চিকিৎসককে হুমকির অভিযোগ।

Civic volunteers threatened lady doctor: ‘আরজি করে কী হয়েছে জানেন তো?’ হাসপাতালে ঢুকে মহিলা ডাক্তারকে হুমকির অভিযোগ, ধৃত সিভিক ভলান্টিয়ার

পূর্ব বর্ধমান: আরজি কর কাণ্ডের ছায়া না কাটতেই ভাতার থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

শনিবার রাত ২ টো ১৫ নাগাদ ভাতার থানার এক সিভিক ভলেন্টিয়ার ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যায়। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম নাম সুশান্ত  রায়, বাড়ি ভাতারের বড়বেলুন গ্রামে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে বড় দাবি অভিষেকের, কী বললেন তৃণমূল সাংসদ?

মহিলা চিকিৎসকের অভিযোগ,ওই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় চিকিৎসা করাতে আসে তাঁর কাছে। মহিলা চিকিৎসকের আরও অভিযোগ,  তিনি সিভিক ভলেন্টিয়ারকে চিকিৎসা করার সমস্ত রকম ব্যবস্থা করেন কিন্তু হঠাৎ করে ওই সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দেয় এবং প্রচণ্ড চিৎকার করতে থাকে।  তাঁকে বলা হয় গতকাল আরজি করে কী হয়েছে জানেন তো? এরপর ওই মহিলা চিকিৎসক ভীত হয়ে আরও অন্যান্য সিভিক ভলেন্টিয়ারকে ডাকেন।

এই ঘটনার প্রতিবাদে শনিবার ভাতার স্টেট জেনারেল  হাসপাতালের সমস্ত নার্স এবং চিকিৎসকেরা ভাতার থানায় ডেপুটেশন দেন। তাঁদের দাবি  অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারকে শাস্তি দিতে হবে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সমস্ত দাবি দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর, কী কী পদক্ষেপ?

খবর পেয়ে হাসপাতালে যান জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। তিনি বলেন, “ভাতার থানার এক সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় আমাদের এক মহিলা চিকিৎসককে আরজি করের মতো ঘটনা ঘটানোর হুমকি দিয়েছে। অবিলম্বে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে”। লিখিত অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেই সময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন শিশু বিশেষজ্ঞ এক মহিলা চিকিৎসক। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি তখন আহতদের চিকিৎসা করছিলাম। প্রায় ২-১৫ নাগাদ সুশান্ত রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ার এসে আমায় বলে যে তার পেটে ব্যথা এবং মাথা ঘুরছে। সেই অনুযায়ী আমি তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। তবুও সে আমার সাথে চুড়ান্ত দুর্ব্যবহার করতে থাকে। আমাকে হুমকি দিয়ে বলেন আরজি করে কি হয়েছে জানেন তো?”