এই সাপ কামড়ালে নিশ্চিত মৃত্যু...! কিং কোবরা কিনা বুঝবেন কীভাবে?

Snake Facts: এই সাপ কামড়ালে নিশ্চিত মৃত্যু…! কিং কোবরা কিনা বুঝবেন কীভাবে? ৩০ মিনিটের মধ্যে ‘এই’ লক্ষণ দেখলে সাবধান! কী করবেন জানাচ্ছেন চিকিৎসক

ভারতে প্রায় ৩৫০ প্রজাতির সাপ পাওয়া যায়। অধিকাংশই নির্বিষ। তবে বিষধর সাপের সংখ্যাও কম নয়। এর মধ্যে কোবরা সবচেয়ে বিষাক্ত। একবার কামড়ালে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করতে হবে। নাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
ভারতে প্রায় ৩৫০ প্রজাতির সাপ পাওয়া যায়। অধিকাংশই নির্বিষ। তবে বিষধর সাপের সংখ্যাও কম নয়। এর মধ্যে কোবরা সবচেয়ে বিষাক্ত। একবার কামড়ালে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করতে হবে। নাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
লোকাল 18-কে দেওয়া সাক্ষাৎকারে মিশন স্নেক ডেথ ফ্রি ইন্ডিয়া-এর সদস্য ডাঃ আশিস ত্রিপাঠি বলেন, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোবরা সাপ সবচেয়ে বেশি দেখা যায়। ভারত, চিন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় বিভিন্ন প্রজাতির কোবরার দেখা মেলে। বন এবং তৃণভূমিই এদের আবাসস্থল। তবে কখনও কখনও মানুষের বসতির আশপাশেও চলে আসে।
লোকাল 18-কে দেওয়া সাক্ষাৎকারে মিশন স্নেক ডেথ ফ্রি ইন্ডিয়া-এর সদস্য ডাঃ আশিস ত্রিপাঠি বলেন, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোবরা সাপ সবচেয়ে বেশি দেখা যায়। ভারত, চিন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় বিভিন্ন প্রজাতির কোবরার দেখা মেলে। বন এবং তৃণভূমিই এদের আবাসস্থল। তবে কখনও কখনও মানুষের বসতির আশপাশেও চলে আসে।
পুরুষ কোবরা সাপের দৈর্ঘ্য ৪ থেকে ৫.৫ ফুট। তুলনায় স্ত্রী কোবরা আকারে ছোট, ২.৫ থেকে ৩ ফুট লম্বা হয়। তবে পুরুষ কোবরার চেয়ে স্ত্রী কোবরা অনেক বেশি আক্রমণাত্মক এবং নিমেষের মধ্যে ছোবল মারে। দিন ও রাতে অবাধে ঘুরে বেড়ায় কোবরা। ফলে যে কোনও সময়ই কামড়াতে পারে।
পুরুষ কোবরা সাপের দৈর্ঘ্য ৪ থেকে ৫.৫ ফুট। তুলনায় স্ত্রী কোবরা আকারে ছোট, ২.৫ থেকে ৩ ফুট লম্বা হয়। তবে পুরুষ কোবরার চেয়ে স্ত্রী কোবরা অনেক বেশি আক্রমণাত্মক এবং নিমেষের মধ্যে ছোবল মারে। দিন ও রাতে অবাধে ঘুরে বেড়ায় কোবরা। ফলে যে কোনও সময়ই কামড়াতে পারে।
আশিসবাবু জানান, কোবরা ২০ থেকে ৩০ শতাংশ ক্ষেত্রে শুকনো কামড় দেয়। অর্থাৎ বিষ ঢালে না। শুধু কামড়ায়। এমনটা চার থেকে পাঁচবার হতে পারে। কোবরার বড় বড় দাঁত থাকে। ফলে কামড়ালে বিষ অনেক বেশি পরিমাণে নির্গত হয়। কামড়ানোর ৩০ মিনিট পর থেকেই উপসর্গ দেখা দিতে শুরু করে।
আশিসবাবু জানান, কোবরা ২০ থেকে ৩০ শতাংশ ক্ষেত্রে শুকনো কামড় দেয়। অর্থাৎ বিষ ঢালে না। শুধু কামড়ায়। এমনটা চার থেকে পাঁচবার হতে পারে। কোবরার বড় বড় দাঁত থাকে। ফলে কামড়ালে বিষ অনেক বেশি পরিমাণে নির্গত হয়। কামড়ানোর ৩০ মিনিট পর থেকেই উপসর্গ দেখা দিতে শুরু করে।
কী কী লক্ষণ দেখা দেয়? ডাঃ আশিস ত্রিপাঠি জানান, কামড়ানোর জায়গায় ব্যথা করে। অনেক সময় ফুলে যায়। কোবরার বিষ সরাসরি স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। পালস রেট ওঠানামা করে দ্রুত। দেখা দেয় অস্থিরতা।
কী কী লক্ষণ দেখা দেয়? ডাঃ আশিস ত্রিপাঠি জানান, কামড়ানোর জায়গায় ব্যথা করে। অনেক সময় ফুলে যায়। কোবরার বিষ সরাসরি স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। পালস রেট ওঠানামা করে দ্রুত। দেখা দেয় অস্থিরতা।
 বমি, ঘাম এবং মাথা ঘোরার মতো লক্ষণগুলো একে একে ফুটে ওঠে। সময় মতো চিকিৎসা না করালে রোগী কোমায় চলে যেতে পারে। কোবরা কামড়ানোর পরই রোগীকে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিয়ে ভেন্টিলেটরে রাখলে বাঁচার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।
বমি, ঘাম এবং মাথা ঘোরার মতো লক্ষণগুলো একে একে ফুটে ওঠে। সময় মতো চিকিৎসা না করালে রোগী কোমায় চলে যেতে পারে। কোবরা কামড়ানোর পরই রোগীকে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিয়ে ভেন্টিলেটরে রাখলে বাঁচার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।
কোবরা সাপ সাধারণত মাঠ, পশুখাদ্য, আলুর বস্তা এবং শস্যের বস্তার আশপাশে থাকতে পছন্দ করে। রান্নাঘরের সিলিন্ডারের নিচেও বাসা বাঁধে। ইঁদুর বেশি থাকলে কোবরা সাপের আনাগোনা বেড়ে যায়। তাই বাড়ি এবং আশপাশ পরিস্কার রাখা জরুরি।
কোবরা সাপ সাধারণত মাঠ, পশুখাদ্য, আলুর বস্তা এবং শস্যের বস্তার আশপাশে থাকতে পছন্দ করে। রান্নাঘরের সিলিন্ডারের নিচেও বাসা বাঁধে। ইঁদুর বেশি থাকলে কোবরা সাপের আনাগোনা বেড়ে যায়। তাই বাড়ি এবং আশপাশ পরিস্কার রাখা জরুরি।