পদত্যাগ করলেন অখিল গিরি

Akhil Giri Resigns: মহিলা রেঞ্জারকে হুমকি! মমতার নির্দেশে কারামন্ত্রিত্ব থেকে পদত্যাগ অখিল গিরির

কলকাতা: মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় দলের নির্দেশে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন অখিল গিরি। পদত্যাগপত্র লিখে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। সোমবার লিখিত ভাবে তা জমা দেবেন। রবিবার সকালে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী টেলিফোনে কারামন্ত্রী অখিলকে জানিয়ে দেন, যে মহিলাকে তিনি অপমান করেছিলেন, তাঁর কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে।

পদত্যাগ করে অখিল গিরি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘দলের নির্দেশ মেনে নিয়েছি,পদত্যাগ করছি মন্ত্রিত্ব থেকে। আগামিকাল কলকাতায় গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসব। সুব্রত বক্সী বলেছেন মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখে, পদত্যাগ করতে বলেছেন। আমি পদত্যাগ করে সাধারণ মানুষের পাশে থাকব। আমি বিধায়ক থাকব, আমি জনপ্রতিনিধি হিসেবে লড়াই করব। ২.৪৫-এ সুব্রত বক্সী নিজে ফোন করে আমাকে পদত্যাগ করতে বলেছেন। আমি লিখে ফেলেছি, পাঠানো হয়নি পাঠিয়ে দেব। কালকে হার্ড কপি পাঠাব। আমি কোনও ভাবে মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে অনুতপ্ত না।’

আরও পড়ুন: খিদে পেলেই বিস্কুট খান? এর ফলে শরীরে কী হচ্ছে জানেন? বিশেষজ্ঞের চমকে দেওয়া মতামত

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে বন দফতরের জায়গায় দোকান বসানো কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। মহিলা রেঞ্জ অফিসারকে কটূ কথা বলে রাজ্য রাজনীতির চর্চায় উঠে এসেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। একের পর এক হুমকি দেওয়ার পর অবশেষে অনুতপ্ত মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। রবিবার তিনি জানান, “আমি রাগান্বিত হয়ে উত্তেজিত ভাবে যে কথা বলেছি সেটা অনুচিত। একজন আধিকারিককে যে কথা বলেছি সেটা আমার উচিত হয়নি। তবে এই পরিস্থিতি আমি যদি না হাতে নিতাম তাহলে অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে।”

আরও পড়ুন: ১৪ দিন চিনি না খেলে শরীরে কী হয় জানেন? বিশেষজ্ঞের টিপস শুনলে চমকে যাবেন!

তিনি আরও বলেন, “আমি একজন মন্ত্রী হিসেবে আধিকারিককে এমন কথা বলে পরে দুঃখ পেয়েছি। আমি এই ধরনের কথা বলার জন্য অনুতপ্ত কিন্তু আমি মনে করি ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমার উচিত ছিল।” শনিবার তাজপুরের গোটা ঘটনা রাজ্য রাজনীতির চর্চার মূল কেন্দ্র হওয়ার পর রবিবার সকাল থেকে কার্যত থমথমে তাজপুরের ওই এলাকা। তবে বন দফতরের তরফ থেকে রাতভর ওই এলাকায় পাহারা দেওয়া হয়েছে।

সুজিত ভৌমিক