জলমগ্ন এলাকা

South 24 Parganas News: জল থৈথৈ বারুইপুর! হাসপাতাল, রাজপথ থেকে গলিপথ বৃষ্টির জলছবি সর্বত্র এক

দক্ষিণ ২৪ পরগনা: সারাদিনের বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর। জল থৈথৈ করছে বারুইপুর হাসপাতাল চত্বরের ও। দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর বারুইপুর জয়নগর পৌরসভার একাধিক ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়ে। এমনকি বাদ পড়েনি বারুইপুর মহকুমার হাসপাতাল চত্বরও। রোগীর পরিবাররা অসুস্থ রোগীকে আনতে বেকায়দায় পড়ে।

তাছাড়া রাজপুর সোনারপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড ১৫ নাম্বার ওয়ার্ড ২ নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে রাস্তায় যাতায়াতের অসুবিধায় পড়ে সকলে। বারুইপুর পৌরসভায় মাদারহাট গ্রাম পঞ্চায়েতের দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ১৪ নম্বর একাধিক ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়ে। ‌তার পাশাপাশি কয়েক ঘন্টার বৃষ্টিতে জল মগ্ন জয়নগর মজিলপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড, সমস্যায় স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ।

১৫৪ বছরের প্রাচীন তৃণমূল পরিচালিত জয়নগর মজিলপুর পৌরসভা জল ‌যন্ত্রনায় ভুগছে। একটু ভারী বৃষ্টি হলে পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়। টানা বৃষ্টিতে পৌরসভার ১,২,৩,৪,৫, ৬,৭, ৮, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডের বেশির ভাগ রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এমনকি জলমগ্ন জয়নগর স্টেশন মোড়,সার্কাস মাঠ,হরিদাস দও রোড,বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য রোড,শিবনাথ শাস্ত্রী সরণি সহ একাধিক রাস্তা।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন জায়গায় ঘড়িতে কখনও ১২টা বাজে না? উত্তর জানলে চমকে যাবেন

জল জমে থাকায় হাঁটু সমান জল টেনে স্কুলে বা কোমর সমান জলে হেঁটেট্রেন ধরতে যেতে হচ্ছে স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষকে।মূলত পৌরসভার জলনিকাশি নালা দখল করে দোকান গজিয়ে ওঠায় ও সংস্কার না হওয়ায় এই জলমগ্ন অবস্থায় ভুগতে হচ্ছে এলাকার মানুষকে।

সুমন সাহা