Bangla News |ডুয়ার্সের নদীতে এ কোন ঘাতক মাছ! ভয়ঙ্কর এই প্রাণী প্রায়ই দেখা যাচ্ছে, আতঙ্ক এলাকায়

আলিপুরদুয়ার: নদীতে এই মাছের দেখা মিললেই জানান মৎস দফতরে। নদীর বাস্তু তন্ত্র বিঘ্নিত করতে এই মাছ একাই একশো। ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার হান্টা পাড়ার এক নদীতে দেখা গিয়েছে এই মাছ। যা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমী থেকে শুরু করে গবেষকরা। এই মাছের নাম সাকার মাউথ ক্যাটফিশ।

শুধু হান্টা পাড়া নয়, পরিবেশ প্রেমীদের মতে তোর্ষা নদীতেও দেখা গিয়েছে এই মাছ। বেশিরভাগ মানুষ এই মাছকে ক্রোকোডাইল ফিশ নামেই চেনেন। তবে এর অফিশিয়াল নাম সাকার মাউথ ক্যাটফিশ। বৈজ্ঞানিক নাম হিপোসটোমাস প্লেকোসটোমাস।