মুখ্যমন্ত্রীর আবেদনকে স্বাগত বঙ্গ বিজেপির

বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রীর আবেদনকে স্বাগত বঙ্গ বিজেপির, কী বললেন শমীক ভট্টাচার্য?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনকে সমর্থন করল রাজ্য বিজেপি। বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া বঙ্গ বিজেপির। সোমবার বিধানসভা থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সমাজ মাধ্যমে কেউ কোনও পোস্ট করবেন না।’’

আরও পড়ুন– ‘বাংলাদেশ নিয়ে কেউ কোনও মন্তব্য করবেন না, যা বলার ভারত সরকার বলবে’: মুখ্যমন্ত্রী

কেউ কোনও প্ররোচনায় পা যাতে না দেন সে বিষয়েও সকলের কাছে রীতিমত হাতজোড় করে আবেদন করেন মুখ্যমন্ত্রী। ‌নিজের দলের সর্বস্তরের নেতা কর্মীরাও যাতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষ করে সমাজমাধ্যমে কেউ কোনও ধরনের পোস্ট যাতে না করেন সে ব্যাপারেও সতর্ক বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছিলেন, ‘‘বিজেপির কেউ কেউ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পোস্ট করছেন। আপনারা এমন কোনও মন্তব্য করবেন না যাতে হিংসা ও প্ররোচনার সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন। বিজেপির অনেকেই পোস্ট করছেন। শান্তি রক্ষার স্বার্থে আমি মনে করি এটা উচিত নয়।’’

আরও পড়ুন– প্যারিস অলিম্পিক্সে ইতিহাস অবিনাশ সাবলের ! ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে উঠলেন ভারতীয় অ্যাথলিট

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এখন সমালোচনা করার সময় নয়। মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন সেই আবেদনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরাও বলছি কেউ বাংলাদেশ ইস্যুতে কোনও ধরনের পোস্ট করবেন না। মুখ্যমন্ত্রী তো আমাদের সবার মুখ্যমন্ত্রী, উনি তো আর শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নন। উনি ভোটে লড়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু ভোটে জিতে যাওয়ার পর উনি তো বিজেপি কর্মীদের কাছেও মুখ্যমন্ত্রী।’’

শমীক ভট্টাচার্য এও বলেন, ‘‘বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের কড়া নজরদারি রয়েছে। আমরা বিজেপি পরিবারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই আবেদন রাখব যে কেউ বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে কোনও রকম পোস্ট কিংবা ভিডিও শেয়ার করার আগে ভাবনা চিন্তা করুন। বাংলাদেশের পরিস্থিতি সংক্রান্ত বিষয় তুলে ধরার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে বর্তমানে নিজেদেরকে বিরত রাখুন। কোনও রকম বিভ্রান্তি ছড়াবেন না। বর্তমান সময়ে প্রচুর ফেক ভিডিও সামনে আসবে সেগুলোকেও শেয়ার করবেন না। পশ্চিমবঙ্গেও যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির পরিবেশ বজায় থাকে সেটাই এখন কাম্য।’’