শরীরের কোন অংশ কখনও আগুনে জ্বলে না? শরীরের হাড় আগুনে পোড়ে না। হাড় পোড়ার জন্য, ১২৯২ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ একটি অত্যন্ত উচ্চ তাপমাত্রা প্রয়োজন। তবে এই এই তাপমাত্রায়, যে ক্যালসিয়াম ফসফেট থেকে হাড় তৈরি হয় তা সম্পূর্ণ ছাইতে পরিণত হবে না।

Fire Accident: বিধ্বংসী আগুন উল্টোডাঙার কারখানায়! ঘটনাস্থলে দমকলের ৪ ইঞ্জিন, থমথমে গোটা এলাকা

উল্টোডাঙাঃ উল্টোডাঙার ক্যানাল সার্কুলার রোডের একটি গুদামে আগুন। ৫:২৫ নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। দু’ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে দমকল। এখনও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং সাদা ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে। আশেপাশে ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ার কারণে আগুন যেন ছড়িয়ে না পড়ে চারদিক সেই দিকেই নজর দমকলকর্মীদের। ফায়ার এরেস্ট করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা।

মঙ্গলবার ভোরে উল্টোডাঙায় ইস্ট ক্যানেল সার্কুলার রোডে প্লাইয়ের কারখানায় আগুন লাগে। সেখান থকে পাশের গেঞ্জির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে পাশের কারখানার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। মূল যে কারখানায় আগুন লেগেছে, তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী।

টিনের ছাউনি সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আশেপাশের বাড়িগুলি ফাঁকা করা হয়েছে তড়িঘড়ি। পাশের কারখানা গেটের তালা ভেঙে সেখানে ঢুকে থেকে জল দেওয়ার চেষ্টা করছে দমকল। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি।