মা তারা 

Kaushiki Amavasya Astro Tips: ঘোর করাল অমাবস্যার রাতেই জ্বলে উঠবে আপনার ভাগ্য, কৌশিকী অমাবস্যায় পালন করুন এই নিয়ম, বিপদের মুখ আর দেখবেন না

: আর কিছুদিন পরেই তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে এলাকায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। Photo- Representative
: আর কিছুদিন পরেই তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে এলাকায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। Photo- Representative
তবে বিগত দু বছর থেকে বেশ কিছু কারণে অনেকটাই কম হয়েছে ভক্ত সমাগম। তবে এই বছর প্রশাসনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তিন দিনের প্যাকেজ সিস্টেমে কোনও হোটেল ভাড়া দেওয়া যাবে না। কেউ যদি চান একদিন এসে তারাপীঠে থাকবেন তাহলে একদিনের জন্যও ভাড়া দিতে বাধ্য হোটেল কর্তৃপক্ষ। আর সেই কারণেই মনে করা হচ্ছে এই বছর ভক্ত সমাগম প্রচুর পরিমাণে হবে। Photo- Representative
তবে বিগত দু বছর থেকে বেশ কিছু কারণে অনেকটাই কম হয়েছে ভক্ত সমাগম। তবে এই বছর প্রশাসনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তিন দিনের প্যাকেজ সিস্টেমে কোনও হোটেল ভাড়া দেওয়া যাবে না। কেউ যদি চান একদিন এসে তারাপীঠে থাকবেন তাহলে একদিনের জন্যও ভাড়া দিতে বাধ্য হোটেল কর্তৃপক্ষ। আর সেই কারণেই মনে করা হচ্ছে এই বছর ভক্ত সমাগম প্রচুর পরিমাণে হবে। Photo- Representative
কেন কৌশিকী অমাবস্যার এত মাহাত্ম্য? মা-তারার সঙ্গেই বা কী সম্পর্ক?প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে/সিদ্ধপীঠ এ ভক্তদের ঢল নামে।মনে করা হয়, এদিনে মায়ের কাছে প্রার্থনা করলে, তিনি খালি হাতে ফেরান না। Photo- Representative
কেন কৌশিকী অমাবস্যার এত মাহাত্ম্য? মা-তারার সঙ্গেই বা কী সম্পর্ক?প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে/সিদ্ধপীঠ এ ভক্তদের ঢল নামে।মনে করা হয়, এদিনে মায়ের কাছে প্রার্থনা করলে, তিনি খালি হাতে ফেরান না। Photo- Representative
এ বছর ১৫ ভাদ্র রবিবার কৌশিকী অমাবস্যা উদযাপন হবে । সেদিন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১ সেপ্টেম্বর । কৌশিকী অমাবস্যর তিথি শুরু ওই দিন ভোর ৫ টা ৭ মিনিট থেকে । তিথি অন্ত ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে। Photo- Representative
এ বছর ১৫ ভাদ্র রবিবার কৌশিকী অমাবস্যা উদযাপন হবে । সেদিন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১ সেপ্টেম্বর । কৌশিকী অমাবস্যর তিথি শুরু ওই দিন ভোর ৫ টা ৭ মিনিট থেকে । তিথি অন্ত ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে। Photo- Representative
তারাপীঠ মন্দির কমিটির এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায়জানান যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ।এই দিনে সেই কুশ কাটা হয়।তাই একে কৌশীকী অমাবস্যাও বলে। Photo- Representative
তারাপীঠ মন্দির কমিটির এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায়জানান যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ।এই দিনে সেই কুশ কাটা হয়।তাই একে কৌশীকী অমাবস্যাও বলে। Photo- Representative
বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় হয় তন্ত্রসাধকদের। একদিকে যখন তারাপীঠ মহা শ্মশানেচলে মহাযজ্ঞ তেমনইমা তারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে সারাদিন চলে পুজো। মায়ের ভোগে থাকে পাঁচ রকম ভাজা,পাঁচ রকম সবজি, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, শোল মাছ পোড়া, মাছের মাথা, পাঁঠার মাংস, মিষ্টি, পায়েস, দই এবং কারণবারি। Photo- Representative
বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় হয় তন্ত্রসাধকদের। একদিকে যখন তারাপীঠ মহা শ্মশানেচলে মহাযজ্ঞ তেমনইমা তারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে সারাদিন চলে পুজো। মায়ের ভোগে থাকে পাঁচ রকম ভাজা,পাঁচ রকম সবজি, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, শোল মাছ পোড়া, মাছের মাথা, পাঁঠার মাংস, মিষ্টি, পায়েস, দই এবং কারণবারি। Photo- Representative
তার জন্য মানতে হবে কয়েকটি টোটকা।যেমন কৌশিকী অমাবস্যার দিন পারলে অন্তত সারাদিন উপবাস থাকা উচিত। যদি কোনও কারণে উপবাস না থাকা হয় তাহলে অন্তত পক্ষে নিরামিষ খাবার খাওয়া উচিত। Photo- Representative
তার জন্য মানতে হবে কয়েকটি টোটকা।যেমন কৌশিকী অমাবস্যার দিন পারলে অন্তত সারাদিন উপবাস থাকা উচিত। যদি কোনও কারণে উপবাস না থাকা হয় তাহলে অন্তত পক্ষে নিরামিষ খাবার খাওয়া উচিত। Photo- Representative
সন্ধ্যাবেলায় বাড়ির মূল দরজায় তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করা উচিত। Photo- Representative
সন্ধ্যাবেলায় বাড়ির মূল দরজায় তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করা উচিত। Photo- Representative
অন্যদিকে বাড়ি এবং বাড়ির যে মন্দির সেই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যে কোনও দেবীকে লাল জবা ফুলের পুষ্প নিবেদন করে পুজো করলেই সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। Input- Souvik Roy
অন্যদিকে বাড়ি এবং বাড়ির যে মন্দির সেই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যে কোনও দেবীকে লাল জবা ফুলের পুষ্প নিবেদন করে পুজো করলেই সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। Input- Souvik Roy