স্কুল চত্বরে তৈরি হওয়া পুষ্টি বাগান

Kitchen Garden In School: পড়ুয়াদের পুষ্টি মেটাতে এবার স্কুলেই হবে ফল সবজির বাগান! বড় সিদ্ধান্ত স্কুলের

দক্ষিণ দিনাজপুর: জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল চত্বরে তৈরি হবে পুষ্টিবাগান। আর এই পুষ্টি বাগানকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পঁচিশটি স্কুলকে নির্বাচন করে একটি প্রশাসনিক বৈঠক করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মূলত মিড ডে মিলের ক্ষেত্রে এই পুষ্টিবাগান অনেকটাই সাহায্য করবে।

স্কুলের অধীনে থাকা নির্দিষ্ট পরিমাণ জায়গার কথাও বলা হয়েছে। যেখানে তাঁরা পুষ্টি বাগান তৈরি করতে পারবে। এই কাজে উদ্যান পালন দফতরও যুক্ত হয়েছে। এই বিষয়ে নালন্দা বিদ্যাপীঠের শিক্ষক জানান, মিড ডে মিলের খাবারের মধ্যে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য পুষ্টির যোগান দিতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। সিজিন্যাল সবজির পাশাপাশি কাঁঠাল, পেঁপে, সজনে, লেবু সহ অন্যান্য চাষবাস ইতিমধ্যেই শুরু করা হয়েছে।

আরও পড়ুন: জুতোর ভিতর ওগুলো কী? মহিলার কাজ দেখে অবাক বিএসএফ, দেখুন কী কাণ্ড!

এই দিন বালুরঘাট শহরের নালন্দা বিদ্যাপীঠ স্কুলে পুষ্টিবাগান তৈরির কাজ শুরু করেছে ইতিমধ্যেই। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে পুষ্টি বাগান তৈরি করা হচ্ছে। বাগানে উৎপাদিত সবজি দিয়েই মিড-ডে মিলে সবজি রান্না হচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী