Tag Archives: Iskcon Temple

Radha Asthami at ISKCON: অভিষেক থেকে আরতি, রীতি মেনে ইসকনে পালিত রাধাষ্টমী! রাধারানির জন্মতিথিতে মায়াপুরে অগণিত ভক্ত সমাগম

রাধাষ্টমী উপলক্ষে জমজমাট নদিয়ার মায়াপুর ইসকন মন্দির সকাল থেকেই হাজার হাজার ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড়। স্থানীয়দের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন বিদেশী ভক্তরাও। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
রাধাষ্টমী উপলক্ষে জমজমাট নদিয়ার মায়াপুর ইসকন মন্দির সকাল থেকেই হাজার হাজার ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড়। স্থানীয়দের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন বিদেশী ভক্তরাও।
ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নদিয়ার মায়াপুর ইসকনে পালিত হচ্ছে রাধাষ্টমী উৎসব। রাধাষ্টমী উপলক্ষে বহুদুর থেকে ভক্তবৃন্দরা ভিড় জমিয়েছেন মায়াপুর ইসকন মন্দিরে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নদিয়ার মায়াপুর ইসকনে পালিত হচ্ছে রাধাষ্টমী উৎসব। রাধাষ্টমী উপলক্ষে বহুদুর থেকে ভক্তবৃন্দরা ভিড় জমিয়েছেন মায়াপুর ইসকন মন্দিরে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি।
অন্যদিকে সকাল থেকে চলছে হরিনাম সংকীর্তন, যেখানে মাতোয়ারা হাজার হাজার ভক্তবৃন্দ থেকে শুরু করে বিদেশী ভক্তরাও।
অন্যদিকে সকাল থেকে চলছে হরিনাম সংকীর্তন, যেখানে মাতোয়ারা হাজার হাজার ভক্তবৃন্দ থেকে শুরু করে বিদেশী ভক্তরাও।
সকালে চিরাচরিত নিয়ম মেনে অভিষেক করা হয় রাধা কৃষ্ণের মূর্তিকে, এরপর আরতি করা হয়। সেখানেও হাজার হাজার ভক্তবিন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সকালে চিরাচরিত নিয়ম মেনে অভিষেক করা হয় রাধা কৃষ্ণের মূর্তিকে, এরপর আরতি করা হয়। সেখানেও হাজার হাজার ভক্তবিন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
রাধা অষ্টমী উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, প্রত্যেক বছরই রাধাষ্টমী তিথি উপলক্ষে সারা ভারতবর্ষের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়।
রাধা অষ্টমী উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, প্রত্যেক বছরই রাধাষ্টমী তিথি উপলক্ষে সারা ভারতবর্ষের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়।
শুধু রাধা অষ্টমী নয়, সারা বছরই বিভিন্ন তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের জমায়েত হয় মায়াপুর ইসকন মন্দিরে। তবে মায়াপুর ইসকন মন্দিরে শুধু রাধা কৃষ্ণের যুগল মূর্তি নয়, রয়েছে অসংখ্য দেখার জিনিস।
শুধু রাধা অষ্টমী নয়, সারা বছরই বিভিন্ন তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের জমায়েত হয় মায়াপুর ইসকন মন্দিরে। তবে মায়াপুর ইসকন মন্দিরে শুধু রাধা কৃষ্ণের যুগল মূর্তি নয়, রয়েছে অসংখ্য দেখার জিনিস।
চোখ ফেরালে দেখা যাবে গোশালা, বিকেল হতেই শুরু হয় হাতির প্রদর্শন, যা দেখার জন্য অপেক্ষায় থাকে দর্শনার্থীরা। সব মিলিয়ে রাধা অষ্টমীর তিথি উপলক্ষে জমজমাট মায়াপুর ইসকন মন্দির।
চোখ ফেরালে দেখা যাবে গোশালা, বিকেল হতেই শুরু হয় হাতির প্রদর্শন, যা দেখার জন্য অপেক্ষায় থাকে দর্শনার্থীরা। সব মিলিয়ে রাধা অষ্টমীর তিথি উপলক্ষে জমজমাট মায়াপুর ইসকন মন্দির।

Niramish Biriyani: পিঁয়াজ রসুনের ছোঁয়া নেই! ইসকন মন্দিরের রানাদার বিরিয়ানিতে বিরাট ট্যুইস্ট! দেখুন

ইসকন মন্দিরে সারা বছর ধরেই পর্যটকের ভিড় লেগে থাকে। আর এবার মায়াপুর ইসকন মন্দিরের এক কিলোমিটারের মধ্যেই পাওয়া যাচ্ছে বিরিয়ানি! তবে এই বিরিয়ানি সম্পূর্ণই নিরামিষ ! (Mainak Debnath) 
ইসকন মন্দিরে সারা বছর ধরেই পর্যটকের ভিড় লেগে থাকে। আর এবার মায়াপুর ইসকন মন্দিরের এক কিলোমিটারের মধ্যেই পাওয়া যাচ্ছে বিরিয়ানি! তবে এই বিরিয়ানি সম্পূর্ণই নিরামিষ ! (Mainak Debnath)
মায়াপুর ইসকন মন্দির বেড়াতে এসে অনেকেই ভাল-মন্দ খাবারের খোঁজ করে থাকেন। তাদের জন্যই এই বিরিয়ানির দোকান এক আদর্শ জায়গা। ইসকন মন্দিরেরই এক ভক্ত রত্নময় গোবিন্দ দাস যিনি রানাদা নামে এখন পরিচিত। আর এই রানাদার নিরামিষ বিরিয়ানি ও সোয়া চাপ ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে।
মায়াপুর ইসকন মন্দির বেড়াতে এসে অনেকেই ভাল-মন্দ খাবারের খোঁজ করে থাকেন। তাদের জন্যই এই বিরিয়ানির দোকান এক আদর্শ জায়গা। ইসকন মন্দিরেরই এক ভক্ত রত্নময় গোবিন্দ দাস যিনি রানাদা নামে এখন পরিচিত। আর এই রানাদার নিরামিষ বিরিয়ানি ও সোয়া চাপ ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে।
সোশ্যাল মাধ্যমে তার ভিডিও দেখে বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন শুধুমাত্র রানাদার বিরিয়ানি একবার চেখে দেখতে। সম্পূর্ণ নিরামিষ উপাদান দিয়ে তৈরি এই বিরিয়ানি স্বাদে এবং গন্ধে অতুলনীয় বলে জানান বিরিয়ানি খেতে আসা একাধিক পর্যটক। (প্রতীকী ছবি)
সোশ্যাল মাধ্যমে তার ভিডিও দেখে বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন শুধুমাত্র রানাদার বিরিয়ানি একবার চেখে দেখতে। সম্পূর্ণ নিরামিষ উপাদান দিয়ে তৈরি এই বিরিয়ানি স্বাদে এবং গন্ধে অতুলনীয় বলে জানান বিরিয়ানি খেতে আসা একাধিক পর্যটক। (প্রতীকী ছবি)
বেলা বাড়তে বাড়তেই বিরিয়ানির হারি শেষের পথে। হাড়ি কেটে একের পর এক থালায় করে বিরিয়ানি চলে যাচ্ছে টেবিলে। আবার কেউবা এসে নিয়ে যাচ্ছে একের পর এক পার্সেল। শুধু বিরিয়ানি নয় বিরিয়ানির সঙ্গে তিনি তৈরি করেন সোয়া চাপ। (প্রতীকী ছবি)
বেলা বাড়তে বাড়তেই বিরিয়ানির হাড়ি শেষের পথে। হাড়ি কেটে একের পর এক থালায় করে বিরিয়ানি চলে যাচ্ছে টেবিলে। আবার কেউবা এসে নিয়ে যাচ্ছে একের পর এক পার্সেল। শুধু বিরিয়ানি নয় বিরিয়ানির সঙ্গে তিনি তৈরি করেন সোয়া চাপ। (প্রতীকী ছবি)
সোশ্যাল মাধ্যমে জনপ্রিয়তার পর ইতিমধ্যেই একাধিক মানুষেরা এসে তার বিরিয়ানি খাওয়ার পাশাপাশি তোলেন তার সঙ্গে সেলফিও। জীবনের কঠিন সময় রুখে দাঁড়িয়ে পুনরায় নতুন করে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় তার জ্বলন্ত উদাহরণ রত্নময় গোবিন্দ দাস ওরফে সকলের প্রিয় রানাদা। (প্রতীকী ছবি)
সোশ্যাল মাধ্যমে জনপ্রিয়তার পর ইতিমধ্যেই একাধিক মানুষেরা এসে তার বিরিয়ানি খাওয়ার পাশাপাশি তোলেন তার সঙ্গে সেলফিও। জীবনের কঠিন সময় রুখে দাঁড়িয়ে পুনরায় নতুন করে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় তার জ্বলন্ত উদাহরণ রত্নময় গোবিন্দ দাস ওরফে সকলের প্রিয় রানাদা। (প্রতীকী ছবি)

Weekend Trip: অপূর্ব পরিবেশ! মাত্র ১০০-৩৫০ টাকায় থাকা, বিনামূল্যে ৪ বেলা খাওয়াদাওয়া! সপ্তাহান্তে ঘুরে আসুন

*বাজেট কম? কিংবা হোটেলের ভাড়া বেশি মনে হচ্ছে? তাহলে আর চিন্তা নেই। মায়াপুর ইসকন মন্দির চত্বরেই থাকতে পারবেন মাত্র ১০০-১৫০ টাকা খরচ করলে। সঙ্গে পাবেন চার বেলা বিনামূল্যে খাওয়া-দাওয়া।
*বাজেট কম? কিংবা হোটেলের ভাড়া বেশি মনে হচ্ছে? তাহলে আর চিন্তা নেই। মায়াপুর ইসকন মন্দির চত্বরেই থাকতে পারবেন মাত্র ১০০-১৫০ টাকা খরচ করলে। সঙ্গে পাবেন চার বেলা বিনামূল্যে খাওয়া-দাওয়া।
*মায়াপুর ইসকন মন্দিরে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। তবে অনেক যাত্রীরাই বিশেষ করে উৎসবের মরশুমে হোটেল পান না। কিংবা হোটেল থাকলেও তার রেট থাকে অতিরিক্ত বেশি।
*মায়াপুর ইসকন মন্দিরে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। তবে অনেক যাত্রীরাই বিশেষ করে উৎসবের মরশুমে হোটেল পান না। কিংবা হোটেল থাকলেও তার রেট থাকে অতিরিক্ত বেশি।
*তবে এখন মায়াপুর ইসকন মন্দির চত্বরে কিছু টাকা খরচ করলেই চারবেলা বিনামূল্যে খাবার সমেত পেয়ে যাবেন থাকারও ব্যবস্থা। আর তার পাশাপাশি সমগ্র ইসকন মন্দির চত্বর ঘুরে বেড়াতে পারবেন অনায়াসেই।
*তবে এখন মায়াপুর ইসকন মন্দির চত্বরে কিছু টাকা খরচ করলেই চারবেলা বিনামূল্যে খাবার সমেত পেয়ে যাবেন থাকারও ব্যবস্থা। আর তার পাশাপাশি সমগ্র ইসকন মন্দির চত্বর ঘুরে বেড়াতে পারবেন অনায়াসেই।
*মন্দির কর্তৃপক্ষের তরফে জানা যায়, মায়াপুর ইসকন মন্দির চত্বরেই রয়েছে গৌরাঙ্গ কুঠির নামে যাত্রীদের থাকার একটি নিবাস। যেখানে বাঁশের বেড়া দিয়ে পরপর সুন্দর করে রয়েছে সাজানো কুটির। যেখানে যাত্রীরা এসে বুক করে অনায়াসেই থাকতে পারবেন।
*মন্দির কর্তৃপক্ষের তরফে জানা যায়, মায়াপুর ইসকন মন্দির চত্বরেই রয়েছে গৌরাঙ্গ কুঠির নামে যাত্রীদের থাকার একটি নিবাস। যেখানে বাঁশের বেড়া দিয়ে পরপর সুন্দর করে রয়েছে সাজানো কুটির। যেখানে যাত্রীরা এসে বুক করে অনায়াসেই থাকতে পারবেন।
*বেড়ার কুঠিরের পাশাপাশি রয়েছে ইটের দালান ঘরও। যদিও তার ভাড়া ২৫০-৩০০ টাকা পড়বে। বর্তমানে এই ঘর গুলিতেই তীর্থযাত্রীরা থাকার জন্য বিকল্প ব্যবস্থা করে নিয়েছেন।
*বেড়ার কুঠিরের পাশাপাশি রয়েছে ইটের দালান ঘরও। যদিও তার ভাড়া ২৫০-৩০০ টাকা পড়বে। বর্তমানে এই ঘর গুলিতেই তীর্থযাত্রীরা থাকার জন্য বিকল্প ব্যবস্থা করে নিয়েছেন।
*মায়াপুর ইসকন মন্দিরের রয়েছে অন্নদান কমপ্লেক্স। যেখানে প্রতিদিন চার বেলা বিনামূল্যে তীর্থযাত্রীদের অন্নের পাশাপাশি ডাল, সবজি ইত্যাদি খাওয়ার ব্যবস্থা করা হয়।
*মায়াপুর ইসকন মন্দিরের রয়েছে অন্নদান কমপ্লেক্স। যেখানে প্রতিদিন চার বেলা বিনামূল্যে তীর্থযাত্রীদের অন্নের পাশাপাশি ডাল, সবজি ইত্যাদি খাওয়ার ব্যবস্থা করা হয়।
*আপাতত বাজেট কম থাকলেও দূর-দূরান্ত থেকে বহু তীর্থযাত্রী এসে এই গৌরাঙ্গ কুটির এবং অন্নদান কমপ্লেক্সে থাকা-খাওয়া করছেন। মায়াপুর ঘুরে দেখছেন একেবারেদ কম টাকায়।
*আপাতত বাজেট কম থাকলেও দূর-দূরান্ত থেকে বহু তীর্থযাত্রী এসে এই গৌরাঙ্গ কুটির এবং অন্নদান কমপ্লেক্সে থাকা-খাওয়া করছেন। মায়াপুর ঘুরে দেখছেন একেবারেদ কম টাকায়।কে বহু তীর্থযাত্রীরা এসে এই গৌরাঙ্গ কুটির এবং অন্নদান কমপ্লেক্সে এসে থাকা-খাওয়া করে মায়াপুরে তীর্থ ভ্রমণ করছেন।

Jagannath Snana Yatra: প্রভু জগন্নাথের স্নানযাত্রায় ইসকনে উপচে পড়ল ভিড়

নদিয়া: প্রভু জগন্নাথের স্নানযাত্রা ধুমধামের সঙ্গে পালিত হল। পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি এই বাংলার মন্দির নগরী মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত হল জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রার স্নানযাত্রা উৎসব। এই উপলক্ষে ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো।

নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। তার আগে আয়োজিত হয় এই স্নানযাত্রা। এই স্নানযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে। এই উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম হয়েছিল মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে।

আর‌ও পড়ুন: চাকরির পরীক্ষায় পাশ করেও মেলেনি সুযোগ, মাদুর বুনে টিকে আছেন প্রতিবন্ধী গণেশ

কথিত আছে, এই স্নানযাত্রার পরই জগন্নাথদেব জ্বরে ক্রান্ত হন। ফলে তিনি বিশ্রামে চলে যান। পুনরায় রথযাত্রার দিন জ্বর থেকে সুস্থ হয়ে উঠে তিনি স্বমহিমায় আবির্ভূত হবেন এবং পুনরায় ভক্তদের দর্শন দেবেন। মায়াপুরের শাখা রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর আগমন ঘটে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ইসকন চন্দ্রোদয় মন্দিরে।

শনিবার ভোর সাড়ে চারটে থেকে মায়াপুরের শাখা কেন্দ্র মায়াপুর জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি দিয়ে নান যাত্রা উৎসবের সূচনা করা হয়েছে। সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকবে। এই মহা অভিষেকে উপস্থিত থাকতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত বৃন্দ এখানে হাজির হয়েছেন।

মৈনাক দেবনাথ

Iskcon: মায়াপুর ইসকন মন্দিরে ভয়ঙ্কর কাণ্ড! পোষা হাতির আক্রমণে মৃত্যু মাহুতের

মায়াপুর: ইসকন মায়াপুর মন্দিরে পোষা হাতির আক্রমণে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক মাহুতের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অপর এক মাহুত। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নদিয়ার ইসকন মায়াপুরে। মৃত মাহুতের নাম সমুদ্র রাভা (২৭)। বাড়ি অসমের কামরূপে।

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় মায়াপুর মন্দির প্রাঙ্গনে। এ প্রসঙ্গে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ জানান, সরকারি সব নিয়মকানুন মেনে প্রায় ২০ বছর ধরে লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া নামের দুটি হাতিকে মায়াপুর ইসকন মন্দিরে পোষা হচ্ছে। এদের মধ্যে একটি হাতির বয়স আনুমানিক ২৭ ও অপরটির ৩০ বছর।

আরও পড়ুন: ট্রেনে চাদর দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত, রেলের সিদ্ধান্তে লাখো যাত্রীর চিন্তা কমতে চলেছে এবার!

প্রতিবছর নিয়ম মেনে রাস পূর্ণিমা থেকে দোল পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন বিকেলে মন্দির প্রাঙ্গনে বিগ্রহ নিয়ে হাতির পরিক্রমা করা হয়। যা দেখতে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দদের সমাগম ঘটে ইসকন মন্দির প্রাঙ্গনে। এ ছাড়াও প্রতিদিন দুবেলা মাহুতরা হাতিদের মন্দির চত্বর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যায়। অসম থেকে এসে মাহুতদের চারটি পরিবার দীর্ঘদিন ধরে এখানে থেকে পালা করে হাতি গুলির দেখভাল করে। এর আগে মন্দিরে গোলাপ কলি নামের একটি পূর্ণবয়স্ক হাতি ছিল। ২০০০ সালের বন্যার সময় বয়সজনিত কারণে অসুস্থ হয়ে সেটি মারা যায়। পরে অসম থেকে এই হাতি দুটিকে ইসকন মন্দিরে নিয়ে আসা হয়েছিল।

এছাড়াও তিনি বলেন, এদিন সন্ধ্যাতেও একই ভাবে হাতিশালা থেকে মাহুতরা হাতি দুটিকে ঘোরাতে নিয়ে গিয়েছিল। পরে হাতিশালায় ফিরে গিয়ে ছোট হাতিটি অজ্ঞাত কারণবশত হঠাৎ করে সমুদ্র রাভা নামের ওই মাহুতকে আক্রমণ করে বসে। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন অপর একজন মাহুত। তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিকিৎসার জন্য মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সমুদ্র রাভাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। হাতিশালাটি সংরক্ষিত হওয়ার কারণে মূল মন্দির থেকে বেশ কিছুটা দূরে ও লোকালয়ের বাইরে অবস্থিত। যার কারণে দুর্ঘটনার কথা প্রথমে আমরা কেউই জানতে পারিনি। পরে ঘটনাটি জানতে পেরে মন্দিরের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জখম মাহুতকে চিকিৎসার জন্য কল্যাণী এমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর আঘাত গুরুতর না হলেও বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে রবিবার সকালে মৃত মাহুদের দেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে কিভাবে মৃত্যু হল ওই মাহুতের তা ময়নাতদন্তের পর জানা যাবে।

—– Mainak Debnath