পাটের তৈরি পতাকা

Independence Day 2024: স্বাধীনতা দিবসে এবার ব্যাপক ট্রেন্ডিং পা‌টের তৈরি এই পতাকা! জেনে নিন দাম

উত্তর দিনাজপুর: হাতেগোনা আর কয়েকটা দিন, তারপরেই স্বাধীনতা দিবস। দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান,সরকারি বেসরকারি প্রায় সমস্ত প্রতিষ্ঠানে মহাসমারহে উদযাপিত হবে স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তারপর থেকেই এই বিশেষ দিন অতি উৎসাহের সঙ্গে পালন করে আসছে দেশবাসী।

যতই দিন গড়িয়েছে ততই এই দিন পালনে মানুষের যোগদান বেড়েছে। বর্তমানে দেশের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন হর ঘর তিরঙ্গা। এর পরে ব্যাপকভাবে চাহিদা বাড়ছে জাতীয় পতাকার। তবে এতদিন প্লাস্টিক,কাপড়,কিংবা বাঁশ দিয়ে তিরঙ্গা তৈরি করতে দেখা যেত। তবে বর্তমানে পাট দিয়েই তিরঙ্গা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন হেমতাবাদের বাসিন্দা সত্যেন্দ্রনাথ রায়।

আরও পড়ুন:আপনি কি পকেটিং রিলেশনশিপে রয়েছেন? কেমন হয় এই প্রেমের সম্পর্ক? আমি-আপনি সকলেই কিন্তু সাক্ষী

তাঁর হাতের তৈরি এই পতাকা বাড়িতে,গাড়িতে,অফিসে সব জায়গায় রাখতে পারবেন। বহুদিন টেকসই এই পতাকার দাম মাত্র ৩০ টাকা থেকে ৫০ টাকা। হেমতাবাদের বাসিন্দা সত্যেন্দ্রনাথ রায় জানান, বাজারে দেখতাম ছোট প্লাস্টিকের পতাকা বিক্রি হত। তারপর একদিন ভাবলাম জেলার ফসল পাট দিয়েই পতাকা তৈরির কথা। ব্যাস তারপর জমি থেকে পাট নিয়ে এসে সেই পাট দিয়েই পরিবেশ বান্ধব পতাকা তৈরি করলাম।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পিয়া গুপ্তা