ভগ্নদশা

Jalpaiguri News: অবহেলায় নষ্ট হচ্ছে করোলা নদীর পাড়ের সৌন্দর্য! দুষ্কৃতীদের আখড়া! দেখার কেউ নেই! ক্ষোভ স্থানীয়দের

জলপাইগুড়ি: ক্রমেই হারাচ্ছে করলার সৌন্দর্য! রাত হলেই অন্ধকারে ডুবে যায় জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন এলাকা!করলা নদীর সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং যে শীতল বাতাস মুগ্ধ করে তোলে সবাইকে সেখানেই এখন বাধ সাধছে অন্ধকার,নোংরা পরিবেশ। করলার বুকে একদিকে শহরের জমা আবর্জনার ঢিপি, গাছপালা থাকলেও আবর্জনার জন্য হাওয়া দিলেও পরিষ্কার বাতাসের বদলে এলাকা জুড়ে ছড়ায় দুর্গন্ধ।

শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দফতরের তরফে করলার দু’পাশ সাজানো হয়েছিল খানিকটা বিদেশী কায়দায়। ছিল বসার জায়গা, রোদ থেকে বাঁচার জন্য ছিল সাজানো ভিন্ন আকারের ছাউনি, রাতের বেলায় করলার সৌন্দর্য ছড়াতে সেই এলাকায় লাগানো হয়েছিলবৈদ্যুতিক আলো। কিন্তু সে সবে এখন জং পড়ছে। আগে বিকেল হলেই ভিড় হতো ৮ থেকে ৮০ সকলের।

আরও পড়ুন:পুলিশকে গুলি! অবশেষে ভিন রাজ্য থেকে পাকড়াও তিন দুষ্কৃতী

করলার স্নিগ্ধ বাতাসে মনমুগ্ধ হতো জলপাইগুড়িবাসীর। কিন্তু ক্রমেই শহরেরই কিছু দুষ্কৃতিদের কু-কর্মের জন্য সেই লাইট গুলিও এখন আর নেই। রাত বাড়লেই সেখানে বসে অসামাজিক কাজের আখড়া কাজেই সেভাবে সেখানে আর বয়স্ক কিংবা বাচ্চাদের দেখা মেলে না।এলাকাবাসীদের দাবি, প্রশাসনের তরফে ফের এই এলাকা সংস্কার করা হোক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে