Tag Archives: Operation

Multiple Pins Removed from Abdomen: অবাক কাণ্ড! রোগীর পেটের ভিতরে ফুটে অজস্র পিন! অস্ত্রোপচার করতেই হতবাক চিকিৎসক….

কেদার প্রামানিক, সামসেরগঞ্জ: ভয়ানক ঘটনা! এক যুবকের পেট থেকে অস্ত্রোপচার করে বের করা হল ৯টি পিন! ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সামসেরগঞ্জের ডিডিএইচ নার্সিংহোমে। জেনারেল সার্জেন ডক্টর সামিউল্লাহ লস্করের তত্ত্বাবধানে ওই যুবকের পেটের বিভিন্ন অংশে গেঁথে থাকা পিন বা সূচগুলো বের করা হয়। যা পরিবারের লোকের কাছে একেবারেই কল্পনাতিত ব্যাপার।

আরও পড়ুন- তারাপীঠ কেন মহাশ্মশান? কৌশিকী অমাবস্যার রাতে কী হয় এখানে? জেনে নিন বিশদে

জানা গিয়েছে, মালদার কালিয়াচকের ওই মূক-বধীর যুবক হায়দার শেখ বেশ কিছুদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন। বহু জায়গায় চিকিৎসা করেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। ছবি করেও কিছুই পাওয়া যাচ্ছিল না পেটে। অতঃপর, দিন তিনেক আগে সামসেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন এলাকায় অবস্থিত ডি ডি এইচ নার্সিংহোমের চিকিৎসক সামিউল্লাহ লস্করের কাছে আসেন পরিবারের লোকজন। তার পরেই বিষয়টি খতিয়ে দেখা হয়।

নিজের তত্ত্বাবধানেই পেটের এক্স রে করান ডাক্তার সামিউল্লাহ লস্কর। সেই ছবিতেই কার্যত ধরা পড়ে পেটের বিভিন্ন অংশে সূচ গেঁথে রয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করে তড়িঘড়ি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। চিকিৎসক জানিয়েছেন, ‘মাল্টিপিল নিডল রিমুভড ফ্রম এবডোমিনাল ওয়াল’ অর্থাৎ, পেটের ভিতরের দেওয়াল থেকে অজস্র সূচ বের করে আনা হয়েছে।

আরও পড়ুন- এই ৭ খাবার বাড়িয়ে দিচ্ছে আপনার বয়স! কমছে আয়ু…জেনে নিন কেন

হাসপাতাল সূত্রে খবর, হায়দার শেখের পেটের বিভিন্ন অংশে গেঁথে থাকা ৯টি সূচ বের করা হয়। এই ঘটনা একপ্রকার নজিরবিহীন। যদিও কী ভাবে তাঁর পেটে এই সূচ প্রবেশ করেছে তা স্পষ্ট নয় চিকিৎসকদের কাছেও। আপাতত সূচ বের করার পর সুস্থ রয়েছেন ওই যুবক। স্বস্তির নিঃশ্বাস পরিবারেও। ব্যতিক্রমী চিকিৎসা দিয়ে ওই যুবককে সুস্থ করে তোলায় খুশি ডিডিএইচ নার্সিংহোমের ডাক্তারবাবু সামিউল্লাহ লস্কর, ডিডিএইচের এমডি মোস্তাক আজাদ ওরফে পাপ্পু সহ অন্যান্য কর্মকর্তারা।

Operation Theater: বজবজের গ্রামীণ হাসপাতালে অপারেশন থিয়েটার, গর্ভবতীদের মুখে হাসি

দক্ষিণ ২৪ পরগনা: বজবজের মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে চালু হতে চলেছে অপারেশন থিয়েটার। এই খবরে খুশি স্থানীয়রা। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে এই কাজ হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর। এর ফলে উপকৃত হবেন স্থানীয় এলাকার গর্ভবতী মায়েরা।

আরও পড়ুনঃ পুরনো শ্যাওলা ধরা ইট দিয়ে রাস্তা সংস্কার! প্রতিবাদে বাঁশ বেঁধে পথ অবরোধ

বজবজের এক বিস্তীর্ণ এলাকার গর্ভবতীদের সন্তান জন্ম দেওয়ার সময় সিজার করার ক্ষেত্রে আগে অসুবিধা হত। গুরুতর অসুস্থ অবস্থায় আগে মুচিশার এই হাসপাতাল থেকে বিদ্যাসাগর হাসপাতাল অথবা বাঙ্গুর হাসপাতালে নিয়ে যেতে হত গর্ভবতীদের। ফলে অনেকেই অসুবিধার মধ্যে পড়তেন। এই পরিস্থিতিতে প্রায় ৬ কোটি ৩৮ হাজার টাকার মত খরচ করে এই অপারেশন থিয়েটার তৈরি করা হচ্ছে। তৈরি করা হয়েছে সিইএমওসি সেন্টার।

প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বজবজ-২ ব্লকের অনেক মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যে এই কাজের সূচনা হয়েছে। কাজের গতি খতিয়ে দেখেছেন প্রশাসনিক কর্তারা। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে এই অপারেশন থিয়েটার চালু হয়ে যাবে। জোরকদমে কাজ চলছে। দ্রুত এর সুবিধা পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন স্থানীয়রা।

নবাব মল্লিক

West Bengal News: সন্তানজন্মের পরে পেটব্যথা, পরীক্ষায় পাওয়া গেল চমকে ওঠার মতো জিনিস! অভিযুক্ত হাসপাতাল

দক্ষিণ ২৪ পরগনা: বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করল বারুইপুর থানার পুলিশ।

অন্তঃসত্ত্বা অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বারুইপুরের কুমারহাট এলাকার বাসিন্দা আনজুয়ারা খাতুন। ২৪ ফেব্রুয়ারি তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। চিকিৎসক পল্লব রায় তার চিকিৎসা করছিলেন ৷ তিনি মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেন ৷ এরই মধ্যে হঠাৎ মহিলার তলপেটে ব্যথা হতে শুরু করে ৷

আরও পড়ুন: আরজি করের রেশ না মিটতেই কলকাতার রাস্তায় নার্সকে হেনস্থা! কুকীর্তির অভিযোগে ধৃত যুবক

বিষয়টি জানালে চিকিৎসক কিছু ঔষধ দেন এবং নিয়মিত ড্রেসিং করার কথা বলেন ৷ সেই মতো নিয়মিত ড্রেসিং করা হয় ঐ হাসপাতালেই৷ কিন্তু তাতেও কোনও উপকার না হওয়ায় ২৭শে জুলাই আলট্রাসাউন্ড ও ইউএসজি করা হয় ৷ তাতে জানা যায় পেটের ভেতর অপারেশনের জিনিসপত্র রয়ে গিয়েছে , তার জেরেই ঘটেছে বিপত্তি ৷

আরও পড়ুন: মেট্রোয় স্বল্পবসনা নারীর ভিডিও করছিলেন যুবক! নজরে পড়তেই শাস্তি দিলেন মহিলা, দেখুন ভিডিও

হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে অপারেশনে গাফিলতি এবং তারপরেও ভুল চিকিৎসার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানায় ৷ ঘটনার পর অভিযুক্ত হাসপাতাল থেকে রোগীর নানান রিপোর্ট করা হলেও ভুল রিপোর্ট দেওয়া হয় বলেও অভিযোগ ৷ অবশেষে অন্যত্র চিকিৎসা করিয়ে বিষয়টি ধরা পড়ে ৷ ঘটনায় আনজুয়ারা দেবীর স্বামী আসিফ গাজি বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ বারুইপুর থানার পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অন্য দিকে, অভিযুক্ত বেসরকারি হাসপাতালের কাছে যাওয়া হলে কর্তৃপক্ষ জানান, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন ৷ যদিও ক্যামেরার সামনে এই বিষয়ে কেউ কিছু বলতে রাজি হননি ৷

Kolkata News : কলকাতায় চিকিৎসায় গাফিলতির জেরে বাদ গেল ৮৩ বছরের বৃদ্ধার পা

Kolkata News : চিকিৎসায় গাফিলতির শিকার চিকিৎসকেরই মা। চিকিৎসায় গাফিলতির জেরে বাদ গেল ৮৩ বছরের বৃদ্ধার পা। চাঞ্চল্যকর অভিযোগ উল্টোডাঙার বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। চিকিৎসকের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন বৃদ্ধার চিকিৎসক ছেলে। দেখুন বাংলা নিউজ ভিডিও  (Watch bangla news video)৷

ছানি অপারেশনে ভুল, গাফিলতি স্বীকার চক্ষু বিভাগের অধিকর্তার!

গাফিলতির কথা স্বীকার চক্ষু বিভাগের অধিকর্তার! ছানি অপারেশনের সময়ে ত্রুটি ছিল। মানলেন মেডিক্যালের চক্ষু বিভাগের অধিকর্তা। ছানি অপারেশনের পর অন্ধকার! বেশ কয়েকজনের চোখ নষ্ট। অনেকেই আংশিক দৃষ্টিহীন। এমন ঘটনার পর হইচই পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আধিকারিক মেনে নিলেন, অপারেশনে ভুল হয়েছিল।

North Dinajpur News: মহিলার শরীরের ভিতরের অঙ্গ উল্টোদিকে! বিরল অস্ত্রোপচার করে নজির চিকিৎসকের

উত্তর দিনাজপুর: বিরল অস্ত্রোপচার করে নজির সৃষ্টি করলেন রায়গঞ্জের বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক অরূপ দত্ত। রায়গঞ্জ ব্লকের গোড়াহার গ্রামের ৫৩ বছরের আবেদা বিবি। সম্প্রতি ভীষণ রকমের পেটে ব্যথা নিয়ে এক নার্সিংহোমে ভর্তি হন। তার গলব্লাডারে পাথর ধরা পড়ার পাশাপাশি দেখা যায় তার গল ব্লাডার, লিভার উল্টোদিকে রয়েছে।

আরও পড়ুনঃ বিরিয়ানি দেখলেই খাই খাই? এই ঘটনা শুনলে দ্বিতীয়বার খাবার আগে দশবার ভাববেন, গ্যারান্টি!

স্বাভাবিকভাবে গলব্লাডার থাকে ডানদিকে। তবে, এক্ষেত্রে রায়গঞ্জ ব্লকের আবেদা বিবির গলব্লাডার উল্টো দিকে রয়েছে। তাঁর অস্ত্রোপচার চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় চিকিৎসকের কাছে।

চিকিৎসক অরুপ দত্ত বলেন, ‘তিনি সম্প্রতি ডান দিকে পেটে ব্যথা নিয়ে আমার কাছে আসেন। ইউএসজি করে দেখা যায় তাঁর গলব্লাডারে পাথর আছে। অস্ত্রোপচার করতে গিয়ে দেখা যায় তাঁর গলব্লাডার বাঁ দিকে। ২০ লক্ষ মানুষের গলব্লাডার অস্ত্রোপচার করলে একজনের এমন দেখা যায়। আমার জীবনের প্রথম ও শেষ বিরল অস্ত্রোপচার হয়তো এটি। ওই মহিলার গোটা শরীরের গঠনটাই ভিন্ন রকমের। এর আগে কখনও ইউএসজি হয়নি বলেই তা চিকিৎসকেরা জানতে পারেননি। গলব্লাডারের অবস্থা খুবই খারাপ ছিল। তবে আর সমস্যা হবে না। এদিন অস্ত্রোপচার করে সুস্থ হয় সেই মহিলা। অস্ত্রোপচার করতে প্রায় ৩০ মিনিট সময় লেগেছিল।’ বর্তমানে মহিলা সুস্থ ও তাঁর পরিবারের লোকেরা খুব খুশি।

পিয়া গুপ্তা

Rare Operation at Government Hospital: উল্টোদিকে হার্ট! ১০ লাখে ১ জনের বিরল রোগ, সরকারি হাসপাতালে সফল অপোরেশনে শরীর ঠিক হল

কল্যানি: ফের বিরল অস্ত্রপ্রচার করে নজির গড়ল কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল৷ এক রোগিণীর শরীরের ভেতরে হার্ট থেকে বৃহদান্ত্রের অবস্থান সম্পূর্ণ উল্টোদিকে৷ Siatus Inversus Totalis(সাইটেস ইনভার্সাস টোটালিস) এই নাম হয়তো অনেকেই শোনেননি। এটি একটি বিরল রোগ। যা ১০ লাখ মানুষের মধ্যে একজনের কম মানুষের মধ্যে এই রোগ দেখা যায়।

জন্ম থেকেই শরীরের ভেতরের সব কিছু উল্টো অবস্থায় থাকে। যেমন হার্ট থাকার কথা মানুষের বুকের বাম দিকে, কিন্তু এই ক্ষেত্রে হার্ট রয়েছে বুকের ডান দিকে। এমনকি বৃহদান্ত্র থেকে অন্যান্য প্রতঙ্গ উল্টোদিকে অবস্থান। নদিয়ার চাকদহের বাসিন্দা ৬২ বছর বয়সী আরতী গুহ চৌধুরী পেটে ব্যাথা ও রক্তপ্লতা নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর হাসপাতালের শল্য চিকিৎসক পি কে মোহন্ত জানতে পারেন বিরল রোগের কথা।

আরও পড়ুনIllegal Construction Eviction: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল একাধিক বেআইনি নির্মাণ, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই নড়েচড়ে বসল জেলা প্রশাসন!

এরপর হাসপাতালে তাকে ভর্তি করে প্রায় দু ঘণ্টা ৩০ মিনিটের প্রচেষ্টায় সাত সদস্যের চিকিৎসক দল বৃহদান্ত্রের বিরল অস্ত্রপ্রচার করেন। যেহেতু সব কিছু শরীরের ভেতরে উল্টোদিকে সেহেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্রপ্রচার। আপাতত রোগিনী সুস্থ ও স্থিতিশীল। স্বাভাবিকভাবেই এর আগে এই ধরনের অপারেশন সরকারি হাসপাতালে খুব একটি চোখে পড়েনি বলেই জানা যায়। বিনা ব্যয়ে সরকারি হাসপাতালে এই চিকিৎসা পেয়ে খুশি রোগীও তার পরিবার।

Mainak Debnath