বিরিকের রাস্তা তলিয়ে গিয়েছে

North Bengal Landslide: ধস-টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ফের বিরিকদাড়ায় হুড়মুড়িয়ে ভাঙল জাতীয় সড়ক, পর্যটকরা পৌঁছতে পারবেন?

*ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার সকালে বিরিকদাড়ায় রাস্তার বড় একটা অংশ ভেঙে পড়ে ভূমিধসে।
*ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার সকালে বিরিকদাড়ায় রাস্তার বড় একটা অংশ ভেঙে পড়ে ভূমিধসে।
*বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল। বিপাকে পড়তে হয় এই পথে চলাচলকারীদের। পুলিশের তরফে সমস্ত গাড়িকে গরুবাথান, লাভা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
*বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল। বিপাকে পড়তে হয় এই পথে চলাচলকারীদের। পুলিশের তরফে সমস্ত গাড়িকে গরুবাথান, লাভা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
*যেভাবে রাস্তার ভাঙন ধরেছে, তাতে মেরামতি বা নতুনভাবে রাস্তা তৈরি কবে হবে, তা অনিশ্চিত। অর্থাৎ দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি ঘটার সম্ভাবনা কম।
*যেভাবে রাস্তার ভাঙন ধরেছে, তাতে মেরামতি বা নতুনভাবে রাস্তা তৈরি কবে হবে, তা অনিশ্চিত। অর্থাৎ দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি ঘটার সম্ভাবনা কম।
*প্রসঙ্গত, কিছু বিধিনিষেধ জারি করে চারদিন আগেই রাস্তাটি খুলে দেওয়া হয়েছিল ১০ নম্বর জাতীয় সড়কে। তারপরই ফের এই ঘটনা।
*প্রসঙ্গত, কিছু বিধিনিষেধ জারি করে চারদিন আগেই রাস্তাটি খুলে দেওয়া হয়েছিল ১০ নম্বর জাতীয় সড়কে। তারপরই ফের এই ঘটনা।
*লাগাতার বৃষ্টির জেরে এমন বিপত্তি বলে প্রশাসনিক কর্তাদের বক্তব্য। তারা জানান, অতিদ্রুত রাস্তা মেরামতের চেষ্টা করা হবে।
*লাগাতার বৃষ্টির জেরে এমন বিপত্তি বলে প্রশাসনিক কর্তাদের বক্তব্য। তারা জানান, অতিদ্রুত রাস্তা মেরামতের চেষ্টা করা হবে।