Tag Archives: Surgery

Bengali Video: ক্রমশ বেড়েই চলেছিল পেট, অস্ত্রোপচার করে চিকিৎসকরা বের করলেন ২৭ কেজির টিউমার!

পশ্চিম বর্ধমান: দিন দিন বাড়ছিল পেটের ব্যথা। অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল পেট। প্রথমে কিছু বোঝা যায়নি। তবে সমস্যা গুরুতর আকার ধারণ করলে চিকিৎসকের কাছে ছুটে গিয়েছিলেন পঞ্চাশোর্ধ সুবর্ণা মল্লিক। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় পেটে ২৭ কেজি ওজনের এক বিশাল টিউমার আছে! তাই ধীরে ধীরে পেটটা অত বড় হয়ে গিয়েছে।

আরও পড়ুন: খানাকুলের প্রত্যন্ত গ্রামে দক্ষিণের স্থাপত্য রীতিতে শিব মন্দির! ছুটে আসছেন ভক্তরা

এত বড় টিউমার পেটের মধ্যে রেখে দিয়ে কেউই সুস্থভাবে জীবন যাপন করতে পারেন না। ফলে ওই মহিলারও অস্ত্রোপচারের দরকার ছিল। কিন্তু অস্ত্রপচার করে টিউমারটি বের করার সাহস দেখাননি অনেকেই। তবে শেষ পর্যন্ত রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী’র দৌলতে সঠিক চিকিৎসার সুযোগ পেয়েছেন সুবর্ণাদেবী।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সরকারি নয়, রাজবাঁধের কাছে এক বেসরকারি নার্সিংহোমে সুবর্ণা মল্লিকের অস্ত্রোপচার করে পেট থেকে ২৭ কেজির বিশাল টিউমারটি বের করে আনেন চিকিৎসকরা। সীমিত পরিকাঠামোর মধ্যেই বিরল অপারেশন করেন তাঁরা। আপাতত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ওই মহিলা। ওই বেসরকারি নার্সিংহোমের ডিরেক্টর জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ডেই গোটা চিকিৎসা হয়েছে। রোগীকে আলাদা করে অর্থ দিতে হয়নি। নার্সিংহোম সূত্রে খবর, আগামী ২-৩ দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন সুবর্ণা মল্লিক।

নয়ন ঘোষ

Medical Tips: অপারেশনের আগে কীভাবে অসাড় করা হয়? আজ জেনে নিন

পশ্চিম মেদিনীপুর: দিন যত যাচ্ছে ততই এগোচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির সেই উন্নতির হাত ধরে চিকিৎসা ব্যবস্থাতেও আমূল পরিবর্তন এসেছে। প্রতিদিনই একটু একটু করে উন্নত হচ্ছে চিকিৎসা পদ্ধতি। সেই সূত্রেই বর্তমানে অপারেশন বা সিজার করার আগে অ্যানাস্থেসিয়ার নানান প্রকারভেদ বেরিয়েছে। গুরুত্ব বুঝে এবং রোগীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে অস্ত্রোপচারের নির্দিষ্ট স্থান অসাড় করে দেওয়া হয়।

আরও পড়ুন: শিক্ষকদের সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে সর্বশিক্ষা মিশন, লক্ষ্য বিশেষ চাহিদা সম্পন্নরা

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই অবশ বা অসাড় করে দেওয়ার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। অ্যানাস্থেসিয়া বা অবশ করার পদ্ধতি কীভাবে সম্পন্ন হয়, চিকিৎসা ক্ষেত্রে এর প্রভাব‌ই বা কতটুকু তা নিয়ে সাধারণ মানুষের যথেষ্ট কৌতূহল আছে। আজকের প্রতিবেদনে এরই উত্তর খুঁজব আমরা বিশিষ্ট চিকিৎসক তথা অ্যানাসথেসিস্ট অংশুমান মিশ্রের কাছ থেকে।

বর্তমানে বিভিন্ন ধরনের ছোট-বড় অপারেশন কিংবা প্রসূতি মহিলাদের সিজার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থান অবশ করে অপারেশন করতে হয়। সেক্ষেত্রে উক্ত স্থানটিকে অবশ করেন বিশেষজ্ঞ চিকিৎসক। তা কীভাবে সম্পন্ন হয় সেটা তুলে ধরেছেন এই চিকিৎসক। প্রসঙ্গত চিকিৎসক অংশুমান মিশ্র মেদিনীপুর মেডিকেল কলেজ এবং খড়গপুর মহকুমা হাসপাতালে দীর্ঘ কয়েক বছর ধরে অ্যানাস্থেসিস্ট হিসেবে কাজ করেছেন।

যে জায়গায় অপারেশন হবে তার কাছের মূল স্নায়ুতে বিশেষ ইনজেকশন দিয়ে অবশ করা হয়। যাকে বলা হয় রিজিওনাল অ্যানাস্থেসিয়া। তবে মস্তিষ্কে কিংবা গলায় বা অন্য কোনও প্রধান অঙ্গে অপারেশন করার সময় সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আগেকার দিনে যেভাবে ক্লোরোফর্ম, ইথার কিংবা বিভিন্ন স্থানে আঘাতের মধ্য দিয়ে অবশ বা অসাড় করা হত বর্তমানে তাতে আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। এখন রোগীর বয়স এবং অসুখের মাত্রা বুঝে নির্দিষ্ট পরিমাণ ডোজ ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করিয়ে অ্যানাস্থেসিয়া বা অবশ করা হয়। এরফলে অস্ত্রোপচার শেষে রোগীর আচ্ছন্নভাব দূর করতে অসুবিধা হয় না।

রঞ্জন চন্দ

Rashid Khan: বিশ্বকাপের পরই হাসপাতালের বেডে রশিদ খান, কী হল আফগান তারকার

বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছে পাকিস্তান। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ডের মত বিশ্বজয়ী দলকে হারিয়েছে আফগানরা। সীমিত শক্তি নিয়ে যে লড়াই করেছে আফগানিস্তান তাতে মন জয় করে নিয়েছে সকলের।
বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছে পাকিস্তান। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ডের মত বিশ্বজয়ী দলকে হারিয়েছে আফগানরা। সীমিত শক্তি নিয়ে যে লড়াই করেছে আফগানিস্তান তাতে মন জয় করে নিয়েছে সকলের।
বিশ্বকাপে অল্পের জন্য সেমি ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সে বড় ভূমিকা নিয়েছিলেন রশিদ খান। দেশকে সার্ভিস দেওয়ার জন্য পিঠের চোট নিয়েও খেলেছিলেন রশিদ খান।
বিশ্বকাপে অল্পের জন্য সেমি ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সে বড় ভূমিকা নিয়েছিলেন রশিদ খান। দেশকে সার্ভিস দেওয়ার জন্য পিঠের চোট নিয়েও খেলেছিলেন রশিদ খান।
এবার বিশ্বকাপ শেষ হতেই পিঠের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান। অস্ত্রপচারের পরামর্শ দেওয়া হয় তারকে লেগ স্পিনারকে। দেরি না করে তড়িঘড়ি অপারেশন করিয়ে নিয়েছেন রশিদ খান। হাসপাতালের বেড থেকে ছবিও শেয়ার করেছেন।
এবার বিশ্বকাপ শেষ হতেই পিঠের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান। অস্ত্রপচারের পরামর্শ দেওয়া হয় তারকে লেগ স্পিনারকে। দেরি না করে তড়িঘড়ি অপারেশন করিয়ে নিয়েছেন রশিদ খান। হাসপাতালের বেড থেকে ছবিও শেয়ার করেছেন।
ছবিতে দেখা গিয়েছে হাসপাতালের ড্রেস পরে শুয়ে ডানহাত দিয়ে 'থাম্বস আপ' দেখাচ্ছেন। ক্যাপশনে লেখেন, ‘সবাইকে ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। অপারেশন ভালোভাবেই মিটেছে। এখন আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মাঠে ফিরতে আমি মুখিয়ে রয়েছি।’
ছবিতে দেখা গিয়েছে হাসপাতালের ড্রেস পরে শুয়ে ডানহাত দিয়ে ‘থাম্বস আপ’ দেখাচ্ছেন। ক্যাপশনে লেখেন, ‘সবাইকে ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। অপারেশন ভালোভাবেই মিটেছে। এখন আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মাঠে ফিরতে আমি মুখিয়ে রয়েছি।’
এই অপারেশনের জন্য বিগ ব্যাশ লিগ থেকে নাম তুলে নিয়েছেন রশিদ খান। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে মরিয়া আফগান তারকা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিশ্ব জুড়ে ফ্যানেরা।
এই অপারেশনের জন্য বিগ ব্যাশ লিগ থেকে নাম তুলে নিয়েছেন রশিদ খান। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে মরিয়া আফগান তারকা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিশ্ব জুড়ে ফ্যানেরা।