ফুঁসছে তিস্তা

Teesta River situation: ফুঁসছে তিস্তা, বন্যার আশঙ্কায় এলাকাবাসীরা! জারি করা হল লাল সতর্কতা

জলপাইগুড়ি: উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এখনও চলছে ভারী বৃষ্টিপাত। যার ফলে আবার চিন্তায় পড়ছেন বাসিন্দারা। ভারী বৃষ্টিপাতের জেরে জল বাড়ছে একাধিক বাঁধে। ফলে পরিস্থিতি সামাল দিতে বাঁধগুলি থেকে জল ছাড়তে হচ্ছে।

শনিবার জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। এদিন সকাল ছ’টায় জল ছাড়ার পরিমাণ ছিল ১৪৫৫.৩২ কিউসেক। দফায় দফায় জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে অসুরক্ষিত এলাকাগুলিতে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে বড় দাবি অভিষেকের, কী বললেন তৃণমূল সাংসদ?

পাশাপাশি তিস্তার দোমহনীতে অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এমনই জানা গিয়েছে জলপাইগুড়ি সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সমস্ত দাবি দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর, কী কী পদক্ষেপ?

শনিবার সকাল থেকে জলপাইগুড়ি জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কয়েক দিনের গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে এই বৃষ্টি।