Friendship Day 2024

Friendship Day 2024: ফ্রেন্ডশিপ! বিশ্ব বন্ধুত্ব দিবসে কী ভাবছে নতুন প্রজন্ম? বন্ধুত্বের নতুন সংজ্ঞা কী?

৪ অগাস্ট! আজ, রবিবার বিশ্ব বন্ধুত্ব দিবস। সময়টা এখন মুঠোফোনে বন্দী। এখন হাই-হ্যালো-বাই... এই তিনেই যেন সীমাবদ্ধ। মোড়ের মাথায় আর সন্ধে হলে আড্ডা চলে না...সোশ্যাল মিডিয়া মেসেজ চালাচালিতেই খোজ নেওয়া হয়ে যায়...! কোথায় আছিস, কী করছিস..সঙ্গে সামঞ্জস্য পূর্ণ কটা ইমোজি.. বর্তমানে বন্ধুত্বের মানে হয়তো এটাই..!! কিন্তু বিশ্ব বন্ধুত্ব দিবসের দিনে কী বলছে নতুন প্রজন্ম?
৪ অগাস্ট! আজ, রবিবার বিশ্ব বন্ধুত্ব দিবস। সময়টা এখন মুঠোফোনে বন্দী। এখন হাই-হ্যালো-বাই… এই তিনেই যেন সীমাবদ্ধ। মোড়ের মাথায় আর সন্ধে হলে আড্ডা চলে না…সোশ্যাল মিডিয়া মেসেজ চালাচালিতেই খোজ নেওয়া হয়ে যায়…! কোথায় আছিস, কী করছিস..সঙ্গে সামঞ্জস্য পূর্ণ কটা ইমোজি.. বর্তমানে বন্ধুত্বের মানে হয়তো এটাই..!! কিন্তু বিশ্ব বন্ধুত্ব দিবসের দিনে কী বলছে নতুন প্রজন্ম?
সমীর দাস বলেন, আগে বন্ধুত্ব মানে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো থেকে শুরু করে ফুটবল কিংবা বিভিন্ন খেলাধুলো করা, মোড়ের মাথায় আড্ডা আর এর ওর খাবার কেড়ে খাওয়া। কারওর বিপদে ছুট্টে চলে যাওয়া। হাজার ঝগড়ার পরেও পাশে থেকে যাওয়া। আগে এটাই ছিল বন্ধুত্ব। কিন্তু এখন হয়তো ক্লাসরুমে পাশের জায়গাটা রাখা মানেই বন্ধুত্ব বজায় রাখা!
সমীর দাস বলেন, আগে বন্ধুত্ব মানে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো থেকে শুরু করে ফুটবল কিংবা বিভিন্ন খেলাধুলো করা, মোড়ের মাথায় আড্ডা আর এর ওর খাবার কেড়ে খাওয়া। কারওর বিপদে ছুট্টে চলে যাওয়া। হাজার ঝগড়ার পরেও পাশে থেকে যাওয়া। আগে এটাই ছিল বন্ধুত্ব। কিন্তু এখন হয়তো ক্লাসরুমে পাশের জায়গাটা রাখা মানেই বন্ধুত্ব বজায় রাখা!
সময় বদলেছে। বদলেছে বন্ধুত্বের সংজ্ঞা। বয়স ৪৫ এর রিমা রায় জানান, আমাদের সময় বন্ধু মানেই একটু হিংসুটে ভাব... পড়াশোনার বিষয়ে কে কার থেকে নম্বর বেশি পেতে পারে সেই নিয়ে মিষ্টি প্রতিযোগিতা।
সময় বদলেছে। বদলেছে বন্ধুত্বের সংজ্ঞা। বয়স ৪৫ এর রিমা রায় জানান, আমাদের সময় বন্ধু মানেই একটু হিংসুটে ভাব… পড়াশোনার বিষয়ে কে কার থেকে নম্বর বেশি পেতে পারে সেই নিয়ে মিষ্টি প্রতিযোগিতা।
আন্তর্জাতিক বন্ধু দিবস ৩০ জুলাই পালন করা হলেও ভারতে কিন্তু সেই দিন বন্ধু দিবস পালন করা হয় না। ভারতে প্রতি বছর অগাস্ট মাসের প্রথম রবিবার পালন করা হয় বন্ধু দিবস। চলতি বছর ৪ অগাস্ট বন্ধু দিবস পালন করা হবে।
আন্তর্জাতিক বন্ধু দিবস ৩০ জুলাই পালন করা হলেও ভারতে কিন্তু সেই দিন বন্ধু দিবস পালন করা হয় না। ভারতে প্রতি বছর অগাস্ট মাসের প্রথম রবিবার পালন করা হয় বন্ধু দিবস। চলতি বছর ৪ অগাস্ট বন্ধু দিবস পালন করা হবে।
একজন বন্ধু সর্বদা আপনার পাশে দাঁড়াবে প্রতিটি অসুবিধায় সঠিক বা ভুল বিবেচনা না করে। এই বিস্ময়কর বন্ধনটি উদযাপন করতে এবং একসঙ্গে কাটানো সময়কে লালন করার জন্য অপেক্ষায় থাকত। আজ বিশ্ব বন্ধুত্ব দিবস শুধু বন্ধুত্ব দিবসের বন্ধুকে একটা মেসেজ দিয়েই সব শেষ।
একজন বন্ধু সর্বদা আপনার পাশে দাঁড়াবে প্রতিটি অসুবিধায় সঠিক বা ভুল বিবেচনা না করে। এই বিস্ময়কর বন্ধনটি উদযাপন করতে এবং একসঙ্গে কাটানো সময়কে লালন করার জন্য অপেক্ষায় থাকত। আজ বিশ্ব বন্ধুত্ব দিবস শুধু বন্ধুত্ব দিবসের বন্ধুকে একটা মেসেজ দিয়েই সব শেষ।
ছোট থেকেই আড়ি-ভাব, দুষ্টু মিষ্টি মজা করার মাধ্যমে আমরা যে মানুষটির সঙ্গে বেড়ে উঠি.. সেই হল বন্ধু। শুধু সুসময় নয় দুঃসময় যে পাশে থাকবে সেই প্রকৃত বন্ধু। স্কুলে বা কলেজে পাশাপাশি বসে একসঙ্গে জীবনের নানান স্বপ্ন দেখা, একসঙ্গে পথ চলা, পরিবারের বাইরেও যে মানুষটি সব সময় পাশে থেকেছে, সেই তো আসল বন্ধু।
ছোট থেকেই আড়ি-ভাব, দুষ্টু মিষ্টি মজা করার মাধ্যমে আমরা যে মানুষটির সঙ্গে বেড়ে উঠি.. সেই হল বন্ধু। শুধু সুসময় নয় দুঃসময় যে পাশে থাকবে সেই প্রকৃত বন্ধু। স্কুলে বা কলেজে পাশাপাশি বসে একসঙ্গে জীবনের নানান স্বপ্ন দেখা, একসঙ্গে পথ চলা, পরিবারের বাইরেও যে মানুষটি সব সময় পাশে থেকেছে, সেই তো আসল বন্ধু।