গাছের পরিচর্যায় দুই পড়ুয়া

Independence Day 2024: গাছ লাগানোই নেশা! বড় সম্মান দুই পড়ুয়ার! ডাক পেলেন দিল্লিতে

মালদহ: বৃক্ষরোপণ করেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার সুযোগ করে নিল মালদহ কলেজের দুই পড়ুয়া। এমন সুযোগ পেয়ে খুশি মালদহ কলেজের এনএসএস স্বেচ্ছাসেবক দুই ছাত্র। কলেজ পড়ুয়া মহম্মদ আমান আলী বলে, কোনওদিন ভাবিনি এমন সুযোগ মিলবে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় উপস্থিত থাকতে পারব ভেবে খুবই আনন্দিত লাগছে।

তিনি বলেন পড়াশোনার পাশাপাশি কলেজে এনএসএস স্বেচ্ছাসেবক হিসাবে একাধিক সমাজসেবামূলক কাজ করছি। বৃক্ষরোপণ করে এই সুযোগ পেয়েছি। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের যুব দফতর পক্ষ থেকে প্রতিটি কলেজ ক্যাম্পাসে ৭৫টি করে গাছ লাগানোর অনুরোধ জানানো হয়েছিল। মালদহ কলেজের এনএসএস কলেজ ক্যাম্পাসে ৭৫টি ত্রিফলা গাছ লাগিয়েছিল। ২৫ টি করে মোট তিন প্রজাতির ৭৫ টি গাছ রোপণ করেছিল তারা সেই সময়।

আরও পড়ুন: রেলে চাকরির স্বপ্নপূরণের সুযোগ, বেতন মাসিক ৪৫ হাজার! কারা যোগ্য? আবেদন করুন

শুধুমাত্র বৃক্ষরোপন নয় পাশাপাশি গাছগুলির সঠিক পরিচর্যা করা হয়। কলেজ ক্যাম্পাসের সেই গাছগুলি ধীরে ধীরে বড় হচ্ছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ করছে কলেজের এনএসএস স্বেচ্ছাসেবক পড়ুয়ারা। ত্রিফলা গাছ লাগিয়ে ও তার সঠিক পরিচর্যা করার সুবাদে মালদহ কলেজের দুই পড়ুয়া মহম্মদ আমান আলী ও সুপর্ণা মন্ডল লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ