সৌরভের কারখানার জমি-জট?

Sourav Ganguly: ১ টাকায় ৩৫০ একর জমি! সৌরভের কারখানা নিয়ে হাইকোর্টে মামলা! আবেদন প্রতারিত আমানতকারীদের

কলকাতা: আগে আমানতকারীদের টাকা, পড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানার জন্য জমি। আমানতকারীদের প্রাপ্য না মিটিয়ে কীভাবে ১ টাকায় ৩৫০ একর জমি দিল রাজ্য? প্রয়াগ চিটফান্ডের আমানতকারীদের জনস্বার্থ আবেদন কলকাতা হাইকোর্টে। সেই জনস্বার্থ আবেদন গেল বিশেষ ডিভিশন বেঞ্চে। যা চিটফান্ড সংক্রান্ত মামলার জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ, সেখানেই গেল আবেদন।

রাজ্যের বক্তব্য শুনে শুনানিতে সবুজসঙ্কেত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। জানা গিয়েছে, প্রয়াগ ফিল্মসিটির জন্য ৭৫০ একর জমি নেওয়া হয়েছিল। আমানতকারীদের ২৭০০ কোটি টাকা বিনিয়োগে রয়েছে প্রয়াগ ফিল্ম সিটি প্রকল্পে। প্রয়াগ চিটফান্ড থেকে টাকা ফেরত চেয়ে আমানতকারীদের মামলা বিচারাধীন।

আরও পড়ুন: অভিষেক-রুজিরার আবেদন মামলা সুপ্রিম কোর্টে, বড় প্রশ্ন তুলে দিলেন কপিল সিব্বল!

এই অবস্থায় প্রয়াগ সংস্থার সঙ্গে কথা না বলেই ১ টাকায় ৩৫০ একর জমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানা তৈরির জন্য দেওয়া হয় বলে অভিযোগ আমানতকারীদের। রাজ্যের এই জমি প্রদানের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেই হল মামলা। ইতিমধ্যে জমি প্রদান নিয়ে রাজ্যের রিপোর্ট চেয়েছে চিটফান্ড সংক্রান্ত মামলার বিশেষ ডিভিশন বেঞ্চ।