চলছে পঠন উৎসব

Pathan Utsav 2024: ফলতায় পঠন উৎসবে হৃদপিণ্ডের অন্দরমহলে উঁকি স্কুল পড়ুয়াদের

ফলতা: অনেক ধরণের উৎসবের কথা শুনেছেন আপনি। কিন্তু পঠন উৎসবের কথা শুনেছেন কি, না শুনে থাকলেও পঠন উৎসব কিন্তু আয়োজিত হয়েছে ফলতা প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘ গরমের ছুটিতে বাচ্চাদের শিক্ষায় প্রভাব কতটা? তা খতিয়ে দেখতেই প্রায় প্রতি বছরই সরকারি প্রাথমিক ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে হয় পঠন উৎসব। ফলতা প্রাথমিক বিদ্যালয়এর এই উৎসবে আর ও চারটি বিদ্যালয় অংশগ্রহণ করেছিল। শিক্ষা আলোচনা সোস্যাইটি ও কার্ডিওলজিক্যাল সোস্যাইটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই পঠন উৎসব চলে। এখানে উপস্থিত ছিলেন ফলতার সমষ্টি উন্নয়ন আধিকারিক সানু বক্সি সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: গরু দৌড়ের প্রাচীন প্রথা মইছাড়া আজও চলে কুলতলিতে

কিন্তু কেন এই পঠন উৎসব, এ নিয়ে ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর জানিয়েছেন, “ছাত্র-ছাত্রীরা যাতে আনন্দ সহকারে পাঠগ্রহণ করে এবং ভয়ভীতি কাটে সেজন্যই এই পঠন উৎসবের আয়োজন করা হয়েছে।” এছাড়াও পঠনপাঠন সুষ্ঠভাবে করতে হলে সুস্বাস্থ্যের প্রয়োজন রয়েছে। ফলে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন রোগব্যাধি নিয়েও সচেতন করা হয়েছে। বিশেষ করে ফুসফুস ভাল রাখা ও কার্ডিওলজি নিয়ে শিশুদের প্রাথমিক জ্ঞান দেওয়া হয়েছে। মূলত প্রচলিত শিক্ষার বাইরে এসে ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক জ্ঞান কিভাবে বাড়ানো যায় সেই উদ্যেশেই রয়েছে এই পঠন উৎসবের। এমন কথা জানিয়েছেন উদ্যোক্তারা। এই পঠন উৎসব আগামীদিনে অন্যান্য স্কুলগুলিকে পথ দেখাবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক