প্রতিকী ছবি

West Bengal News: সন্তানজন্মের পরে পেটব্যথা, পরীক্ষায় পাওয়া গেল চমকে ওঠার মতো জিনিস! অভিযুক্ত হাসপাতাল

দক্ষিণ ২৪ পরগনা: বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করল বারুইপুর থানার পুলিশ।

অন্তঃসত্ত্বা অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বারুইপুরের কুমারহাট এলাকার বাসিন্দা আনজুয়ারা খাতুন। ২৪ ফেব্রুয়ারি তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। চিকিৎসক পল্লব রায় তার চিকিৎসা করছিলেন ৷ তিনি মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেন ৷ এরই মধ্যে হঠাৎ মহিলার তলপেটে ব্যথা হতে শুরু করে ৷

আরও পড়ুন: আরজি করের রেশ না মিটতেই কলকাতার রাস্তায় নার্সকে হেনস্থা! কুকীর্তির অভিযোগে ধৃত যুবক

বিষয়টি জানালে চিকিৎসক কিছু ঔষধ দেন এবং নিয়মিত ড্রেসিং করার কথা বলেন ৷ সেই মতো নিয়মিত ড্রেসিং করা হয় ঐ হাসপাতালেই৷ কিন্তু তাতেও কোনও উপকার না হওয়ায় ২৭শে জুলাই আলট্রাসাউন্ড ও ইউএসজি করা হয় ৷ তাতে জানা যায় পেটের ভেতর অপারেশনের জিনিসপত্র রয়ে গিয়েছে , তার জেরেই ঘটেছে বিপত্তি ৷

আরও পড়ুন: মেট্রোয় স্বল্পবসনা নারীর ভিডিও করছিলেন যুবক! নজরে পড়তেই শাস্তি দিলেন মহিলা, দেখুন ভিডিও

হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে অপারেশনে গাফিলতি এবং তারপরেও ভুল চিকিৎসার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানায় ৷ ঘটনার পর অভিযুক্ত হাসপাতাল থেকে রোগীর নানান রিপোর্ট করা হলেও ভুল রিপোর্ট দেওয়া হয় বলেও অভিযোগ ৷ অবশেষে অন্যত্র চিকিৎসা করিয়ে বিষয়টি ধরা পড়ে ৷ ঘটনায় আনজুয়ারা দেবীর স্বামী আসিফ গাজি বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ বারুইপুর থানার পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অন্য দিকে, অভিযুক্ত বেসরকারি হাসপাতালের কাছে যাওয়া হলে কর্তৃপক্ষ জানান, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন ৷ যদিও ক্যামেরার সামনে এই বিষয়ে কেউ কিছু বলতে রাজি হননি ৷