বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ ঘিরে বিক্ষোভ

Malda: উত্তপ্ত মালদহ…! বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ ঘিরে বিক্ষোভ, ‘গুলি’? জেলাশাসককে ফোন মুখ্য সচিবের

মালদহ: মালদহের মানিকচকের ঘটনা ঘিরে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি রাজ্যের মুখ্য সচিবের ফোন গেল মালদহ জেলা শাসকের কাছে। সূত্রের খবর, বর্তমানে পরিস্থিতি কী সেটা জানতেই মুখ্য সচিব ফোন করেছেন জেলাশাসককে। কী ঘটনা ঘটেছিল তা নিয়ে সবিস্তারে টেলিফোনিক আলোচনা মুখ্য সচিবের। যদিও মালদহ প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এমনটাই মালদহ জেলাশাসক জানিয়েছে মুখ্য সচিবকে।

ঘটনায় কোনওরকম প্রশাসনিক গাফিলতি যাতে না থাকে সে বিষয়ে সতর্ক করে জেলাশাসককে প্রয়োজনে এলাকায় গিয়ে পরিস্থিতি দেখার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব। পুলিশ ও গ্রামবাসী দুই তরফেই আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে এখনও পর্যন্ত খবর। মালদহ জেলা শাসক ঘটনার রিপোর্ট দিলেন মুখ্য সচিবকে। সূত্রের খবর, কে কে আহত, কোথায় কোথায় আঘাত পেয়েছেন? সেসব কিছুই- ইতিমধ্যেই হাসপাতালের থেকে জানতে চাওয়া হচ্ছে। গ্রামবাসীদের আঘাত কেমন তাও জানতে চাওয়া হয়েছে প্রশাসনিক তরফে।

উল্লেখ্য, মালদহের মানিকচকের ঘটনায় এখনও গুলি চালানোর ঘটনা স্বীকার করেনি পুলিশ। অবরোধকারী এবং পুলিশ দুই তরফেই জখম হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এ পর্যন্ত ঘটনায় আটক ৫জন। এলাকায় চলছে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান। মানিকচকে উত্তপ্ত পরিস্থিতি এখনও অব্যাহত, আক্রান্ত পুলিশ। ঘটনায় আহত হয়েছেন মানিকচক থানার আইসি। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলেও খবর। শুধু তাই নয়, অভিযোগ, নয়ানজুলিতে পুলিশের গাড়ি ফেলে দেয় উত্তেজিত জনতা। ঘটনায় সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। সবমিলিয়ে এখনও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে। গোটা এলাকা জুড়ে টান টান উত্তেজনা।

প্রসঙ্গত, মালদহের মানিয়াচকের এনায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে তুমুল বিক্ষোভ ও রক্তারক্তি কাণ্ড ঘটে যায় বৃহস্পতিবার। মালদহ- মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার গ্রামবাসীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। ব্যাপক দুর্ভোগ হয় সাধারণ যাত্রীদের। উত্তপ্ত পরিস্থিতি। ক্ষিপ্ত বাসিন্দাদের পাল্টা অভিযোগ, দিনের মধ্যে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট চলছে মানিকচকে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুতের অভাবে চরম কষ্টে পড়তে হচ্ছে এলাকার মানুষকে। পানীয় জলের সমস্যা, চাষবাসের সমস্যা, এমনকি দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের ফলে শিশু, বৃদ্ধ-সহ অসুস্থ মানুষজন সমস্যায় পড়েন। অভিযোগ, বারবার বিদ্যুৎ দফতরে জানিয়েও কোনও ফল হয়নি, উল্টে বুধবার রাতে মানিকচক বিদ্যুৎ দফতরে সমস্যা জানাতে গেলে বাসিন্দাদের পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয়। আর তারই প্রতিবাদে সকাল থেকে শুরু হয় লাগাতার বিক্ষোভ, অবরোধ।

অবরোধকারী ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ। পুলিশের গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন বলেও অভিযোগ। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে এদিন সকাল থেকেই। ঘটনা ঘিরে তৎপর নবান্ন। কী কারণে গুলি চালাতে হল পুলিশকে, কারা কারা অসুস্থ তা জানতে চেয়ে বিস্তারিত রিপোর্ট চায় নবান্ন। তারই পরিপ্রেক্ষিতে জেলাশাসক তাঁর রিপোর্ট দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনও কসুর রাখতে চাইছে না প্রশাসন।