Howrah-Mumbai Train Accident: চরম ভয়াবহতা! হাওড়া-মুম্বইয়ের ট্রেন দুর্ঘটনায় নদিয়ার মা ও ছেলে! যা হল তাঁদের…

নদিয়া: ক্যান্সারের চিকিৎসা করাতে মাকে নিয়ে যাচ্ছিলেন হাওড়া মুম্বই মেল ট্রেনে৷  গাংনাপুরের এক বৃদ্ধা মা এবং তার ছেলে৷ ১২৮১০ হাওড়া মুম্বই মেল ট্রেন দুর্ঘটনার সময় ট্রেনে ছিলেন নদিয়ার রানাঘাটের গাংনাপুরের বাসিন্দা উৎপল সরকার। মারণব্যাধি ক্যান্সার আক্রান্ত ৬৪ বছর বয়সের মায়ের চিকিৎসার জন্য মাকে নিয়ে এদিন সন্ধ্যায় হাওড়া থেকে বোম্বে মেলে চেপে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের উদ্দেশে বেরিয়েছিলেন পেশায় ইলেকট্রিক গাড়ি চালক উৎপল বাবু।

দুর্ঘটনার জেরে উৎপল বাবুর বৃদ্ধা মা জখম হন। এ প্রসঙ্গে আতঙ্কিত উৎপল সরকার জানান, সোমবার সন্ধ্যায় হাওড়া স্টেশন থেকে বৃদ্ধ মাকে নিয়ে মুম্বইয়ের উদ্দেএ রওনা দেন তিনি। মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চন্দ্রধরপুরের কাছে লাইনচ্যুত হয় ট্রেনের ১৮ টি বগি। ভোররাতে সকলেই ঘুমিয়ে থাকার কারণে সেভাবে কিছু অনুভব করতে না পারলেও বগিটি তীব্র ঝাকুনি দিয়ে থেমে যায়। সিট থেকে ছিটকে পড়ে গিয়ে মুখ মন্ডলে আঘাত পেয়ে জখম হন বৃদ্ধা মা। সামান্য আঘাত তাঁরও লাগে।

আরও পড়ুনMumbai Mail Accident: সিট ভেঙে আটকে যায় পা, উদ্ধারকারীর সাহায্য বেরিয়ে আসেন, এখনও আতঙ্ক তাড়া করছে মালদহের জখমদের

এরপর বাইরে বেরিয়ে এসে রেলের ব্যবস্থাপনায় প্রাথমিক চিকিৎসা করার পর বিশেষ ট্রেনে করে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। ট্রেন দুর্ঘটনার জেরে শেষ পাওয়া খবর পর্যন্ত দুজনের পাশাপাশি বহু যাত্রী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। যখমদের পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এনডিআরএফ সহ আরপিএস ও স্থানীয় পুলিশ প্রশাসন।

Mainak Debnath