Home Care: আয়না ঝাপসা? নাছোড়বান্দা দাগ? পুজোর আগে এই সহজ-ঘরোয়া উপায়ে বাড়ির সব আয়না করুন ঝকঝকে

 জলের বিন্দু শুকিয়ে গিয়ে হোক কিংবা টিপের আঠা লেগে হোক... আয়না ঝাপসা-নোংরা হবেই হবে। বিশেষ করে শৌচাগারে রাখা বেসিনের উপর আয়নাটি গরম জলের বাষ্পে আর-ও দ্রুত ঝাপসা হয়ে যায়। আয়না পরিষ্কার করতে অনেকেই দামি লিক্যুইড ব্যবহার করেন, কিন্তু তবুও আয়নার দাগ ওঠে না। কাজেই পুজোর আগে এই সহজ ঘরোয়া উপায়ে বাড়ির সব আয়না করে তুলুন ঝকঝকে
জলের বিন্দু শুকিয়ে গিয়ে হোক কিংবা টিপের আঠা লেগে হোক… আয়না ঝাপসা-নোংরা হবেই হবে। বিশেষ করে শৌচাগারে রাখা বেসিনের উপর আয়নাটি গরম জলের বাষ্পে আর-ও দ্রুত ঝাপসা হয়ে যায়। আয়না পরিষ্কার করতে অনেকেই দামি লিক্যুইড ব্যবহার করেন, কিন্তু তবুও আয়নার দাগ ওঠে না। কাজেই পুজোর আগে এই সহজ ঘরোয়া উপায়ে বাড়ির সব আয়না করে তুলুন ঝকঝকে।
বেকিং সোডা দিয়ে খুব সহজেই আয়নার দাগ দূর করা যায়। বেকিং সোডা একটি স্ক্রাবারে নিয়ে আয়নায় ঘষতে হবে প্রথমে। পরে জলে ভেজানো তোয়ালে দিয়ে মুছলেই দূর হবে দাগ।
বেকিং সোডা দিয়ে খুব সহজেই আয়নার দাগ দূর করা যায়। বেকিং সোডা একটি স্ক্রাবারে নিয়ে আয়নায় ঘষতে হবে প্রথমে। পরে জলে ভেজানো তোয়ালে দিয়ে মুছলেই দূর হবে দাগ।
সাধারণ জলের থেকে ডিস্টিল্ড ওয়াটারে আয়না বেশি পরিষ্কার হয়। একটি তোয়ালেতে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভাল করে মুছে নিলে আয়না হবে ঝকঝকে।
সাধারণ জলের থেকে ডিস্টিল্ড ওয়াটারে আয়না বেশি পরিষ্কার হয়। একটি তোয়ালেতে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভাল করে মুছে নিলে আয়না হবে ঝকঝকে।
একটি বোতলে এক কাপ ভিনিগারের সঙ্গে এক কাপ জল মিশিয়ে ভাল করে আয়নার উপর স্প্রে করুন। কিছুক্ষণ পর ভেজানো তোয়ালে দিয়ে আয়না মুছে ফেললে আয়না হবে পরিষ্কার।
একটি বোতলে এক কাপ ভিনিগারের সঙ্গে এক কাপ জল মিশিয়ে ভাল করে আয়নার উপর স্প্রে করুন। কিছুক্ষণ পর ভেজানো তোয়ালে দিয়ে আয়না মুছে ফেললে আয়না হবে পরিষ্কার।
বাথরুমের আয়নায় শেভিং ফোম লাগিয়ে কিছুক্ষণ পর নরম কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন জলের সব দাগ উঠে যাবে। তবে বেশিক্ষণ আয়নার উপর ফোম লাগিয়ে রাখবেন না।
বাথরুমের আয়নায় শেভিং ফোম লাগিয়ে কিছুক্ষণ পর নরম কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন জলের সব দাগ উঠে যাবে। তবে বেশিক্ষণ আয়নার উপর ফোম লাগিয়ে রাখবেন না।
সবথেকে সস্তায় আপনার ঘরের আয়না পরিষ্কার করবে সংবাদপত্র। জলে ভেজানো সংবাদপত্র দিয়ে আয়না ঘষে নিন, আয়না ঝকঝক করে উঠবে।
সবথেকে সস্তায় আপনার ঘরের আয়না পরিষ্কার করবে সংবাদপত্র। জলে ভেজানো সংবাদপত্র দিয়ে আয়না ঘষে নিন, আয়না ঝকঝক করে উঠবে।