ফের মৃত্যুমিছিল বাংলাদেশে! বন্ধ মোবাইল ইন্টারনেট! জারি হচ্ছে কারফিউ, পদত্যাগ করবেন হাসিনা?

Bangladesh News: ফের মৃত্যুমিছিল বাংলাদেশে! বন্ধ মোবাইল ইন্টারনেট! জারি হচ্ছে কারফিউ, পদত্যাগ করবেন হাসিনা?

ঢাকা: বাংলাদেশে আজ, রবিবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। রাজধানী ঢাকা ছাড়াও সমস্ত বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে সরকারের পদত্যাগের এক দফা দাবি জানানো হয়েছে। অসহযোগ কর্মসূচি শুরু হয়েছে আজ, রবিবার থেকে।

এদিকে দেশজুড়ে একাধিক জায়গায় সংঘর্ষ চলছে। এই কর্মসূচিতে এখন পর্যন্ত মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ৩ জন, পাবনায় ২ জন, কুমিল্লায় ১ জন, ভোলায় ৩ জন ও রংপুরে ৩ জন… মোট ২৮ জন নিহত হয়েছেন। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি অনেকে।

আরও পড়ুন: যে কোনও ডাল খাচ্ছেন? ভয়ঙ্কর ক্ষতি হতে পারে! মুগ নাকি মুসুর… কোনটি স্বাস্থ্যকর? বলছেন চিকিৎসক

আন্দোলনের শুরুর দিকে ইন্টারনেট পরিষেবা হয়ে গিয়েছিল। পরবর্তীতে ফিরে এলেও আজ আবার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। আজ, রবিবার বেলা ১টার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হয়।

আজ দুপুর ১২টার দিকে মোবাইল অপারেটরদের ফোর-জি ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ফলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। কেবল টু-জির মাধ্যমে কথা বলা যাবে। ওই নির্দেশের এক ঘণ্টা পর দুপুর ১টার দিকে আইআইজি প্রতিষ্ঠানগুলোকে মেটার ক্যাশ সার্ভার বন্ধের জন্য নির্দেশ দেওয়া হয়। নির্দেশ যদিও লিখিতভাবে আসেনি। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট এখনো সচল রয়েছে।