জাতীয় পতাকা

Independence Day 2024: বাটার সিল্ক নাকি গার্ডেন সিল্ক, কোন পতাকা ট্রেন্ডিং এবার? দাম কত জানুন

উত্তর দিনাজপুর: রাত পেরোলেই ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের একদিন আগেই তাই জোর কদমে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার ছোট বড় বহু দোকানে এখন দেখা যাচ্ছে নানা ধরনের জাতীয় পতাকা। বাটার সিল্ক থেকে গার্ডেন সিল্ক এই জাতীয় পতাকা গুলোর চাহিদা বাড়ছে দোকানে।

জাতীয় পতাকা ছাড়াও বিক্রি হচ্ছে ব্যাজ, উত্তরীয়, স্টিকার, এবং গাড়িতে লাগানোর ছোট বড় পতাকা স্ট্যান্ড। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিভিন্ন দোকানে এই জাতীয় পতাকা কেনার ধুম পড়েছে। মহেন্দ্রগঞ্জের এক পতাকা ব্যবসায়ী স্বপন সাহা জানান, প্রতি বছরের থেকে এ বছর পতাকার চাহিদা সবথেকে বেশি।

আরও পড়ুন: আজকের দিনে বিশ্বাস করেছেন কি মরেছেন! কিন্তু এই চার রাশির মানুষকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, চিনে নিন

বর্তমানে বাটার সিল্ক ও গার্ডেন সিল্ক এই দুই ধরনের কোয়ালিটির কাপড়ের পতাকার চাহিদা বেশি। বাটার সিল্কের পতাকা মসৃন,নরম এবং উজ্জ্বল টেক্সচারযুক্ত দাম একটু কম। অন্যদিকে গার্ডেন সিল্কের পতাকা একটু হালকা ওজনের হয় এগুলো উচ্চমানের কাপড় দিয়ে তৈরি করা হয় তাই গার্ডেনসিল্কের পতাকার দাম একটু বেশি। এই পতাকা ১০ টাকা থেকে ২০০ টাকা দামে বিক্রি করা হচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পিয়া গুপ্তা