নিত্যনন্দ গড়াই সার্টিফিকেট হাতে

Bankura News: দিল্লীতে বাঁকুড়ার আম বিকোলো পাঁচ হাজার টাকা কেজি দরে

বাঁকুড়া: বাঁকুড়ার আমকে এবং আম চাষিকে সার্টিফিকেট দিল দিল্লি। ৩২ রকমের আম নিয়ে দিল্লির আম মেলায় সবার মন জয় করল বাঁকুড়ার নিত্যানন্দ। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের পাঁকতোড় গ্রামের যুবক নিত্যানন্দ গরাই চাষ করেছেন বিভিন্ন প্রজাতির আম। সেই আম বাগানের ৩২ রকমের আম নিয়ে দিল্লির বুকে আম মেলায় হাজির হয় নিত্যানন্দ।সেখানে এক একটা মিয়াজাকি আম বিক্রি করে ৫০০০ টাকায়। এছাড়াও চাকাপাত ১ হাজার টাকায়, রেড পালমার ৬০০ টাকায় এবং অনন্যা প্রজাতির আম গুলো ৫০০ টাকায় বিক্রি করেন।

তাঁর আমের স্বাদ ও গুণাগুণ প্রশংসা কুড়িয়েছে দেশের বিভিন্ন রাজ্য এবং ভিন দেশের আম প্রেমী মানুষজনের কাছে। পেয়েছে একাধিক পুরস্কার এবং সার্টিফিকেট।উল্লেখ্য, তাঁর গ্রামের বাড়িতে বিস্তৃণ এলাকা জুড়ে চাষ করছেন আম সহ বিভিন্ন ফলের। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফলের চাষ করে নজীর সৃষ্টি করেছেন। এই মুহূর্তে তার বাগানে মিয়াজাকি, রেড পালমার,কিং অব চাকাপাত, আমেরিকান ডগমাই, গোল্ডেন, থাই কেজি, কিউজাই, আম্রপালি সহ একাধিক বিদেশী ও দেশী আম রয়েছে।

আরও পড়ুন : শৈশবের মাধুরী মিশেছে সৃষ্টিশীলতায়, ফেলে দেওয়া নারকেলের খোলা কাজে লাগিয়ে বাজিমাত খুদে ভাইবোনের

দিল্লির আম মেলা থেকে ফিরে এসেতাঁর আম বাগান সহ আগামীর পরিকল্পনা সহ নানা বিষয়ে আশাবাদী নিত্যানন্দ।বিগত কয়েক দশকের মধ্যেই পাল্টে গেছে চিত্র। মুর্শিদাবাদ মালদার সঙ্গে আম উৎপাদনে উঠে আসছে বাঁকুড়ার নাম। তবে আম্রপালি এবং মল্লিকা উৎপাদনে একচেটিয়া শাসন করছে বাঁকুড়া। শুধু তাই নয় অন্যান্য বিদেশি প্রজাতিও চাষ করা হচ্ছে বাঁকুড়ার মত বন্ধুর এলাকাতে।

আরও পড়ুন : বাঁকুড়ার যুবককে হঠাৎ চিঠি প্রধানমন্ত্রীর! কারণ জানলে তাজ্জব বনে যাবেন

বাঁকুড়ার আম ইতিমধ্যেই বেশ নাম করেছে ভারতবর্ষ এবং বিশ্বের দরবারে। রাজধানী দিল্লিতে ও বাঁকুড়ার আমের রমরমা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাঁকুড়া জেলা উদ্যানপালন দফতরের হাত ধরে নিত্যানন্দ এবং বাঁকুড়া ৩২ টি প্রজাতির এক্সোটিক আম পেল বিশেষ স্বীকৃতি।

নীলাঞ্জন ব্যানার্জী