তক্ষক 

Animal Trafficking: চার পা, ব‍্যাগের মধ‍্যে নড়ে উঠছে ওগুলো কী? গভীর রাতের যা উদ্ধার হল…ঘটনা জানলে চোখ ছানাবড়া হবে

আলিপুরদুয়ার: ভুটানে পাচারের পথে পাঁচটি তক্ষক উদ্ধার করল এস এস বি জওয়ানরা। চড়া দামে এগুলি ভুটানে বিক্রির কৌশল করেছিল পাচারকারীরা বলে জানা যায়।

শুক্রবার গভীর রাতে তক্ষকগুলি উদ্ধার করেন এস এস বি জওয়ানরা। পাঁচটি তক্ষক উদ্ধার হয়েছে জয়গাঁ তোর্ষা চা বাগান এলাকা থেকে তক্ষকগুলিকে নীলপাড়া রেঞ্জ অফিসের বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বন দফতর এই ঘটনায় জড়িত জয়গাঁ গুয়াবাড়ি এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: বাজ পড়ার সময় ফোন চার্জে? পুড়ে যাবে না তো? বৃষ্টি হোক বা বজ্র, বর্ষায় ফোন ভাল রাখতে কখনও করবেন না এইসব ভুল

তার নাম জানায়নি বন দফতর। তক্ষকগুলিকে পাচার করা হচ্ছিল ভুটানে বলে স্বীকার করেছে অপরাধী। ঘটনার তদন্ত করছে বন দফতর। একটি ব্যাগের মধ্যে তক্ষকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ভুটানে এই তক্ষকের চাহিদা প্রচুর রয়েছে বলে জানা যায়। এই তক্ষক পাচারের সঙ্গে আরও কেউ জড়িয়ে রয়েছে কি না তা দেখছে বন দফতর।

Annanya Dey