Niramish Biriyani: পিঁয়াজ রসুনের ছোঁয়া নেই! ইসকন মন্দিরের রানাদার বিরিয়ানিতে বিরাট ট্যুইস্ট! দেখুন

ইসকন মন্দিরে সারা বছর ধরেই পর্যটকের ভিড় লেগে থাকে। আর এবার মায়াপুর ইসকন মন্দিরের এক কিলোমিটারের মধ্যেই পাওয়া যাচ্ছে বিরিয়ানি! তবে এই বিরিয়ানি সম্পূর্ণই নিরামিষ ! (Mainak Debnath) 
ইসকন মন্দিরে সারা বছর ধরেই পর্যটকের ভিড় লেগে থাকে। আর এবার মায়াপুর ইসকন মন্দিরের এক কিলোমিটারের মধ্যেই পাওয়া যাচ্ছে বিরিয়ানি! তবে এই বিরিয়ানি সম্পূর্ণই নিরামিষ ! (Mainak Debnath)
মায়াপুর ইসকন মন্দির বেড়াতে এসে অনেকেই ভাল-মন্দ খাবারের খোঁজ করে থাকেন। তাদের জন্যই এই বিরিয়ানির দোকান এক আদর্শ জায়গা। ইসকন মন্দিরেরই এক ভক্ত রত্নময় গোবিন্দ দাস যিনি রানাদা নামে এখন পরিচিত। আর এই রানাদার নিরামিষ বিরিয়ানি ও সোয়া চাপ ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে।
মায়াপুর ইসকন মন্দির বেড়াতে এসে অনেকেই ভাল-মন্দ খাবারের খোঁজ করে থাকেন। তাদের জন্যই এই বিরিয়ানির দোকান এক আদর্শ জায়গা। ইসকন মন্দিরেরই এক ভক্ত রত্নময় গোবিন্দ দাস যিনি রানাদা নামে এখন পরিচিত। আর এই রানাদার নিরামিষ বিরিয়ানি ও সোয়া চাপ ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে।
সোশ্যাল মাধ্যমে তার ভিডিও দেখে বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন শুধুমাত্র রানাদার বিরিয়ানি একবার চেখে দেখতে। সম্পূর্ণ নিরামিষ উপাদান দিয়ে তৈরি এই বিরিয়ানি স্বাদে এবং গন্ধে অতুলনীয় বলে জানান বিরিয়ানি খেতে আসা একাধিক পর্যটক। (প্রতীকী ছবি)
সোশ্যাল মাধ্যমে তার ভিডিও দেখে বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন শুধুমাত্র রানাদার বিরিয়ানি একবার চেখে দেখতে। সম্পূর্ণ নিরামিষ উপাদান দিয়ে তৈরি এই বিরিয়ানি স্বাদে এবং গন্ধে অতুলনীয় বলে জানান বিরিয়ানি খেতে আসা একাধিক পর্যটক। (প্রতীকী ছবি)
বেলা বাড়তে বাড়তেই বিরিয়ানির হারি শেষের পথে। হাড়ি কেটে একের পর এক থালায় করে বিরিয়ানি চলে যাচ্ছে টেবিলে। আবার কেউবা এসে নিয়ে যাচ্ছে একের পর এক পার্সেল। শুধু বিরিয়ানি নয় বিরিয়ানির সঙ্গে তিনি তৈরি করেন সোয়া চাপ। (প্রতীকী ছবি)
বেলা বাড়তে বাড়তেই বিরিয়ানির হাড়ি শেষের পথে। হাড়ি কেটে একের পর এক থালায় করে বিরিয়ানি চলে যাচ্ছে টেবিলে। আবার কেউবা এসে নিয়ে যাচ্ছে একের পর এক পার্সেল। শুধু বিরিয়ানি নয় বিরিয়ানির সঙ্গে তিনি তৈরি করেন সোয়া চাপ। (প্রতীকী ছবি)
সোশ্যাল মাধ্যমে জনপ্রিয়তার পর ইতিমধ্যেই একাধিক মানুষেরা এসে তার বিরিয়ানি খাওয়ার পাশাপাশি তোলেন তার সঙ্গে সেলফিও। জীবনের কঠিন সময় রুখে দাঁড়িয়ে পুনরায় নতুন করে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় তার জ্বলন্ত উদাহরণ রত্নময় গোবিন্দ দাস ওরফে সকলের প্রিয় রানাদা। (প্রতীকী ছবি)
সোশ্যাল মাধ্যমে জনপ্রিয়তার পর ইতিমধ্যেই একাধিক মানুষেরা এসে তার বিরিয়ানি খাওয়ার পাশাপাশি তোলেন তার সঙ্গে সেলফিও। জীবনের কঠিন সময় রুখে দাঁড়িয়ে পুনরায় নতুন করে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় তার জ্বলন্ত উদাহরণ রত্নময় গোবিন্দ দাস ওরফে সকলের প্রিয় রানাদা। (প্রতীকী ছবি)