Money Making Tips: অল্প জায়গা থাকলে এই গাছই রোজগার দেবে বছরের পর বছর! কম খরচে বেশি আয়ের দারুণ সু‌যোগ

এখন সরকারি চাকরি পাওয়া বেজায় কঠিন! শিক্ষিত বেকারদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ব্যবসাকে আকড়ে ধরেই নাম, যশ, খ্যাতি অর্জন করছে। কিন্তু কিসের ব্যবসা করলে স্বল্প ব্যয়ে লাভবান হওয়া সম্ভব হবে তা অনেকেরই মাথায় আসে না। তেমনই এক উপায় বাতলে দিলেন ভারত সরকারের কেন্দ্রীয় রোপন ও ফসল অনুসন্ধান সংস্থার মোহিতনগর ফার্মের প্রধান বৈজ্ঞানিক অরুণ কুমার শীট।
এখন সরকারি চাকরি পাওয়া বেজায় কঠিন! শিক্ষিত বেকারদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ব্যবসাকে আকড়ে ধরেই নাম, যশ, খ্যাতি অর্জন করছে। কিন্তু কিসের ব্যবসা করলে স্বল্প ব্যয়ে লাভবান হওয়া সম্ভব হবে তা অনেকেরই মাথায় আসে না। তেমনই এক উপায় বাতলে দিলেন ভারত সরকারের কেন্দ্রীয় রোপন ও ফসল অনুসন্ধান সংস্থার মোহিতনগর ফার্মের প্রধান বৈজ্ঞানিক অরুণ কুমার শীট।
বাড়ির পাশে স্বল্প জায়গা থাকলেই এই চাষ করে ভাল পরিমাণ অর্থ উপার্জন করা যাবে। প্রতিমাসে স্বল্প পরিমাণ অর্থ ব্যয়ে বছরে একবার এই গাছের ফলন বিক্রয় করে লাভ হবে ব্যপক। ভাবছেন কী চাষ? অতিপরিচিত নারকেল গাছের সারিতেই হবে বাজিমাত। একটি নারকেল গাছ থেকে মেলে কমপক্ষে ১০০ টি ডাব।সেই ডাব বিক্রি করে কিংবা পূর্ণাঙ্গ নারকেল বিক্রি করে গাছপ্রতি বছরে লাভ হতে পারে হাজার হাজার টাকা।
বাড়ির পাশে স্বল্প জায়গা থাকলেই এই চাষ করে ভাল পরিমাণ অর্থ উপার্জন করা যাবে। প্রতিমাসে স্বল্প পরিমাণ অর্থ ব্যয়ে বছরে একবার এই গাছের ফলন বিক্রয় করে লাভ হবে ব্যপক। ভাবছেন কী চাষ? অতিপরিচিত নারকেল গাছের সারিতেই হবে বাজিমাত। একটি নারকেল গাছ থেকে মেলে কমপক্ষে ১০০ টি ডাব।সেই ডাব বিক্রি করে কিংবা পূর্ণাঙ্গ নারকেল বিক্রি করে গাছপ্রতি বছরে লাভ হতে পারে হাজার হাজার টাকা।
এছাড়াও, নারকেল গাছের শিকড়, কান্ড, পাতা, ফলের শাস থেকে শুরু করে ছোবড়া বা নারকেলের খোল.. সবকিছুরই বাজারে চাহিদা রয়েছে ব্যপক।
এছাড়াও, নারকেল গাছের শিকড়, কান্ড, পাতা, ফলের শাস থেকে শুরু করে ছোবড়া বা নারকেলের খোল.. সবকিছুরই বাজারে চাহিদা রয়েছে ব্যপক।
যেমন- নারকেল বা ডাবের জল বাজারজাত করা হয়, নারকেলের দড়ি বানানো হয়, নারকেলেত ছোবড়ার গুড়ো বা বিটস প্র‍য়োজন হয় মাটি ছাড়া চারা রোপনে, হস্তশিল্পের জিনিস, নারকেল গাছের পাতার শিরা দিয়ে বানানো হয় ঝাড়ু।
যেমন- নারকেল বা ডাবের জল বাজারজাত করা হয়, নারকেলের দড়ি বানানো হয়, নারকেলেত ছোবড়ার গুড়ো বা বিটস প্র‍য়োজন হয় মাটি ছাড়া চারা রোপনে, হস্তশিল্পের জিনিস, নারকেল গাছের পাতার শিরা দিয়ে বানানো হয় ঝাড়ু।
মোট কথা, নারকেলের কিছুই ফেলনা যায় না। বাজারে এই প্রতিটি জিনিসেরই চাহিদা এবিং দাম বেশ ভাল। তাই বাড়তি উপার্জনের পথ হিসেবে এই চাষ করা যেতেই পারে বলে পরামর্শ দিলেন বিশিষ্ট বিজ্ঞানী। এই চাষে তেমনভাবে কোনও খরচ নেই। এই চাষাবাদে একবার ফলন লাগালে প্রায় ২০ থেকে ২৫ বছর কিংবা তার বেশি সময় ধরে ফলন মেলে।
মোট কথা, নারকেলের কিছুই ফেলনা যায় না। বাজারে এই প্রতিটি জিনিসেরই চাহিদা এবিং দাম বেশ ভাল। তাই বাড়তি উপার্জনের পথ হিসেবে এই চাষ করা যেতেই পারে বলে পরামর্শ দিলেন বিশিষ্ট বিজ্ঞানী। এই চাষে তেমনভাবে কোনও খরচ নেই। এই চাষাবাদে একবার ফলন লাগালে প্রায় ২০ থেকে ২৫ বছর কিংবা তার বেশি সময় ধরে ফলন মেলে।