রাতের পাহারায় উইনার্স টিম

North 24 Parganas News: উৎসবে ডাক পরত তাদের! এখন দিন রাত্রে নারী সুরক্ষায় বসিরহাটের মহিলা উইনার্স টিম 

বসিরহাট: দিন রাত্রে নারী সুরক্ষায় এবার বসিরহাটে অতি সক্রিয়তায় মহিলা উইনার্স টিম। আর জি কর কাণ্ডের পর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রমিলা বাহিনী নারী সুরক্ষা এবার কঠোর হাতেদমন করবে। একদিকে সীমান্ত অন্যদিকে সুন্দরবন রাতের পাহারা এবার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা। পুলিশকে কাজে লাগাচ্ছে জেলা প্রশাসন। একদিকে রাতের অন্ধকারে রোমিও ঠান্ডা করা অন্যদিকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে জমায়েত সহজে মিশে গিয়ে সেখান থেকে নজরদারীর মধ্য দিয়ে দুষ্কৃতীকে তুলে আনা মূল লক্ষ্য বিশেষ প্রমিলা বাহিনীর।

আরও পড়ুন: ধুমধাম করে হয়ে গেল অকাল বিশ্বকর্মা পুজো! চলন্ত ট্রেন থামিয়ে যা করল এলাকাবাসী…

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকি রোড অন্যদিকে ইটিন্ডা রোড ইছামতির ব্রিজ বসিরহাট শহরজুড়ে ছদ্মবেশ প্রমিলা বাহিনী মিশে যাবে জনতার মধ্যে। কেউ কোন অপরাধ সংগঠিত করা পাশাপাশি ইভটিজিং থেকে শুরু করে ধর্ষণের মতো কাজ রুখে দেওয়া এই বাহিনী কাজ করবে জানালেন বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায়। আরজিকর কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে ইতিমধ্যে রাজ্যের একাধিক জায়গায় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক সেই সময় বসিরহাটে নারী সুরক্ষা নিয়ে তৎপর- প্রশাসন। মহিলা উইনার্স এই বাহিনী লাগাতার কাজ করে যাবে এবার বিভিন্ন অসামাজিক কাজ নারী সুরক্ষিত রাখার জন্য আরওবেশি পরিবারের সক্রিয় থাকবে, দিবারাত্র কাজ করবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিশেষ করে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কোন কিছু না যাতে ঘটাতে পারে পাশাপাশি রাতের অন্ধকারে নারী সুরক্ষা দিতে বিশেষ ভাবে এদেরকে কাজে লাগান হচ্ছে।

জুলফিকার মোল্যা